alt

জাতীয়

*৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে দেড় লাখ টন চাল বিতরণ *৩০ স্থানে গরু ৬০০ ও খাসির মাংস ৯০০ টাকা কেজি বিক্রি

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার আশ্বাস ৪ মন্ত্রি-প্রতিমন্ত্রীর ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন

*আঙ্গুর-খেজুরের পরিবর্তে বরই-পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ *কৃষকরা দাম পাচ্ছে তাই পেঁয়াজের দাম কমানো হচ্ছে না

নিজস্ব বার্তা পরিবেশক : সোমবার, ০৪ মার্চ ২০২৪

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার আশ^াস দিয়েছেন মন্ত্রিসভার চার সদস্য। তারা গতকাল জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে পৃথক কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী এ সম্মেলনের কার্যঅধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ডিসিদের পাশাপাশি বিভাগীয় কমিশনাররাও ছিলেন। কার্যঅধিবেশনগুলিতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল:

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের বলেছেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পবিত্র রমজান উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে দেড় লাখ টন চাল বিতরণ করা হবে।

খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকেই ‘লিফটিং’ (ডিলারদের চাল উঠাতে) করতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘১ থেকে ২০ মার্চ পর্যন্ত আমাদের একটি সিদ্ধান্ত ছিল। সেটি কমিয়ে ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন খাদ্য বিতরণ শেষ করা হবে।’

এই উদ্যোগে বাজারে স্বস্তি ফিরবে কিনা এমন প্রশ্নে খাদ্যমন্ত্রী বলেন, ‘দেড় লাখ টন চাল যদি বাজারে ১৫ টাকা দরে যায়, তাহলে ৫০ লাখ পরিবারকে তো আর বাজার থেকে চাল কিনতে হবে না। এতে স্বস্তি আসবে বলে মনে করি।’

আরেক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, মজুদবিরোধী অভিযান ‘অনেকাংশেই সফল’ হয়েছে। ডিসিদের কাছে আবেদন জানিয়েছি, নির্দেশনা দিয়েছি যাতে বস্তার গায়ে জাতের নাম লেখা নিয়ে যে পরিবর্তন এসেছে, সেটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে।

৩০ ট্রাকে মাংস ও ডিম বিক্রি:

ডিসিদের সঙ্গে কার্যঅধিবেশন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাংবাদিকদের বলেছেন, রমজান মাসে রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস ও ডিম বিক্রি করা হবে। ১০ মার্চ থেকে ঈদ পর্যন্ত রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে গরুর মাংস ৬০০ ও খাসির মাংস ৯০০ টাকা কেজি হিসেবে বিক্রি করা হবে।

একই সঙ্গে ড্রেসিং করা মুরগির (ব্রয়লার) মাংস প্রতি কেজি ২৮০ টাকা এবং প্রতি পিস ডিম ১০ টাকা ৫০ পয়সা করে বিক্রি করা হবে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের কাছে অনুরোধ, আপনারা মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।’

আপাতত ঢাকায় ৩০টি স্থানে মাংস ও ডিম বিক্রি করা হবে জানিয়ে আব্দুর রহমান বলেন, ‘পর্যায়ক্রমে সামর্থ্য অনুসারে আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করব।

কী কী পরিকল্পনা ডিসিদের জানানো হয়েছে-জানতে চাইলে মৎস্যমন্ত্রী বলেন, ‘আমাদের চ্যালেঞ্জগুলোর মধ্যে আছে, কারেন্টের জাল ব্যবহার। এটা দিয়ে যত্রতত্র মাছ ধরা হয়। যে মাছ থেকে মাছের বিস্তার হবে, সেটাও কারেন্ট জাল দিয়ে ধরা হয়। এ বিষয়টা আমরা ডিসিদের বলেছি। মাইকিং করে জালগুলো তুলে ফেলতে হবে। না করলে জেলা প্রশাসকদের নেতৃত্ব আইনগত ব্যবস্থা নিয়ে জালগুলো আটক করতে হবে।’

পণ্যের দাম বাড়ার সুযোগ নেই:

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

দেশে পণ্যের ‘যথেষ্ট’ সরবরাহ আছে জানিয়ে তিনি বলেন, ‘রমজান উপলক্ষে এবার কোনো পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই। আমাদের প্রত্যেকটি বড় তেল উৎপাদনকারী ফ্যাক্টরি ভোক্তা অধিদপ্তর থেকে পরিদর্শন করা হয়েছে। তেলের মূল্য ঠিকভাবে লেখা হচ্ছে কিনা সেটি পরিদর্শন শেষ।’

ডিসিদের বাজার মনিটরিং করতে বলা হয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবহন ব্যবস্থা যাতে শৃঙ্খলিত থাকে এবং সরবরাহে কোথাও যাতে প্রতিবন্ধকতা না হয়, সেই বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিয়েছি।’

কৃষক দাম পাচ্ছে, তাই পেঁয়াজের দাম বেশি:

পেঁয়াজের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আহসানুল হক টিটু বলেন, ‘কৃষকরা দাম পাচ্ছে, তাই দাম কমানো হচ্ছে না। কৃষক দাম পেলে আগামীতে আরও পেঁয়াজ উৎপাদন করবে।’

মৌসুমের সময় পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা হয়, এ সময়ে দাম এত বেশি কেন জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষক যাতে পেঁয়াজের দাম পায় সেদিকে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বাজারে অন্যান্য দ্রব্যের দাম বেড়েছে, তাই পেঁয়াজের দামও বেড়েছে। এবার হাটগুলোতে ৮০-১০০ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যা গত বছর অর্ধেক ছিল, এটা ঠিক।’

আঙ্গুর-খেজুরের পরিবর্তে বরই-পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ:

আঙ্গুর, খেজুরের পরিবর্তে বরই ও পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

ডিসিদের সঙ্গে পৃথক কার্যঅধিবেশন শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, ‘আপেল লাগে কেন? আঙুর লাগে কেন? আর কিছু নেই আমাদের। ইফতারে বরই খান, পেয়ারা খান, আমাদের যা আছে সেগুলো ব্যবহার করুন। ইফতারের প্লেট সেভাবে সাজান।’

অনেক পণ্য আমদানি করতে হয়- এজন্য দাম বেশি পরে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের অভাব-অভিযোগ আছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ইফতার পার্টি হবে না। আপনারা যেমন পরিবারের সমস্যাগুলো দেখেন, সেভাবে দেশের সমস্যাগুলো নিজেদের মনে করে দেখতে হবে।’

দেশের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় কাজ করছে। জেলা প্রশাসকেরা গুরুত্বের সঙ্গে কাজ করছেন। প্রতিটি এলাকার জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ পণ্যগুলো জিআই করার জন্য আবেদন করতে বলা হয়েছে। তারা আন্তরিকভাবে কাজ করছেন।’

অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা নেই-দাবি অর্থমন্ত্রীর:

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, অর্থনৈতিক সবগুলো সূচক বাড়ছে। কাজেই এখানে ‘অনিশ্চয়তা ও হতাশার’ কিছু নেই।

তিনি বলেন, ‘আমি একটি বিষয় তাদের (ডিসি) বলেছি। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা আজ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের, সেগুলো বাড়ছে।’

ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সবগুলো সূচকই-তো বাড়ছে। কাজেই আমদের এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই। এগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’

মানুষের মূল নজর মূল্যস্ফীতিতে- সে ব্যাপারে ডিসিদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘খালি ইনফ্লেশনটাই কনসার্ন হয়ে গেলো! আর কিছু না? এক কোটি লোককে কার্ড দেয়া হয়েছে, তারা সস্তা দামে পাচ্ছে।’

এছাড়াও পৃথক কার্যঅধিবেশনে গতকাল বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন।

খোঁজ-খবর নিচ্ছি, সত্য বেরিয়ে আসবে : কাদের

ছবি

গাজীপুরের টঙ্গীতে নাশকতায় ক্ষতি প্রায় ৩৪ কোটি টাকা

মেট্রোরেল বন্ধে ভোগান্তিতে ৬ লাখ মানুষ

ছবি

অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী

কোটা আন্দোলন: সিলেটে ৩৮ শিক্ষার্থীকে বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট

বিএনপি জামায়াত শিবিরের ক্যাডাররা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল -মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী

বেরোবির উপাচার্যের বাসভবনে আক্রমন-আগুন, যেভাবে উদ্ধার হলেন অবরুদ্ধ ২০ জন

ছবি

আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল

ট্রেন চালুর সিদ্ধান্ত থেকে সরে এল রেল কর্তৃপক্ষ

ছবি

হামলা, ধ্বংসযজ্ঞের বিচারের ভার জনগণকে দিলেন প্রধানমন্ত্রী

ছবি

‘আমার সব শেষ’, ‘বাড়িতেও নিরাপদ না মানুষ?’

গুগলের ক্যাশ সার্ভার চালুর নির্দেশনা বিটিআরসি’র

ভিন্নমত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয়, সাংবিধানিক অধিকার: টিআইবি

৩-৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুর থেকে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু

ছবি

অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়

ছবি

মহাখালী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস

ছবি

কয়েকদিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ দিন পর খুললো অফিস

কোটা সংস্কার ও তাদের দাবি নিয়ে যা বললো সমন্বয়করা

ছবি

সব গ্রেডে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন

সীমিত পরিসরে সারাদেশে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট

সাভারে পুলিশ-ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ছবি

আলোচনার পথ খোলা আছে, আন্দোলনকারীদের ঘোষণা

লিবিয়া থেকে ফিরেছেন ১৪৪ বাংলাদেশী

ছবি

শিক্ষার্থীরা যখন চায় তখনই আলোচনাঃ আইনমন্ত্রী

ছবি

বেরোবি শিক্ষার্থী নিহতের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি

ছবি

এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : চীনা রাষ্ট্রদূত

ছবি

বাড়তি ভাড়া রিকশা-সিএনজিতে, ভরসা মেট্রোরেল-বিআরটিসি

ছবি

ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশে হামলায় রণক্ষেত্র, হতাহত দুই শতাধিক

ছবি

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচী ‘কমপ্লিট শাটডাউন’, ঢাবি হল ছেড়েছেন শিক্ষার্থীরা, থমথমে পরিবেশ

ছবি

বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা প্রধানমন্ত্রীর, আদালতের রায়ের জন্য ধৈর্য্যের আহ্বান

ছবি

জবি : ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে ২ ঘন্টার আল্টিমেটাম

ছবি

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

ছবি

ঢাবির ১৮ হল থেকে বিতাড়িত ছাত্রলীগ, দখলে সাধারণ শিক্ষার্থীরা

tab

জাতীয়

*৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে দেড় লাখ টন চাল বিতরণ *৩০ স্থানে গরু ৬০০ ও খাসির মাংস ৯০০ টাকা কেজি বিক্রি

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার আশ্বাস ৪ মন্ত্রি-প্রতিমন্ত্রীর ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন

*আঙ্গুর-খেজুরের পরিবর্তে বরই-পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ *কৃষকরা দাম পাচ্ছে তাই পেঁয়াজের দাম কমানো হচ্ছে না

নিজস্ব বার্তা পরিবেশক

সোমবার, ০৪ মার্চ ২০২৪

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার আশ^াস দিয়েছেন মন্ত্রিসভার চার সদস্য। তারা গতকাল জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে পৃথক কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী এ সম্মেলনের কার্যঅধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ডিসিদের পাশাপাশি বিভাগীয় কমিশনাররাও ছিলেন। কার্যঅধিবেশনগুলিতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল:

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের বলেছেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পবিত্র রমজান উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে দেড় লাখ টন চাল বিতরণ করা হবে।

খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকেই ‘লিফটিং’ (ডিলারদের চাল উঠাতে) করতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘১ থেকে ২০ মার্চ পর্যন্ত আমাদের একটি সিদ্ধান্ত ছিল। সেটি কমিয়ে ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন খাদ্য বিতরণ শেষ করা হবে।’

এই উদ্যোগে বাজারে স্বস্তি ফিরবে কিনা এমন প্রশ্নে খাদ্যমন্ত্রী বলেন, ‘দেড় লাখ টন চাল যদি বাজারে ১৫ টাকা দরে যায়, তাহলে ৫০ লাখ পরিবারকে তো আর বাজার থেকে চাল কিনতে হবে না। এতে স্বস্তি আসবে বলে মনে করি।’

আরেক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, মজুদবিরোধী অভিযান ‘অনেকাংশেই সফল’ হয়েছে। ডিসিদের কাছে আবেদন জানিয়েছি, নির্দেশনা দিয়েছি যাতে বস্তার গায়ে জাতের নাম লেখা নিয়ে যে পরিবর্তন এসেছে, সেটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে।

৩০ ট্রাকে মাংস ও ডিম বিক্রি:

ডিসিদের সঙ্গে কার্যঅধিবেশন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাংবাদিকদের বলেছেন, রমজান মাসে রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস ও ডিম বিক্রি করা হবে। ১০ মার্চ থেকে ঈদ পর্যন্ত রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে গরুর মাংস ৬০০ ও খাসির মাংস ৯০০ টাকা কেজি হিসেবে বিক্রি করা হবে।

একই সঙ্গে ড্রেসিং করা মুরগির (ব্রয়লার) মাংস প্রতি কেজি ২৮০ টাকা এবং প্রতি পিস ডিম ১০ টাকা ৫০ পয়সা করে বিক্রি করা হবে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের কাছে অনুরোধ, আপনারা মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।’

আপাতত ঢাকায় ৩০টি স্থানে মাংস ও ডিম বিক্রি করা হবে জানিয়ে আব্দুর রহমান বলেন, ‘পর্যায়ক্রমে সামর্থ্য অনুসারে আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করব।

কী কী পরিকল্পনা ডিসিদের জানানো হয়েছে-জানতে চাইলে মৎস্যমন্ত্রী বলেন, ‘আমাদের চ্যালেঞ্জগুলোর মধ্যে আছে, কারেন্টের জাল ব্যবহার। এটা দিয়ে যত্রতত্র মাছ ধরা হয়। যে মাছ থেকে মাছের বিস্তার হবে, সেটাও কারেন্ট জাল দিয়ে ধরা হয়। এ বিষয়টা আমরা ডিসিদের বলেছি। মাইকিং করে জালগুলো তুলে ফেলতে হবে। না করলে জেলা প্রশাসকদের নেতৃত্ব আইনগত ব্যবস্থা নিয়ে জালগুলো আটক করতে হবে।’

পণ্যের দাম বাড়ার সুযোগ নেই:

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

দেশে পণ্যের ‘যথেষ্ট’ সরবরাহ আছে জানিয়ে তিনি বলেন, ‘রমজান উপলক্ষে এবার কোনো পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই। আমাদের প্রত্যেকটি বড় তেল উৎপাদনকারী ফ্যাক্টরি ভোক্তা অধিদপ্তর থেকে পরিদর্শন করা হয়েছে। তেলের মূল্য ঠিকভাবে লেখা হচ্ছে কিনা সেটি পরিদর্শন শেষ।’

ডিসিদের বাজার মনিটরিং করতে বলা হয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবহন ব্যবস্থা যাতে শৃঙ্খলিত থাকে এবং সরবরাহে কোথাও যাতে প্রতিবন্ধকতা না হয়, সেই বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিয়েছি।’

কৃষক দাম পাচ্ছে, তাই পেঁয়াজের দাম বেশি:

পেঁয়াজের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আহসানুল হক টিটু বলেন, ‘কৃষকরা দাম পাচ্ছে, তাই দাম কমানো হচ্ছে না। কৃষক দাম পেলে আগামীতে আরও পেঁয়াজ উৎপাদন করবে।’

মৌসুমের সময় পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা হয়, এ সময়ে দাম এত বেশি কেন জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষক যাতে পেঁয়াজের দাম পায় সেদিকে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বাজারে অন্যান্য দ্রব্যের দাম বেড়েছে, তাই পেঁয়াজের দামও বেড়েছে। এবার হাটগুলোতে ৮০-১০০ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যা গত বছর অর্ধেক ছিল, এটা ঠিক।’

আঙ্গুর-খেজুরের পরিবর্তে বরই-পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ:

আঙ্গুর, খেজুরের পরিবর্তে বরই ও পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

ডিসিদের সঙ্গে পৃথক কার্যঅধিবেশন শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, ‘আপেল লাগে কেন? আঙুর লাগে কেন? আর কিছু নেই আমাদের। ইফতারে বরই খান, পেয়ারা খান, আমাদের যা আছে সেগুলো ব্যবহার করুন। ইফতারের প্লেট সেভাবে সাজান।’

অনেক পণ্য আমদানি করতে হয়- এজন্য দাম বেশি পরে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের অভাব-অভিযোগ আছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ইফতার পার্টি হবে না। আপনারা যেমন পরিবারের সমস্যাগুলো দেখেন, সেভাবে দেশের সমস্যাগুলো নিজেদের মনে করে দেখতে হবে।’

দেশের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় কাজ করছে। জেলা প্রশাসকেরা গুরুত্বের সঙ্গে কাজ করছেন। প্রতিটি এলাকার জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ পণ্যগুলো জিআই করার জন্য আবেদন করতে বলা হয়েছে। তারা আন্তরিকভাবে কাজ করছেন।’

অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা নেই-দাবি অর্থমন্ত্রীর:

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, অর্থনৈতিক সবগুলো সূচক বাড়ছে। কাজেই এখানে ‘অনিশ্চয়তা ও হতাশার’ কিছু নেই।

তিনি বলেন, ‘আমি একটি বিষয় তাদের (ডিসি) বলেছি। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা আজ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের, সেগুলো বাড়ছে।’

ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সবগুলো সূচকই-তো বাড়ছে। কাজেই আমদের এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই। এগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’

মানুষের মূল নজর মূল্যস্ফীতিতে- সে ব্যাপারে ডিসিদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘খালি ইনফ্লেশনটাই কনসার্ন হয়ে গেলো! আর কিছু না? এক কোটি লোককে কার্ড দেয়া হয়েছে, তারা সস্তা দামে পাচ্ছে।’

এছাড়াও পৃথক কার্যঅধিবেশনে গতকাল বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন।

back to top