দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার (তদন্ত) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ বলেছেন, দুর্নীতি দমনে নিয়োজিত ব্যক্তিদের সম্পত্তির হিসাবও জনসমক্ষে প্রকাশিত হওয়া উচিত। তিনি বলেন, “আমরা যারা দুর্নীতি দমনে কাজ করি, তারা আদৌ দুর্নীতিমুক্ত কিনা, তা উন্মুক্ত থাকা উচিত। কাজের শুরুতে আমাদের কতটুকু সম্পদ ছিল এবং কমিশন ছেড়ে যাওয়ার সময় আমাদের সম্পদ কতটুকু বেড়েছে, সেই তথ্য জনগণের জানা উচিত।”
রোববার দুদক কার্যালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। একইসঙ্গে, তিনি বলেন, “যে আস্থা ও নির্ভরযোগ্যতা বিবেচনায় নিয়ে আমাকে দুদকে নিয়োগ দেওয়া হয়েছে, তা সরকারের পক্ষ থেকে একটি পবিত্র আমানত। আমি আমার চেষ্টা চালিয়ে যাব, এই আমানত রক্ষা করার।”
১০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের প্রজ্ঞাপনের মাধ্যমে দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের নিয়োগের ঘোষণা করা হয়। নতুন কমিশনারদের মধ্যে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহ্সান ফরিদ যোগ দিয়েছেন। এর আগে, গত অক্টোবর মাসে সাবেক কমিশনাররা ‘ব্যক্তিগত’ কারণে পদত্যাগ করেন।
রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার (তদন্ত) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ বলেছেন, দুর্নীতি দমনে নিয়োজিত ব্যক্তিদের সম্পত্তির হিসাবও জনসমক্ষে প্রকাশিত হওয়া উচিত। তিনি বলেন, “আমরা যারা দুর্নীতি দমনে কাজ করি, তারা আদৌ দুর্নীতিমুক্ত কিনা, তা উন্মুক্ত থাকা উচিত। কাজের শুরুতে আমাদের কতটুকু সম্পদ ছিল এবং কমিশন ছেড়ে যাওয়ার সময় আমাদের সম্পদ কতটুকু বেড়েছে, সেই তথ্য জনগণের জানা উচিত।”
রোববার দুদক কার্যালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। একইসঙ্গে, তিনি বলেন, “যে আস্থা ও নির্ভরযোগ্যতা বিবেচনায় নিয়ে আমাকে দুদকে নিয়োগ দেওয়া হয়েছে, তা সরকারের পক্ষ থেকে একটি পবিত্র আমানত। আমি আমার চেষ্টা চালিয়ে যাব, এই আমানত রক্ষা করার।”
১০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের প্রজ্ঞাপনের মাধ্যমে দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের নিয়োগের ঘোষণা করা হয়। নতুন কমিশনারদের মধ্যে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহ্সান ফরিদ যোগ দিয়েছেন। এর আগে, গত অক্টোবর মাসে সাবেক কমিশনাররা ‘ব্যক্তিগত’ কারণে পদত্যাগ করেন।