সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আজ সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার দিবাগত রাত একটায় জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। চার দিনের সফর শেষে আগামী ২৫ জানুয়ারি দেশে ফিরবেন।
রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সফর নিয়ে বিস্তারিত তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি জানান, সফরে অধ্যাপক ইউনূস বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকের মধ্যে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের চ্যান্সেলর, বেলজিয়ামের রাজা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে ‘বাংলাদেশবিষয়ক’ একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হবে, যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা এই সংলাপে অংশ নেবেন। এটি বাংলাদেশের জন্য এক বিরল সুযোগ, কারণ সাধারণত উন্নত দেশগুলোকেই এমন ফোরামে সংলাপের সুযোগ দেওয়া হয়।
আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যেই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন আবুল কালাম আজাদ। তিনি বলেন, বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। গ্যাসের দাম বৃদ্ধির মতো প্রসঙ্গে বিনিয়োগ পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তিনি মন্তব্য করেন। বিনিয়োগকারীদের বাংলাদেশ সরকারের অবস্থান ব্যাখ্যা করে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হবে।
এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা এবং বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আজ সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার দিবাগত রাত একটায় জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। চার দিনের সফর শেষে আগামী ২৫ জানুয়ারি দেশে ফিরবেন।
রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সফর নিয়ে বিস্তারিত তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি জানান, সফরে অধ্যাপক ইউনূস বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকের মধ্যে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের চ্যান্সেলর, বেলজিয়ামের রাজা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে ‘বাংলাদেশবিষয়ক’ একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হবে, যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা এই সংলাপে অংশ নেবেন। এটি বাংলাদেশের জন্য এক বিরল সুযোগ, কারণ সাধারণত উন্নত দেশগুলোকেই এমন ফোরামে সংলাপের সুযোগ দেওয়া হয়।
আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যেই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন আবুল কালাম আজাদ। তিনি বলেন, বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। গ্যাসের দাম বৃদ্ধির মতো প্রসঙ্গে বিনিয়োগ পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তিনি মন্তব্য করেন। বিনিয়োগকারীদের বাংলাদেশ সরকারের অবস্থান ব্যাখ্যা করে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হবে।
এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা এবং বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।