image
কিডনি জটিলতায় হাসপাতালে মেধাবী ছাত্র রুহান -সংবাদ

ভোলায় অকালেই ঝরে যাচ্ছে মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন

কিডনি সমস্যায় শয্যাশায়ী রুহান, সমাজের বিত্তবানদের সহযোগিতায় ফিরতে চান স্বাভাবিক জীবনে

জেলা বার্তা পরিবেশক, ভোলা

আর ক’দিন বাদেই এসএসসি পরীক্ষা। মন টানছে বই-খাতা। কিন্তু শরীর বিছানা ছাড়ছে না। এই অবস্থাতেই দিন কাটছে ভোলার আলতাজের রহমান মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী মো. নাফিজ উদ্দিন রুহানের। তার স্বপ্ন ছিল, লেখাপড়া শেষ করে চারকরি করবে। মায়ের কষ্ট লাঘব করবে। সংসারের হাল ধরবে পরিবারের এক মাত্র সন্তান।

কিন্তু স্বপ্ন মাঝ পথে থমকে গেছে। মায়ের চোখের পানি ধারায় আল্লাহর দরবারে দোয়া চাইছেন। রুহানের দুটি কিডনি অকেজো হয়ে পড়ায় তার পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

মেধাবী এই শিক্ষার্থীর বেঁচে থাকাই এখন অনিশ্চিত। ইতোমধ্যে দুই দফা ভারতের ভেলরে চিকিৎসা নেয়া হয়। চার বছর বয়স থেকেই রুহানের কিডনি সমস্যা দেখা দেয়। তার চিকিৎসার জন্য মা ও স্বজনদের ২২ লাখ টাকা ব্যয় হয়। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন হবে ৫০ লাখ টাকা। মা নুরুননাহার রোজীর পক্ষে ওই টাকা জোগান দেয়া সম্ভব নয়। এই পবিত্র রমজানে দানশিলদের কিছু যাকাতের টাকায় হয়তো বেঁচে যাবে রুহানের জীবন। তাই নাফিজের চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন মা নুরুন নাহার রোজী।

রুহান বর্তমানে ঢাকা আনোয়ার খান মেডিকেল কলেজের মেডিসিন ও কিডনি বিভাগের প্রধান ডা. এম এ সামাদের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। সমাজের ভালো থাকা মানুষের একটু সহায়তায় হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে রুহান। তার চিকিৎসা তহবিলের জন্য গঠিত ডাচ বাংলা ব্যাংক, বরিশাল শাখা, হিসাব নং ১২৭১৫১১৩৭৬৮৪,

বিকাশ- নগদ- রকেট ০১৭২৪৬৪২৯২০।

‘জাতীয়’ : আরও খবর

» খেলাফতের মামুনুলকে কারণ দর্শানোর নোটিশ ইসির

» জুলাই সনদের প্রতিটি অক্ষর ১৪শ’ মানুষের রক্তে লেখা: আলী রীয়াজ

» শিপিং করপোরেশনের ‘মুনাফা ৩০৬ কোটি টাকা’, লাভ ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

» বাহরাইনে ‘পোস্টাল ব্যালট বিতরণ’ করার ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

» বাংলাদেশে আগমনী বা অন-অ্যারাইভাল ভিসা স্থগিত: পররাষ্ট্র উপদেষ্টা

» বিগত ৩ নির্বাচনে আ’লীগকে জয়ী করতে গোয়েন্দা সংস্থার অনেকে ‘স্বপ্রণোদিত’ ছিলেন: প্রতিবেদন

সম্প্রতি