image

আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, নিহত ১২

শুক্রবার, ১৪ মে ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক

আজ শুক্রবার ঈদের দিনেও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠছে উত্তর কাবুলের একটি মসজিদ । এতে ইমামসহ অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামারজ বলেন, দেশটির উত্তর কাবুলের সকার ডেরা জেলার ওই মসজিদের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল একটি শক্তিশালী বোমা। শুক্রবার জুমায় প্রার্থনার জন্য মসজিদে মুসল্লিদের সমাগম হতেই বোমাটি ফেটে যায়। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ফেরদাউস ফারামারজ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন মারা গেছে। মসজিদটির ইমামও মারা গেছেন। বিস্ফোরণে আরো ১৫ জন আহত হয়েছে।

আলজাজিরা বলছে, কারা ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনো বোঝা যাচ্ছে না। কোনো জঙ্গিগোষ্ঠী এখন পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

সূত্র : আলজাজিরা।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি