রাজনৈতিক সমঝোতার চেয়ে চাঁদাবাজির সমঝোতা অনেক সহজ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাজারে নিত্যপণ্যের দাম কমছে না কারণ চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে চলমান রয়েছে।
রোববার রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মেলন বক্তা ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
সালেহউদ্দিন আহমেদ জানান, বাজারে দুই-তিন ধরনের চাঁদাবাজ রয়েছে। কেউ আগের সরকারের, কেউ ভবিষ্যৎ সরকারের, আবার কেউ স্থানীয়ভাবে জড়িত। এদের মধ্যে সমঝোতা করেই চাঁদাবাজি চলে। তিনি উদাহরণ দিয়ে বলেন, কারওয়ান বাজারে সরেজমিনে গিয়ে তিনি এই চাঁদাবাজি নিজেই দেখেছেন।
তিনি আরও বলেন, ট্রাক থেকে পণ্য নামানোর সময় ৫০০ টাকা চাঁদা দিতে হয়, যা সরাসরি ভোক্তা পর্যায়ে বাড়তি খরচ হিসেবে যুক্ত হয়। এভাবে এক ট্রাক পেঁয়াজের দাম পাঁচ লাখ টাকা থেকে সাত লাখ টাকায় পৌঁছে যায়।
দেশে দুর্নীতির ভয়াবহতা নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে দুর্নীতি এতটাই ব্যাপক যে এটি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট। নীতিনির্ধারক, আমলা ও ব্যবসায়ীরা সবাই নিয়ম ভেঙেছেন।
শেয়ারবাজারের কারসাজি প্রসঙ্গে তিনি সাকিব আল হাসানকে জরিমানার ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, সাকিবের জরিমানা নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করলেও এটি দুই বছর আগেই হওয়া উচিত ছিল। শেয়ারবাজারে কারসাজির সময় উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় এখন এর প্রতিক্রিয়া হচ্ছে।
অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকার সঠিকভাবে সংস্কার উদ্যোগ নিয়েছে, যা নির্বাচনের আগে শেষ করা উচিত। তিনি আরও বলেন, অর্থনৈতিক স্বস্তি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে মানুষের মধ্যে সংস্কার নিয়ে ধৈর্য থাকবে না। এজন্য আস্থা বৃদ্ধির কার্যকর কর্মসূচি নেওয়ার ওপর তিনি জোর দেন।
রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
রাজনৈতিক সমঝোতার চেয়ে চাঁদাবাজির সমঝোতা অনেক সহজ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাজারে নিত্যপণ্যের দাম কমছে না কারণ চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে চলমান রয়েছে।
রোববার রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মেলন বক্তা ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
সালেহউদ্দিন আহমেদ জানান, বাজারে দুই-তিন ধরনের চাঁদাবাজ রয়েছে। কেউ আগের সরকারের, কেউ ভবিষ্যৎ সরকারের, আবার কেউ স্থানীয়ভাবে জড়িত। এদের মধ্যে সমঝোতা করেই চাঁদাবাজি চলে। তিনি উদাহরণ দিয়ে বলেন, কারওয়ান বাজারে সরেজমিনে গিয়ে তিনি এই চাঁদাবাজি নিজেই দেখেছেন।
তিনি আরও বলেন, ট্রাক থেকে পণ্য নামানোর সময় ৫০০ টাকা চাঁদা দিতে হয়, যা সরাসরি ভোক্তা পর্যায়ে বাড়তি খরচ হিসেবে যুক্ত হয়। এভাবে এক ট্রাক পেঁয়াজের দাম পাঁচ লাখ টাকা থেকে সাত লাখ টাকায় পৌঁছে যায়।
দেশে দুর্নীতির ভয়াবহতা নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে দুর্নীতি এতটাই ব্যাপক যে এটি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট। নীতিনির্ধারক, আমলা ও ব্যবসায়ীরা সবাই নিয়ম ভেঙেছেন।
শেয়ারবাজারের কারসাজি প্রসঙ্গে তিনি সাকিব আল হাসানকে জরিমানার ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, সাকিবের জরিমানা নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করলেও এটি দুই বছর আগেই হওয়া উচিত ছিল। শেয়ারবাজারে কারসাজির সময় উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় এখন এর প্রতিক্রিয়া হচ্ছে।
অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকার সঠিকভাবে সংস্কার উদ্যোগ নিয়েছে, যা নির্বাচনের আগে শেষ করা উচিত। তিনি আরও বলেন, অর্থনৈতিক স্বস্তি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে মানুষের মধ্যে সংস্কার নিয়ে ধৈর্য থাকবে না। এজন্য আস্থা বৃদ্ধির কার্যকর কর্মসূচি নেওয়ার ওপর তিনি জোর দেন।