নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের দাবির প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “সংস্কার নিয়ে আজ তারা কথা বলছে, কিন্তু ৫৩ বছরে কেন তারা তা করেনি?”
শুক্রবার গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে শব্দদূষণ নিয়ন্ত্রণে আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, “আজ কেন আমাদের এগিয়ে আসতে হচ্ছে, তার উত্তর তারা দেবে কি? সমস্যার সমাধান তাদের ছাড়া সম্ভব নয়, কিন্তু তারা কি কোনো রোডম্যাপ দিয়েছে?”
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধিদের কাজ হলো সমস্যার সমাধান করা। তাহলে বায়ুদূষণ বা শব্দদূষণ নিয়ে আমাকে কেন কথা বলতে হচ্ছে?”
রিজওয়ানা হাসান বলেন, “যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বলছেন, তারা কেন তা প্রয়োজন মনে করছেন? যদি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারতেন, তাহলে এ দাবির প্রয়োজন হতো না।” তিনি মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা একটি ভুল সিদ্ধান্ত ছিল।
ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সম্পর্ক নিষ্ক্রিয় নয়। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সম্পর্কের মধ্যে কিছু মেঘ জমেছিল, কিন্তু তা দূর করার প্রক্রিয়া শুরু হয়েছে।”
রিজওয়ানা আরও বলেন, “গণঅভ্যুত্থানের বাস্তবতা মেনে নিয়ে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে হবে। ভারতও এখন কিছু রাজনৈতিক বক্তব্য আর আগের মতো গ্রহণ করছে না, যা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্র তৈরি করেছে।”
তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের দাবির প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “সংস্কার নিয়ে আজ তারা কথা বলছে, কিন্তু ৫৩ বছরে কেন তারা তা করেনি?”
শুক্রবার গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে শব্দদূষণ নিয়ন্ত্রণে আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, “আজ কেন আমাদের এগিয়ে আসতে হচ্ছে, তার উত্তর তারা দেবে কি? সমস্যার সমাধান তাদের ছাড়া সম্ভব নয়, কিন্তু তারা কি কোনো রোডম্যাপ দিয়েছে?”
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধিদের কাজ হলো সমস্যার সমাধান করা। তাহলে বায়ুদূষণ বা শব্দদূষণ নিয়ে আমাকে কেন কথা বলতে হচ্ছে?”
রিজওয়ানা হাসান বলেন, “যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বলছেন, তারা কেন তা প্রয়োজন মনে করছেন? যদি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারতেন, তাহলে এ দাবির প্রয়োজন হতো না।” তিনি মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা একটি ভুল সিদ্ধান্ত ছিল।
ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সম্পর্ক নিষ্ক্রিয় নয়। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সম্পর্কের মধ্যে কিছু মেঘ জমেছিল, কিন্তু তা দূর করার প্রক্রিয়া শুরু হয়েছে।”
রিজওয়ানা আরও বলেন, “গণঅভ্যুত্থানের বাস্তবতা মেনে নিয়ে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে হবে। ভারতও এখন কিছু রাজনৈতিক বক্তব্য আর আগের মতো গ্রহণ করছে না, যা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্র তৈরি করেছে।”
তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।