নাইজেরিয়ার কেন্দ্রস্থলে একটি ক্যাথলিক আবাসিক স্কুলে ভোররাতে সশস্ত্র হামলা চালিয়ে দুই শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। চলতি সপ্তাহে দেশটিতে স্কুল থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী অপহরণের এটি দ্বিতীয় বড় ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নাইজার রাজ্যের পাপিরি এলাকার সেইন্ট মেরি স্কুলে শুক্রবার ভোরের আগে হামলা চালায় স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত সশস্ত্র লোকদের একটি দল। আনুমানিক রাত ২টার দিকে হোস্টেলে হানা দিয়ে তারা ২১৫ শিক্ষার্থী এবং স্কুলের ১২ জন কর্মীকে তুলে নিয়ে যায়।
নিরাপত্তা হুমকি বাড়তে থাকায় আগেই সব আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় রাজ্য প্রশাসন। তবে সেই নির্দেশ অমান্য করে অনুমতি ছাড়াই শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছিল সেইন্ট মেরি স্কুল। রাজ্য কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে স্কুলটি শিক্ষার্থী ও কর্মীদের গুরুতর ঝুঁকিতে ফেলেছে। স্কুলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ডমিনিক আদামু জানান, “ঘটনাটি সবাইকে হতবাক করে দিয়েছে। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে।” তিনি জানান, তার মেয়ে ওই স্কুলেই পড়ে, যদিও তাকে অপহরণ করা হয়নি।
এক উদ্বিগ্ন নারী জানান, ৬ ও ১৩ বছর বয়সী তার দুই ভাতিজিকে অপহরণ করা হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি শুধু চাই তারা নিরাপদে বাড়ি ফিরে আসুক।”
দেশটির বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে আবারও স্কুলে হামলা ও অপহরণের ঘটনা বেড়েছে। এর আগে সোমবার পাশের কেব্বি রাজ্যের এক আবাসিক স্কুল থেকে ২০ জনের বেশি স্কুলছাত্রীকে অপহরণ করা হয়, যাদের সবাই মুসলিম। অন্যদিকে দক্ষিণের কোয়ারা রাজ্যের একটি গির্জায় হামলায় ২ জন নিহত এবং ৩৮ জনকে অপহরণ করা হয়েছে।
ক্রমাগত নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘিরে প্রেসিডেন্ট বোলা তিনুবু তার সব বিদেশ সফর বাতিল করেছেন, যার মধ্যে দক্ষিণ আফ্রিকায় আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণও ছিল।
এক সপ্তাহেই বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা ও অপহরণের ঘটনায় দেশব্যাপী ভয়, অনিশ্চয়তা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার ও হামলাকারীদের শনাক্তে অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ২২ নভেম্বর ২০২৫
নাইজেরিয়ার কেন্দ্রস্থলে একটি ক্যাথলিক আবাসিক স্কুলে ভোররাতে সশস্ত্র হামলা চালিয়ে দুই শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। চলতি সপ্তাহে দেশটিতে স্কুল থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী অপহরণের এটি দ্বিতীয় বড় ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নাইজার রাজ্যের পাপিরি এলাকার সেইন্ট মেরি স্কুলে শুক্রবার ভোরের আগে হামলা চালায় স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত সশস্ত্র লোকদের একটি দল। আনুমানিক রাত ২টার দিকে হোস্টেলে হানা দিয়ে তারা ২১৫ শিক্ষার্থী এবং স্কুলের ১২ জন কর্মীকে তুলে নিয়ে যায়।
নিরাপত্তা হুমকি বাড়তে থাকায় আগেই সব আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় রাজ্য প্রশাসন। তবে সেই নির্দেশ অমান্য করে অনুমতি ছাড়াই শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছিল সেইন্ট মেরি স্কুল। রাজ্য কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে স্কুলটি শিক্ষার্থী ও কর্মীদের গুরুতর ঝুঁকিতে ফেলেছে। স্কুলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ডমিনিক আদামু জানান, “ঘটনাটি সবাইকে হতবাক করে দিয়েছে। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে।” তিনি জানান, তার মেয়ে ওই স্কুলেই পড়ে, যদিও তাকে অপহরণ করা হয়নি।
এক উদ্বিগ্ন নারী জানান, ৬ ও ১৩ বছর বয়সী তার দুই ভাতিজিকে অপহরণ করা হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি শুধু চাই তারা নিরাপদে বাড়ি ফিরে আসুক।”
দেশটির বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে আবারও স্কুলে হামলা ও অপহরণের ঘটনা বেড়েছে। এর আগে সোমবার পাশের কেব্বি রাজ্যের এক আবাসিক স্কুল থেকে ২০ জনের বেশি স্কুলছাত্রীকে অপহরণ করা হয়, যাদের সবাই মুসলিম। অন্যদিকে দক্ষিণের কোয়ারা রাজ্যের একটি গির্জায় হামলায় ২ জন নিহত এবং ৩৮ জনকে অপহরণ করা হয়েছে।
ক্রমাগত নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘিরে প্রেসিডেন্ট বোলা তিনুবু তার সব বিদেশ সফর বাতিল করেছেন, যার মধ্যে দক্ষিণ আফ্রিকায় আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণও ছিল।
এক সপ্তাহেই বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা ও অপহরণের ঘটনায় দেশব্যাপী ভয়, অনিশ্চয়তা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার ও হামলাকারীদের শনাক্তে অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে।