alt

জাতীয়

পোশাক শিল্পে অস্থিরতা কাটেনি, ১১৪ কারখানা বন্ধ ঘোষণা

সংবাদ অনলাইন রিপোর্ট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

বুধবার গাজীপুরে একটি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের দেয়া আগুনে জ্বলছে ঝুট গোডাউন-সংবাদ

গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলের অস্থিরতা এখনও কাটেনি। এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে বিভিন্ন কারখানার শ্রমিকদের বিক্ষোভ। পোশাক কারখানা থেকে শুরু করে অন্যান্য শিল্প কারখানাতেও চলছে শ্রমিক আন্দোলন।

বুধবারও (১১ সেপ্টেম্বর) গাজীপুরে বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। একটি কারখানার গোডাউনে অগ্নিসংযোগও করা হয়েছে। টঙ্গীতে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, শ্রমিক বিক্ষোভের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১১৪ পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১১১টি সাভার, আশুলিয়া ও জিরানি এলাকার। আর অন্য তিনটি কারখানা গাজীপুরের।

বিজিএমইএ সূত্র জানায়, ৫৪টি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বাকিগুলো শ্রমিকেরা উপস্থিত হয়েও কাজ না করায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজিএমইএর নেতারা ১০ সেপ্টেম্বর মঙ্গলবার পর্ষদ সভা করে বুধবার কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও নেতাদের একটি অংশ আশুলিয়ার মালিকদের সঙ্গে আলোচনা করে শ্রম আইনের নির্দিষ্ট ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

খোঁজ নিয়ে জানা যায়, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বুধবার সকালে নির্দিষ্ট সময়ে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কারখানায় উপস্থিত হওয়ার পরও কাজ না করায় ৫৭টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৪টি কারখানা বন্ধ করা হয়। অর্থাৎ এসব কারখানার শ্রমিকেরা কাজ না করলে মজুরি পাবেন না।

বিজিএমইএ সূত্র বলছে, বিভিন্ন দাবির আড়ালে শ্রমিকদের উসকে দিয়ে একটি বিশেষ শ্রেণী পোশাক খাতকে অস্থিতিশীল করে তুলছে। তাই সেনাবাহিনী, শিল্পপুলিশের গোয়েন্দারা কঠোর অবস্থানে রয়েছেন।

বিজিএমইএ’র একজন সহ-সভাপতি জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে মালিকদের সঙ্গে আলোচনা চলছে।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘যারা পারছেন, তারা কারখানা চালাচ্ছেন। আর যারা পারছেন না, কারখানা ছুটি দিয়ে দিচ্ছেন।’

গাজীপুরে ভাঙচুর, অগ্নি সংযোগ
গাজীপুর প্রতিনিধির প্রতিবেদন অনুযায়ী, সেখানকার অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও বেশ কয়েকটি কালখানার শ্রমিকরা নানা দাবিতে আন্দোলন করছে। মহানগরীর জিরাব, সারাবো চন্দ্রাসহ এলাকার বিভিন্ন কারখানায় বুধবার সকাল থেকেই শ্রমিক বিক্ষোভ করে। শ্রমিকরা সড়ক অবরোধ ও ভাঙচুরও চালায়।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করে বিক্ষোভ করছে। এর ফলে মহাসড়কের দুইপাশে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।

গাজীপুর শিল্পপুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার গোলাম মোরশেদ দুপুর আড়াইটা সংবাদকে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ওই সময় শ্রমিকরা তুরাগ-কারখানা ভাঙচুর করে বিগ বস কারখানায় ভাঙচুর করে গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এই এলাকায় নায়াগ্রাসহ জিরানী এলাকার আশপাশের সব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে কিছু কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান গোলাম মোরশেদ।

গাজীপুর শহরের তিন সড়ক এলাকায় ব্র্যাক ডেইরি কারখানার শ্রমিকেরা সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা করাসহ ১০ দফা দাবিতে বুধবার সকাল থেকে আন্দোলন করে। অন্যদিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় পার্টেক্স বেভারেজ কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে শ্রমিকেরা।

উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের ৫টি পোশাক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুরে ছোট বড় মিলিয়ে অন্তত ৫ হাজার কারখানা রয়েছে। এর মধ্যে পোশাক কারখানা দুই হাজারের অধিক।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার আজিজুল হক জানান, মঙ্গলবার থেকে চলমান শ্রমিক আন্দোলনের জেরে ইতোমধ্যে সদর উপজেলার পাঁচটি কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এগুলো হলো গাজীপুর সদর উপজেলার গিলারচালা এলাকার ফমকম ফ্যাশন, অ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম প্রিন্টিং ও এমব্রয়ডারি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন সংবাদকে জানান, কাশিমপুর এলাকায় বিগবস কারখানার ঝুটের গোডাউনে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভানোর উদ্দেশ্যে রওনা করে কাশিমপুর এলাকায় পৌঁছালে ফায়ার সার্ভিসের গাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত কয়েক দিন ধরে তারা গত মাসের বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছিলেন মালিক পক্ষ বেতন দেয়ার কথা বলেও বেতন পরিশোধ করছে না।

কারখানার গোডাউনে অগ্নি সংযোগ
গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে একটি পোশাক কারখানার ঝুট গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

গাজীপুর ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন সংবাদকে জানান, বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানা এলাকার ভবানীপুরে বিগবস নামে একটি পোশাক কারখানার গোডাউনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ শ্রমিকরা। সকাল থেকেই পাশের কারখানা বেক্সিমকো গ্রুপে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চলছিল। তবে কারা আগুন ধরিয়েছে, এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হলে উত্তেজিত শ্রমিকরা ফায়ার সার্ভিসের একটি নতুন গাড়ি ভেঙে দেয়। এতে আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছতে না পেরে ফিরে আসে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি। তবে কারখানা শ্রমিকরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

টঙ্গীতে ৩ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত ১০
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, বিভিন্ন দাবিতে তিন কারখানার শ্রমিকেরা বুধবার সেখানকার শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শ্রমিক বিক্ষোভের কারণে পার্শ্ববর্তী আরো তিনটি কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে ছুটি ঘোষণা করে। বিক্ষোভকালে বহিরাগত শ্রমিকদের সঙ্গে কারখানা শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদিন সকাল ৮টা থেকে স্থানীয় তিস্তাগেইট এলাকার হক অ্যান্ড কোম্পানি লিমিটেডের সহস্রাধিক শ্রমিক কারখানার সিইও আফতাব উদ্দিনের পদত্যাগ, বেতন বৃদ্ধি, বৈষম্য দূরীকরণসহ ১০ দফা দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানার সামনে অবস্থান নেয়। একপর্যায়ে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে ওই শ্রমিকেরা পার্শ্ববর্তী মেঘনা রোডে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড, ব্রাভো অ্যাপারেলস লিমিটেড ও পিনাকী গার্মেন্টসের সামনে জড়ো হয়ে কারখানা শ্রমিকদের নিচে নামতে হইহুল্লোর করে কারখানার গেটে ও জানালায় ইট-পাটকেল ছুড়তে থাকে।

এ সময় শ্রমিকদের তোপের মুখে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড, ব্রাভো অ্যাপারেলস লিমিটেড কারখানাদ্বয় এক দিনের জন্য ছুটি ঘোষণা করলে এ দুটি কারখানার শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে যায়।

পরে হক অ্যান্ড কম্পানি লিমিটেডের শ্রমিকরা তাদের নিজেদের কারখানার সামনে গেলে মালিকপক্ষ শ্রমিকদের দাবিগুলো মেনে নেয়।

এদিকে, চেরাগআলী এলাকার ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড সহস্রাধিক শ্রমিক সার্ভিস বেনিফিট, হাজিরা বোনাস, নিয়োগে সমতা, দুই কর্মকর্তার পদত্যাগসহ ১৪ দাবি আদায়ের লক্ষ্যে সকাল ৯টা থেকে কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সাড়ে ১০টার দিকে এ কারখানাটির ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অন্যদিকে, এডমিন ম্যানেজার কবিরসহ কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ না করা ও আন্দোলনরত শ্রমিকদের চাকরিচ্যুত না করাসহ ১৫ দাবিতে সকাল ৯টা থেকে আফতাব সিএনজি পাম্প সংলগ্ন যমুনা অ্যাপারেলসের শ্রমিকরা বিক্ষোভ করেছে। পরে তাদের দাবি মেনে নিয়ে একদিনের জন্য কারখানাটির ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

একই এলাকার পিনাকী গার্মেন্টসে শ্রমিকরা কাজ করছিলেন। বেলা ১২টার দিকে ওই সব গার্মেন্টসের কিছু উশৃঙ্খল শ্রমিক গার্মেন্টস কারখানাটি বন্ধ করতে গেলে বহিরাগত শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পিনাকী গার্মেন্টসের শরিফুল ইসলাম (২৩), রানা (৪২), নাইম (১৯) ও কুলসুমসহ (২৪) ১০ শ্রমিক আহত হন। তারা টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন।

যমুনা অ্যাপারেলসের মালিক রাকিব সাজ্জাদ জানান, শ্রমিকদের দাবিগুলোর সমাধান করা হয়েছে।

পিনাকী অ্যাপারেলসের সিইও মাহাবুব, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের জিএম সুজন মিয়া, হক গ্রুপের সিইও আফতাব উদ্দিন আহমদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

গাজীপুর শিল্পপুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ড্রেসম্যান কারখানার শ্রমিকদের দাবিগুলো সমাধানের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক। কারখানা এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আশুলিয়ায় ৪৫ পোশাক কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ
সাভার প্রতিনিধি জানান, আশুলিয়ায় টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষে ৪৫ টি পোশাক কারখানা অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। একই সাথে আরো ২৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেয়ার পরে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে বিভিন্ন দাবিতে কারখানার ভেতর ও সড়কে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন।

বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা গেটে বন্ধের নোটিস দেখতে পায়। এতে কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করে।

অনিদিষ্টকালের জন্য বন্ধ কারখানা গুলো হল-ভারচুয়াল বটয়ম, মন্ডল নিটওয়্যারস লিমিটেড, সিগমা ফ্যাশনস লিমিটেড, হা-মিম গ্রুপ, ক্রশওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিডেট, জিন্স প্রোডিউসার লিমিটেড, অরুনিমা গ্রুপের অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড এবং ডিএমসি এ্যাপারেলস লিমিটেড, এস এম নিটওয়্যারস লিমিটেড, আগামী এ্যাপারেলস লিমিটেড,মানতা এ্যাপারেলস লিমিটেডসহ আরো ৩৫ টি পোশাক কারখানা।

শ্রমিকরা জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে টানা কয়েক দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কয়েক দফায় বসলেও কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি। এতে শ্রমিকদের ক্ষোভে কয়েক দিন কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরে বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার সামনে অনিদিষ্টকালের জন্য বন্ধের নোটিস দেখতে পায় বলে জানান শ্রমিকরা।

ক্রশওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিডেট নামে একটি পোশাক কারখানায় গেটে ঝুলছিল বন্ধের নোটিস। সেখানে শ্রমিকদের উদ্দেশ্যে করে কর্তৃপক্ষ লিখেছেন,আশুলিয়া শিল্পাঞ্চলে গামের্ন্টেস শিল্পে দাঙ্গা-হাঙ্গামা ও ভাঙচুর এবং বেআইনীভাবে ধর্মঘটের কারণে ফ্যাক্টরী পরিচালনা অনুকুল পরিবেশ না থাকায় এবং সার্বিক নিরাপত্তার বাংলাদেশ শ্রম আইনে ২০০৬ ইং এর ১৩(১) ধারায় পরবর্তী নির্দেশনা পর্যন্ত কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এছাড়াও সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো পোশাক কারখানার কয়েক শতাধীক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।এতে ওই সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ গামের্ন্টেস ও সোয়েটার্স শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসেছিল। কিন্তু কারখানার গেটে অনিদিষ্টকালের জন্য ১৩(১) ধারায় বন্ধের নোটিস ঝুলিয়েছে। পরে অনেক গুলো কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বলেও জানান তিনি।

আশুলিয়া শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ৪৫টি পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও আরো ২৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে দেয়ার পরে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেক্সিমকো পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। তাছাড়া কোথাও বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ছবি

গরম ও সেচে বিদ্যুৎ সঙ্কটের শঙ্কা, দ্রুত বকেয়া পরিশোধের তাগিদ

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক: উপদেষ্টা মাহফুজ আলম

ছবি

নির্বাচনের সময়সীমা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো: জাতিসংঘের দূত

ছবি

জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্তে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার

ছবি

অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার সময় মনে করিয়ে দিল সরকার

ছবি

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পদত্যাগের আহ্বান এবং তদন্তের দাবি

ছবি

১০ ট্রাক অস্ত্র মামলায় বাবর খালাস, মুক্তিতে আর কোনো বাধা নেই

হাসিনাসহ জড়িতদের কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষার নির্দেশ

ছবি

মন্ত্রণালয়ের আশ্বাসে জগন্নাথ শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, চলবে শাটডাউন

পাঠ্যপুস্তকের প্রচ্ছদ থেকে “আদিবাসী” শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ায় প্রতিবাদ

ছবি

বাংলাদেশ-মেক্সিকো পণ্যবাহী কার্গো সেবা চালু করতে চাই: রাষ্ট্রদূত ফজল আনসারী

ছবি

জাকসু নির্বাচন: প্রধান উপদেষ্টার সঙ্গে জাবি উপাচার্যের মতবিনিময়, ১ ফেব্রুয়ারি তফসিল

এইচএমপি ভাইরাস সংক্রমক রোগী শনাক্ত এই মানুষ থেকে মানুষে ছড়ায় ঃ আতংক ও উদ্দেগের কারন নেই-ডাঃ মোস্তাক

ছবি

শেখ হাসিনাসহ জড়িতদের কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষার নির্দেশ

ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের পরামর্শ চেয়েছেন উপাচার্য

ছবি

সেনাবাহিনীকে কাজ হস্তান্তরের আশ্বাসে অনশন প্রত্যাহার, বুধবার পর্যন্ত শাটডাউন

ছবি

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভ্যাট বৃদ্ধি ও আমদানির উদ্যোগ: খাদ্য উপদেষ্টা

ছবি

সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা, দিল্লিতে তলব বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে

ছবি

তিন দফা: পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান

ছবি

পিএসসির ছয় নতুন সদস্যের নিয়োগ বাতিল

ছবি

সচিবালয়ের উদ্দেশ্যে জবি শিক্ষার্থীদের পদযাত্রা

ছবি

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম: শেখ হাসিনা ও পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে মামলা

ছবি

তাপমাত্রা আরও বাড়ল, কমতে পারে বুধবার থেকে

ছবি

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট

ছবি

১ ঘণ্টার আল্টিমেটাম, দেড়টায় সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা

ছবি

বায়ুদূষণের শীর্ষে মঙ্গোলিয়ার উলানবাটার, ঢাকা দ্বিতীয়

কমিশনের সামগ্রিক মনোযোগ জাতীয় নির্বাচন নিয়ে : ইসি

ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের ওপর খুব প্রভাব পড়বে না : প্রেস সচিব

টিউলিপের দুর্নীতি ও অর্থ আত্মসাতের অনুসন্ধান প্রয়োজন: সানডে টাইমসকে ড. ইউনূস

গণঅভ্যুত্থানের পর ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষক ‘অবাঞ্ছিত’

ছবি

অর্থনীতির স্থিতিশীলতায় শুল্ক ও কর বৃদ্ধি

ছবি

দুর্নীতি ও অর্থপাচার অভিযোগে সমালোচনার মুখে ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান

ছাদ বাগান বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর সমাধান : পরিবেশ উপদেষ্টা

গুলি চালানোর ঘটনায় কনস্টেবল কারাগারে

ছবি

সীমান্তে অপরাধ দমনে বাংলাদেশ-ভারত সহযোগিতা: প্রণয় ভার্মা

ছবি

শেখ হাসিনার ভারতে অবস্থান দীর্ঘায়িত হওয়া উচিত: মণি শঙ্কর আইয়ার

tab

জাতীয়

পোশাক শিল্পে অস্থিরতা কাটেনি, ১১৪ কারখানা বন্ধ ঘোষণা

সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার গাজীপুরে একটি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের দেয়া আগুনে জ্বলছে ঝুট গোডাউন-সংবাদ

