alt

জাতীয়

*৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে দেড় লাখ টন চাল বিতরণ *৩০ স্থানে গরু ৬০০ ও খাসির মাংস ৯০০ টাকা কেজি বিক্রি

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার আশ্বাস ৪ মন্ত্রি-প্রতিমন্ত্রীর ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন

*আঙ্গুর-খেজুরের পরিবর্তে বরই-পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ *কৃষকরা দাম পাচ্ছে তাই পেঁয়াজের দাম কমানো হচ্ছে না

নিজস্ব বার্তা পরিবেশক : সোমবার, ০৪ মার্চ ২০২৪

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার আশ^াস দিয়েছেন মন্ত্রিসভার চার সদস্য। তারা গতকাল জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে পৃথক কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী এ সম্মেলনের কার্যঅধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ডিসিদের পাশাপাশি বিভাগীয় কমিশনাররাও ছিলেন। কার্যঅধিবেশনগুলিতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল:

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের বলেছেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পবিত্র রমজান উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে দেড় লাখ টন চাল বিতরণ করা হবে।

খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকেই ‘লিফটিং’ (ডিলারদের চাল উঠাতে) করতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘১ থেকে ২০ মার্চ পর্যন্ত আমাদের একটি সিদ্ধান্ত ছিল। সেটি কমিয়ে ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন খাদ্য বিতরণ শেষ করা হবে।’

এই উদ্যোগে বাজারে স্বস্তি ফিরবে কিনা এমন প্রশ্নে খাদ্যমন্ত্রী বলেন, ‘দেড় লাখ টন চাল যদি বাজারে ১৫ টাকা দরে যায়, তাহলে ৫০ লাখ পরিবারকে তো আর বাজার থেকে চাল কিনতে হবে না। এতে স্বস্তি আসবে বলে মনে করি।’

আরেক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, মজুদবিরোধী অভিযান ‘অনেকাংশেই সফল’ হয়েছে। ডিসিদের কাছে আবেদন জানিয়েছি, নির্দেশনা দিয়েছি যাতে বস্তার গায়ে জাতের নাম লেখা নিয়ে যে পরিবর্তন এসেছে, সেটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে।

৩০ ট্রাকে মাংস ও ডিম বিক্রি:

ডিসিদের সঙ্গে কার্যঅধিবেশন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাংবাদিকদের বলেছেন, রমজান মাসে রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস ও ডিম বিক্রি করা হবে। ১০ মার্চ থেকে ঈদ পর্যন্ত রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে গরুর মাংস ৬০০ ও খাসির মাংস ৯০০ টাকা কেজি হিসেবে বিক্রি করা হবে।

একই সঙ্গে ড্রেসিং করা মুরগির (ব্রয়লার) মাংস প্রতি কেজি ২৮০ টাকা এবং প্রতি পিস ডিম ১০ টাকা ৫০ পয়সা করে বিক্রি করা হবে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের কাছে অনুরোধ, আপনারা মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।’

আপাতত ঢাকায় ৩০টি স্থানে মাংস ও ডিম বিক্রি করা হবে জানিয়ে আব্দুর রহমান বলেন, ‘পর্যায়ক্রমে সামর্থ্য অনুসারে আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করব।

কী কী পরিকল্পনা ডিসিদের জানানো হয়েছে-জানতে চাইলে মৎস্যমন্ত্রী বলেন, ‘আমাদের চ্যালেঞ্জগুলোর মধ্যে আছে, কারেন্টের জাল ব্যবহার। এটা দিয়ে যত্রতত্র মাছ ধরা হয়। যে মাছ থেকে মাছের বিস্তার হবে, সেটাও কারেন্ট জাল দিয়ে ধরা হয়। এ বিষয়টা আমরা ডিসিদের বলেছি। মাইকিং করে জালগুলো তুলে ফেলতে হবে। না করলে জেলা প্রশাসকদের নেতৃত্ব আইনগত ব্যবস্থা নিয়ে জালগুলো আটক করতে হবে।’

পণ্যের দাম বাড়ার সুযোগ নেই:

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

দেশে পণ্যের ‘যথেষ্ট’ সরবরাহ আছে জানিয়ে তিনি বলেন, ‘রমজান উপলক্ষে এবার কোনো পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই। আমাদের প্রত্যেকটি বড় তেল উৎপাদনকারী ফ্যাক্টরি ভোক্তা অধিদপ্তর থেকে পরিদর্শন করা হয়েছে। তেলের মূল্য ঠিকভাবে লেখা হচ্ছে কিনা সেটি পরিদর্শন শেষ।’

ডিসিদের বাজার মনিটরিং করতে বলা হয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবহন ব্যবস্থা যাতে শৃঙ্খলিত থাকে এবং সরবরাহে কোথাও যাতে প্রতিবন্ধকতা না হয়, সেই বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিয়েছি।’

কৃষক দাম পাচ্ছে, তাই পেঁয়াজের দাম বেশি:

পেঁয়াজের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আহসানুল হক টিটু বলেন, ‘কৃষকরা দাম পাচ্ছে, তাই দাম কমানো হচ্ছে না। কৃষক দাম পেলে আগামীতে আরও পেঁয়াজ উৎপাদন করবে।’

মৌসুমের সময় পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা হয়, এ সময়ে দাম এত বেশি কেন জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষক যাতে পেঁয়াজের দাম পায় সেদিকে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বাজারে অন্যান্য দ্রব্যের দাম বেড়েছে, তাই পেঁয়াজের দামও বেড়েছে। এবার হাটগুলোতে ৮০-১০০ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যা গত বছর অর্ধেক ছিল, এটা ঠিক।’

আঙ্গুর-খেজুরের পরিবর্তে বরই-পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ:

আঙ্গুর, খেজুরের পরিবর্তে বরই ও পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

ডিসিদের সঙ্গে পৃথক কার্যঅধিবেশন শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, ‘আপেল লাগে কেন? আঙুর লাগে কেন? আর কিছু নেই আমাদের। ইফতারে বরই খান, পেয়ারা খান, আমাদের যা আছে সেগুলো ব্যবহার করুন। ইফতারের প্লেট সেভাবে সাজান।’

অনেক পণ্য আমদানি করতে হয়- এজন্য দাম বেশি পরে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের অভাব-অভিযোগ আছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ইফতার পার্টি হবে না। আপনারা যেমন পরিবারের সমস্যাগুলো দেখেন, সেভাবে দেশের সমস্যাগুলো নিজেদের মনে করে দেখতে হবে।’

দেশের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় কাজ করছে। জেলা প্রশাসকেরা গুরুত্বের সঙ্গে কাজ করছেন। প্রতিটি এলাকার জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ পণ্যগুলো জিআই করার জন্য আবেদন করতে বলা হয়েছে। তারা আন্তরিকভাবে কাজ করছেন।’

অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা নেই-দাবি অর্থমন্ত্রীর:

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, অর্থনৈতিক সবগুলো সূচক বাড়ছে। কাজেই এখানে ‘অনিশ্চয়তা ও হতাশার’ কিছু নেই।

তিনি বলেন, ‘আমি একটি বিষয় তাদের (ডিসি) বলেছি। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা আজ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের, সেগুলো বাড়ছে।’

ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সবগুলো সূচকই-তো বাড়ছে। কাজেই আমদের এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই। এগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’

মানুষের মূল নজর মূল্যস্ফীতিতে- সে ব্যাপারে ডিসিদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘খালি ইনফ্লেশনটাই কনসার্ন হয়ে গেলো! আর কিছু না? এক কোটি লোককে কার্ড দেয়া হয়েছে, তারা সস্তা দামে পাচ্ছে।’

এছাড়াও পৃথক কার্যঅধিবেশনে গতকাল বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন।

ছবি

ভ্রমণ ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা, ৩৬ বাংলাদেশি আটক

ছবি

হুমকির মুখে সুন্দরবনের বনজসম্পদ

দেশে ফিরতে তারেক রহমানের বাধা নেই

৩ মাসের মধ্যে ধর্ষণের বিচার শেষ করার দাবি নাহিদের

প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমাধ্যমিক শ্রেণীর কার্যক্রম বন্ধ

সুখী দেশের তালিকায় আরও ৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

যুগ্ম সচিব পদে ১৯৪ জনের পদোন্নতি

সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচনের পরও ফিরতে পারে ‘ফ্যাসিবাদ’: আলী রীয়াজ

‘আত্মসাৎ-প্রতারণা’: পুতুলের বিরুদ্ধে দুদকের আরও দুই মামলা

ছবি

ভারতের সঙ্গে সম্পর্ক ‘খুবই ভালো’, চীনের সঙ্গেও ‘অনেক গভীর’ হবে: প্রেস সচিব

ধর্ষণের অভিযোগ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪ কিশোরী, গ্রেপ্তার ৩

সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: এক যুবকের মৃত্যুদণ্ড

ছবি

তনু হত্যা মামলা: ৯ বছরেও অগ্রগতি নেই

বসুন্ধরার সাব্বির হত্যা: ঘুষের মামলায় তারেক, বাবরসহ সবাই খালাস

ছবি

কেউ কেউ ‘নৈতিক খবরদারির’ দায়িত্ব নিয়েছেন, তাদের মোকাবিলা করতে হবে: দেবপ্রিয়

ঈদে টানা ৯ দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের

সংখ্যানুপাতিক নির্বাচনে জোর জামায়াতের, মতামত ঐকমত্য কমিশনে

সংস্কারের ৪২ প্রস্তাবে আপত্তি এলডিপির, কোনগুলো তা জানাবেন না অলি

ছবি

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে প্রতারণা করলে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড

ছবি

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা, নিরাপত্তা পদক্ষেপে যুক্তরাষ্ট্রের প্রশংসা

ছবি

রাষ্ট্র সংস্কারে বাধা আসছে ভেতর-বাইরে থেকে: আলী রীয়াজ

ছবি

বৈসাবি উপলক্ষে ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় ছুটি ঘোষণা

ছবি

সুখী দেশের তালিকায় আরও পিছিয়ে বাংলাদেশ

ছবি

সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির পক্ষে মত দিল জামায়াত

ছবি

ঈদে সরকারি ছুটি: বে‌ড়ে টানা ৯ দিন

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দিবে অস্ট্রেলিয়া

ছবি

হাইকোর্টের বিচারপতি খিজির হায়াত অপসারিত

ছবি

জুলাই অভ্যুত্থানে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় ২০ লাখ ইউরো দেবে ইইউ

ছবি

সম্ভাবনার হাতছানি ‘ঝোপখালী পাখির চর’

রাজধানীতে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের ফাঁসির রায়

শিক্ষায় ‘সংকট’ কাটাতে সংস্কার ও সুশাসন প্রয়োজন: শিক্ষা উপদেষ্টা

পল্লবীতে ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার নারী সাংবাদিক, গ্রেপ্তার ২

খিলক্ষেত: শিশুটিকে ধর্ষণের প্রমাণ মিলেছে, পিটুনি খাওয়া যুবক আটক

আনিসুলের এখন পর্যন্ত ৫২ দিনের রিমান্ড মঞ্জুর, সাবেক আইজিপি মামুনের ৯২ দিন

ময়মনসিংহে আরসা সদস্যরা ৪ মাস আগে ভাড়া বাসায় ওঠেন, চলাচল ছিল সীমিত

২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটির সম্ভাবনা

tab

জাতীয়

*৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে দেড় লাখ টন চাল বিতরণ *৩০ স্থানে গরু ৬০০ ও খাসির মাংস ৯০০ টাকা কেজি বিক্রি

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার আশ্বাস ৪ মন্ত্রি-প্রতিমন্ত্রীর ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন

*আঙ্গুর-খেজুরের পরিবর্তে বরই-পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ *কৃষকরা দাম পাচ্ছে তাই পেঁয়াজের দাম কমানো হচ্ছে না

নিজস্ব বার্তা পরিবেশক

সোমবার, ০৪ মার্চ ২০২৪

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার আশ^াস দিয়েছেন মন্ত্রিসভার চার সদস্য। তারা গতকাল জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে পৃথক কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী এ সম্মেলনের কার্যঅধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ডিসিদের পাশাপাশি বিভাগীয় কমিশনাররাও ছিলেন। কার্যঅধিবেশনগুলিতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল:

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের বলেছেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পবিত্র রমজান উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে দেড় লাখ টন চাল বিতরণ করা হবে।

খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকেই ‘লিফটিং’ (ডিলারদের চাল উঠাতে) করতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘১ থেকে ২০ মার্চ পর্যন্ত আমাদের একটি সিদ্ধান্ত ছিল। সেটি কমিয়ে ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন খাদ্য বিতরণ শেষ করা হবে।’

এই উদ্যোগে বাজারে স্বস্তি ফিরবে কিনা এমন প্রশ্নে খাদ্যমন্ত্রী বলেন, ‘দেড় লাখ টন চাল যদি বাজারে ১৫ টাকা দরে যায়, তাহলে ৫০ লাখ পরিবারকে তো আর বাজার থেকে চাল কিনতে হবে না। এতে স্বস্তি আসবে বলে মনে করি।’

আরেক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, মজুদবিরোধী অভিযান ‘অনেকাংশেই সফল’ হয়েছে। ডিসিদের কাছে আবেদন জানিয়েছি, নির্দেশনা দিয়েছি যাতে বস্তার গায়ে জাতের নাম লেখা নিয়ে যে পরিবর্তন এসেছে, সেটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে।

৩০ ট্রাকে মাংস ও ডিম বিক্রি:

ডিসিদের সঙ্গে কার্যঅধিবেশন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাংবাদিকদের বলেছেন, রমজান মাসে রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস ও ডিম বিক্রি করা হবে। ১০ মার্চ থেকে ঈদ পর্যন্ত রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে গরুর মাংস ৬০০ ও খাসির মাংস ৯০০ টাকা কেজি হিসেবে বিক্রি করা হবে।

একই সঙ্গে ড্রেসিং করা মুরগির (ব্রয়লার) মাংস প্রতি কেজি ২৮০ টাকা এবং প্রতি পিস ডিম ১০ টাকা ৫০ পয়সা করে বিক্রি করা হবে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের কাছে অনুরোধ, আপনারা মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।’

আপাতত ঢাকায় ৩০টি স্থানে মাংস ও ডিম বিক্রি করা হবে জানিয়ে আব্দুর রহমান বলেন, ‘পর্যায়ক্রমে সামর্থ্য অনুসারে আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করব।

কী কী পরিকল্পনা ডিসিদের জানানো হয়েছে-জানতে চাইলে মৎস্যমন্ত্রী বলেন, ‘আমাদের চ্যালেঞ্জগুলোর মধ্যে আছে, কারেন্টের জাল ব্যবহার। এটা দিয়ে যত্রতত্র মাছ ধরা হয়। যে মাছ থেকে মাছের বিস্তার হবে, সেটাও কারেন্ট জাল দিয়ে ধরা হয়। এ বিষয়টা আমরা ডিসিদের বলেছি। মাইকিং করে জালগুলো তুলে ফেলতে হবে। না করলে জেলা প্রশাসকদের নেতৃত্ব আইনগত ব্যবস্থা নিয়ে জালগুলো আটক করতে হবে।’