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলের অস্থিরতা এখনও কাটেনি। এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে বিভিন্ন কারখানার শ্রমিকদের বিক্ষোভ। পোশাক কারখানা থেকে শুরু করে অন্যান্য শিল্প কারখানাতেও চলছে শ্রমিক আন্দোলন।

বুধবারও (১১ সেপ্টেম্বর) গাজীপুরে বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। একটি কারখানার গোডাউনে অগ্নিসংযোগও করা হয়েছে। টঙ্গীতে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, শ্রমিক বিক্ষোভের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১১৪ পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১১১টি সাভার, আশুলিয়া ও জিরানি এলাকার। আর অন্য তিনটি কারখানা গাজীপুরের।

বিজিএমইএ সূত্র জানায়, ৫৪টি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বাকিগুলো শ্রমিকেরা উপস্থিত হয়েও কাজ না করায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজিএমইএর নেতারা ১০ সেপ্টেম্বর মঙ্গলবার পর্ষদ সভা করে বুধবার কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও নেতাদের একটি অংশ আশুলিয়ার মালিকদের সঙ্গে আলোচনা করে শ্রম আইনের নির্দিষ্ট ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

খোঁজ নিয়ে জানা যায়, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বুধবার সকালে নির্দিষ্ট সময়ে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কারখানায় উপস্থিত হওয়ার পরও কাজ না করায় ৫৭টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৪টি কারখানা বন্ধ করা হয়। অর্থাৎ এসব কারখানার শ্রমিকেরা কাজ না করলে মজুরি পাবেন না।

বিজিএমইএ সূত্র বলছে, বিভিন্ন দাবির আড়ালে শ্রমিকদের উসকে দিয়ে একটি বিশেষ শ্রেণী পোশাক খাতকে অস্থিতিশীল করে তুলছে। তাই সেনাবাহিনী, শিল্পপুলিশের গোয়েন্দারা কঠোর অবস্থানে রয়েছেন।

বিজিএমইএ’র একজন সহ-সভাপতি জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে মালিকদের সঙ্গে আলোচনা চলছে।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘যারা পারছেন, তারা কারখানা চালাচ্ছেন। আর যারা পারছেন না, কারখানা ছুটি দিয়ে দিচ্ছেন।’

গাজীপুরে ভাঙচুর, অগ্নি সংযোগ
গাজীপুর প্রতিনিধির প্রতিবেদন অনুযায়ী, সেখানকার অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও বেশ কয়েকটি কালখানার শ্রমিকরা নানা দাবিতে আন্দোলন করছে। মহানগরীর জিরাব, সারাবো চন্দ্রাসহ এলাকার বিভিন্ন কারখানায় বুধবার সকাল থেকেই শ্রমিক বিক্ষোভ করে। শ্রমিকরা সড়ক অবরোধ ও ভাঙচুরও চালায়।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করে বিক্ষোভ করছে। এর ফলে মহাসড়কের দুইপাশে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।

গাজীপুর শিল্পপুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার গোলাম মোরশেদ দুপুর আড়াইটা সংবাদকে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ওই সময় শ্রমিকরা তুরাগ-কারখানা ভাঙচুর করে বিগ বস কারখানায় ভাঙচুর করে গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এই এলাকায় নায়াগ্রাসহ জিরানী এলাকার আশপাশের সব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে কিছু কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান গোলাম মোরশেদ।

গাজীপুর শহরের তিন সড়ক এলাকায় ব্র্যাক ডেইরি কারখানার শ্রমিকেরা সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা করাসহ ১০ দফা দাবিতে বুধবার সকাল থেকে আন্দোলন করে। অন্যদিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় পার্টেক্স বেভারেজ কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে শ্রমিকেরা।

উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের ৫টি পোশাক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুরে ছোট বড় মিলিয়ে অন্তত ৫ হাজার কারখানা রয়েছে। এর মধ্যে পোশাক কারখানা দুই হাজারের অধিক।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার আজিজুল হক জানান, মঙ্গলবার থেকে চলমান শ্রমিক আন্দোলনের জেরে ইতোমধ্যে সদর উপজেলার পাঁচটি কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এগুলো হলো গাজীপুর সদর উপজেলার গিলারচালা এলাকার ফমকম ফ্যাশন, অ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম প্রিন্টিং ও এমব্রয়ডারি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন সংবাদকে জানান, কাশিমপুর এলাকায় বিগবস কারখানার ঝুটের গোডাউনে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভানোর উদ্দেশ্যে রওনা করে কাশিমপুর এলাকায় পৌঁছালে ফায়ার সার্ভিসের গাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত কয়েক দিন ধরে তারা গত মাসের বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছিলেন মালিক পক্ষ বেতন দেয়ার কথা বলেও বেতন পরিশোধ করছে না।

কারখানার গোডাউনে অগ্নি সংযোগ
গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে একটি পোশাক কারখানার ঝুট গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

গাজীপুর ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন সংবাদকে জানান, বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানা এলাকার ভবানীপুরে বিগবস নামে একটি পোশাক কারখানার গোডাউনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ শ্রমিকরা। সকাল থেকেই পাশের কারখানা বেক্সিমকো গ্রুপে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চলছিল। তবে কারা আগুন ধরিয়েছে, এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হলে উত্তেজিত শ্রমিকরা ফায়ার সার্ভিসের একটি নতুন গাড়ি ভেঙে দেয়। এতে আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছতে না পেরে ফিরে আসে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি। তবে কারখানা শ্রমিকরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

টঙ্গীতে ৩ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত ১০
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, বিভিন্ন দাবিতে তিন কারখানার শ্রমিকেরা বুধবার সেখানকার শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শ্রমিক বিক্ষোভের কারণে পার্শ্ববর্তী আরো তিনটি কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে ছুটি ঘোষণা করে। বিক্ষোভকালে বহিরাগত শ্রমিকদের সঙ্গে কারখানা শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদিন সকাল ৮টা থেকে স্থানীয় তিস্তাগেইট এলাকার হক অ্যান্ড কোম্পানি লিমিটেডের সহস্রাধিক শ্রমিক কারখানার সিইও আফতাব উদ্দিনের পদত্যাগ, বেতন বৃদ্ধি, বৈষম্য দূরীকরণসহ ১০ দফা দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানার সামনে অবস্থান নেয়। একপর্যায়ে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে ওই শ্রমিকেরা পার্শ্ববর্তী মেঘনা রোডে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড, ব্রাভো অ্যাপারেলস লিমিটেড ও পিনাকী গার্মেন্টসের সামনে জড়ো হয়ে কারখানা শ্রমিকদের নিচে নামতে হইহুল্লোর করে কারখানার গেটে ও জানালায় ইট-পাটকেল ছুড়তে থাকে।

এ সময় শ্রমিকদের তোপের মুখে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড, ব্রাভো অ্যাপারেলস লিমিটেড কারখানাদ্বয় এক দিনের জন্য ছুটি ঘোষণা করলে এ দুটি কারখানার শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে যায়।

পরে হক অ্যান্ড কম্পানি লিমিটেডের শ্রমিকরা তাদের নিজেদের কারখানার সামনে গেলে মালিকপক্ষ শ্রমিকদের দাবিগুলো মেনে নেয়।

এদিকে, চেরাগআলী এলাকার ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড সহস্রাধিক শ্রমিক সার্ভিস বেনিফিট, হাজিরা বোনাস, নিয়োগে সমতা, দুই কর্মকর্তার পদত্যাগসহ ১৪ দাবি আদায়ের লক্ষ্যে সকাল ৯টা থেকে কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সাড়ে ১০টার দিকে এ কারখানাটির ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অন্যদিকে, এডমিন ম্যানেজার কবিরসহ কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ না করা ও আন্দোলনরত শ্রমিকদের চাকরিচ্যুত না করাসহ ১৫ দাবিতে সকাল ৯টা থেকে আফতাব সিএনজি পাম্প সংলগ্ন যমুনা অ্যাপারেলসের শ্রমিকরা বিক্ষোভ করেছে। পরে তাদের দাবি মেনে নিয়ে একদিনের জন্য কারখানাটির ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

একই এলাকার পিনাকী গার্মেন্টসে শ্রমিকরা কাজ করছিলেন। বেলা ১২টার দিকে ওই সব গার্মেন্টসের কিছু উশৃঙ্খল শ্রমিক গার্মেন্টস কারখানাটি বন্ধ করতে গেলে বহিরাগত শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পিনাকী গার্মেন্টসের শরিফুল ইসলাম (২৩), রানা (৪২), নাইম (১৯) ও কুলসুমসহ (২৪) ১০ শ্রমিক আহত হন। তারা টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন।

যমুনা অ্যাপারেলসের মালিক রাকিব সাজ্জাদ জানান, শ্রমিকদের দাবিগুলোর সমাধান করা হয়েছে।

পিনাকী অ্যাপারেলসের সিইও মাহাবুব, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের জিএম সুজন মিয়া, হক গ্রুপের সিইও আফতাব উদ্দিন আহমদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

গাজীপুর শিল্পপুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ড্রেসম্যান কারখানার শ্রমিকদের দাবিগুলো সমাধানের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক। কারখানা এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আশুলিয়ায় ৪৫ পোশাক কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ
সাভার প্রতিনিধি জানান, আশুলিয়ায় টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষে ৪৫ টি পোশাক কারখানা অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। একই সাথে আরো ২৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেয়ার পরে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে বিভিন্ন দাবিতে কারখানার ভেতর ও সড়কে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন।

বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা গেটে বন্ধের নোটিস দেখতে পায়। এতে কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করে।

অনিদিষ্টকালের জন্য বন্ধ কারখানা গুলো হল-ভারচুয়াল বটয়ম, মন্ডল নিটওয়্যারস লিমিটেড, সিগমা ফ্যাশনস লিমিটেড, হা-মিম গ্রুপ, ক্রশওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিডেট, জিন্স প্রোডিউসার লিমিটেড, অরুনিমা গ্রুপের অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড এবং ডিএমসি এ্যাপারেলস লিমিটেড, এস এম নিটওয়্যারস লিমিটেড, আগামী এ্যাপারেলস লিমিটেড,মানতা এ্যাপারেলস লিমিটেডসহ আরো ৩৫ টি পোশাক কারখানা।

শ্রমিকরা জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে টানা কয়েক দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কয়েক দফায় বসলেও কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি। এতে শ্রমিকদের ক্ষোভে কয়েক দিন কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরে বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার সামনে অনিদিষ্টকালের জন্য বন্ধের নোটিস দেখতে পায় বলে জানান শ্রমিকরা।

ক্রশওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিডেট নামে একটি পোশাক কারখানায় গেটে ঝুলছিল বন্ধের নোটিস। সেখানে শ্রমিকদের উদ্দেশ্যে করে কর্তৃপক্ষ লিখেছেন,আশুলিয়া শিল্পাঞ্চলে গামের্ন্টেস শিল্পে দাঙ্গা-হাঙ্গামা ও ভাঙচুর এবং বেআইনীভাবে ধর্মঘটের কারণে ফ্যাক্টরী পরিচালনা অনুকুল পরিবেশ না থাকায় এবং সার্বিক নিরাপত্তার বাংলাদেশ শ্রম আইনে ২০০৬ ইং এর ১৩(১) ধারায় পরবর্তী নির্দেশনা পর্যন্ত কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এছাড়াও সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো পোশাক কারখানার কয়েক শতাধীক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।এতে ওই সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ গামের্ন্টেস ও সোয়েটার্স শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসেছিল। কিন্তু কারখানার গেটে অনিদিষ্টকালের জন্য ১৩(১) ধারায় বন্ধের নোটিস ঝুলিয়েছে। পরে অনেক গুলো কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বলেও জানান তিনি।

আশুলিয়া শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ৪৫টি পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও আরো ২৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে দেয়ার পরে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেক্সিমকো পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। তাছাড়া কোথাও বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

back to top