পণ্যের দাম বাড়ার সুযোগ নেই:

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

দেশে পণ্যের ‘যথেষ্ট’ সরবরাহ আছে জানিয়ে তিনি বলেন, ‘রমজান উপলক্ষে এবার কোনো পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই। আমাদের প্রত্যেকটি বড় তেল উৎপাদনকারী ফ্যাক্টরি ভোক্তা অধিদপ্তর থেকে পরিদর্শন করা হয়েছে। তেলের মূল্য ঠিকভাবে লেখা হচ্ছে কিনা সেটি পরিদর্শন শেষ।’

ডিসিদের বাজার মনিটরিং করতে বলা হয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবহন ব্যবস্থা যাতে শৃঙ্খলিত থাকে এবং সরবরাহে কোথাও যাতে প্রতিবন্ধকতা না হয়, সেই বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিয়েছি।’

কৃষক দাম পাচ্ছে, তাই পেঁয়াজের দাম বেশি:

পেঁয়াজের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আহসানুল হক টিটু বলেন, ‘কৃষকরা দাম পাচ্ছে, তাই দাম কমানো হচ্ছে না। কৃষক দাম পেলে আগামীতে আরও পেঁয়াজ উৎপাদন করবে।’

মৌসুমের সময় পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা হয়, এ সময়ে দাম এত বেশি কেন জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষক যাতে পেঁয়াজের দাম পায় সেদিকে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বাজারে অন্যান্য দ্রব্যের দাম বেড়েছে, তাই পেঁয়াজের দামও বেড়েছে। এবার হাটগুলোতে ৮০-১০০ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যা গত বছর অর্ধেক ছিল, এটা ঠিক।’

আঙ্গুর-খেজুরের পরিবর্তে বরই-পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ:

আঙ্গুর, খেজুরের পরিবর্তে বরই ও পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

ডিসিদের সঙ্গে পৃথক কার্যঅধিবেশন শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, ‘আপেল লাগে কেন? আঙুর লাগে কেন? আর কিছু নেই আমাদের। ইফতারে বরই খান, পেয়ারা খান, আমাদের যা আছে সেগুলো ব্যবহার করুন। ইফতারের প্লেট সেভাবে সাজান।’

অনেক পণ্য আমদানি করতে হয়- এজন্য দাম বেশি পরে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের অভাব-অভিযোগ আছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ইফতার পার্টি হবে না। আপনারা যেমন পরিবারের সমস্যাগুলো দেখেন, সেভাবে দেশের সমস্যাগুলো নিজেদের মনে করে দেখতে হবে।’

দেশের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় কাজ করছে। জেলা প্রশাসকেরা গুরুত্বের সঙ্গে কাজ করছেন। প্রতিটি এলাকার জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ পণ্যগুলো জিআই করার জন্য আবেদন করতে বলা হয়েছে। তারা আন্তরিকভাবে কাজ করছেন।’

অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা নেই-দাবি অর্থমন্ত্রীর:

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, অর্থনৈতিক সবগুলো সূচক বাড়ছে। কাজেই এখানে ‘অনিশ্চয়তা ও হতাশার’ কিছু নেই।

তিনি বলেন, ‘আমি একটি বিষয় তাদের (ডিসি) বলেছি। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা আজ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের, সেগুলো বাড়ছে।’

ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সবগুলো সূচকই-তো বাড়ছে। কাজেই আমদের এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই। এগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’

মানুষের মূল নজর মূল্যস্ফীতিতে- সে ব্যাপারে ডিসিদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘খালি ইনফ্লেশনটাই কনসার্ন হয়ে গেলো! আর কিছু না? এক কোটি লোককে কার্ড দেয়া হয়েছে, তারা সস্তা দামে পাচ্ছে।’

এছাড়াও পৃথক কার্যঅধিবেশনে গতকাল বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন।

back to top