alt

জাতীয়

বিনিয়োগ সম্মেলন: ‘সৃজনশীল’, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন কি হবে?

রেজাউল করিম : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজধানী ঢাকায় হয়ে গেল বিনিয়োগ সম্মেলন-২০২৫। দেশি-বিদেশি প্রায় সাড়ে চারশোর মতো বিনিয়োগকারী এই সামিটে অংশ নিয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক প্রতিশ্রুতি ও চুক্তি সম্পাদন হয়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ‘এবারের সামিটে অন্যরকম ‘সৃজনশীলতা’ ছিল। তবে বিনিয়োগকারীদের দেয়া প্রতিশ্রুতিগুলো এই সরকারকেই বাস্তবায়ন করে যেতে হবে।’

দক্ষিণ কোরিয়া, চীন, স্পেন, সুইডেন ইত্যাদি দেশের ব্যবসায়ী প্রতিনিধিদল বিভিন্ন খাতে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে

বিনিয়োগকারীদের দেয়া প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই যেন এই সরকারের আমলে বাস্তবায়ন করা হয়: জাহিদ হোসেন

সম্মেলন শেষে আয়োজক সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বলছে, এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে বিনিয়োগ ত্বরান্বিত করার প্রচেষ্টা চালানো হবে। সামিটে ভালো সাড়া পাওয়া গেছে।

বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, ‘এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। এরই মধ্যে যেসব প্রতিষ্ঠান বিনিয়োগের প্রস্তাব কিংবা প্রতিশ্রুতি দিয়েছে তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করা হবে। বিনিয়োগকারীরা সাধারণত ১৮ থেকে ২৪ মাস সময় নেন বিনিয়োগ করতে। প্রতিটি প্রতিষ্ঠান ধরে ধরে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো।’

শুক্রবার এই বিষয়ে কথা হয় বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের সঙ্গে। তিনি সংবাদকে বলেন, ‘এবারের সামিট একটু অন্যরকম, ‘সৃজনশীলতা’ রয়েছে। বিনিয়োগ করার আগে অন্যদের ব্যবসার অবস্থা দেখে বিনিয়োগকারীরা। সামিটে স্টারলিংকের উদ্বোধন একটা ইতিবাচক বার্তা দেয়। সেদিক থেকে আমি বলব, এটা আকর্ষণীয়। এতে অন্য বিনিয়োগকারীরা ইতিবাচক বার্তা পাবে। তারা মনে করবে, এতে বড় প্রতিষ্ঠান যেহেতু ব্যবসা শুরু করলো তার অর্থ হলো এখানে ব্যবসা করা যায়।’

সামিটে ইতিবাচক-নেতিবাচক সব বিষয়েই আলোচনা হয়েছে। বিনিয়োগকারীরা বেশকিছু সমস্যার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানিয়েছে বিডা। নাহিয়ান রহমান রোচি বলেন, ‘সম্পদের প্রাপ্তি, নীতির ধারাবাহিকতা, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতিসহ মোটা দাগে চার থেকে পাঁচটি সমস্যার কথা তারা জানিয়েছেন। আমরা রাজস্ব বিভাগসহ বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি। আমাদের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, তা দূর করার চেষ্টা চলছে।’

ইতিবাচক উদ্যোগের বিষয়টি উল্লেখ্য করেন জাহিদ হোসেনও। তিনি বলেন, ‘কোরিয়ান ইপিজেডে জমির মালিকানা হস্তান্তর নিয়ে একটা জটিলতা ছিল। প্রায় ১০ বছর ধরে আটকে ছিল সেটা। এই সরকার সেটা চূড়ান্ত করে তাদের জমি বুঝিয়ে দিয়েছে। চট্টগ্রামের ডেপুটি কমিশনার নিজে উদ্যোগ নিয়ে ডকুমেন্ট হস্তান্তর করেছে। এটা একটা স্ট্রং সিগন্যাল দেয়। অর্থাৎ এই সামিট থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি।’

নীতির ধারাবাহিকতার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের যেসব প্রতিশ্রুতি দেয়া হলো, সেগুলোর অধিকাংশই যেন এই সরকারের আমলে বাস্তবায়ন করা হয়, নয়তো তারা হতাশ হবেন।’

বিনিয়োগের প্রতিশ্রুতি কী পরিমাণ এলো?

বাংলাদেশে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সফররত দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল। ব্যবসা সম্প্রসারণের কথা জানিয়েছে স্পেনের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিটেক্স, সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম ও চীনের অ্যাপারেল কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ।

চীনের খ্যাতনামা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ১০ কোটি ডলার অর্থনৈতিক অঞ্চলের আওতায় টেক্সটাইল ও ডাইং খাতে আর পাঁচ কোটি ডলার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (বিএসইজেড) ১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সুইডিশ কোম্পানি নিলর্ন। চলতি বছর বাংলাদেশে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে চেয়েছে ব্রিকস গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম, প্রাণ-আরএফএল ও আইএফসির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

দেশের নতুন উদ্যোক্তাদের অর্থায়নের জন্য ১২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর স্টার্টআপ খাতে গতি সঞ্চারে ১০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশীয় শিল্পগোষ্ঠী ইনসেপ্টা গ্রুপ।

বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন দেশের স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখতে আগামী মাসে ২০০ বিনিয়োগকারীসহ সফরে আসার কথা জানিয়েছেন চীনের বাণিজ্যমন্ত্রী। চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় পরিকল্পিত চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। কয়েকটি চীনা কোম্পানি ইলেকট্রনিক ভেহিকল ট্রানজিশন, লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন, উইন্ড টারবাইনের মতো নবায়নযোগ্য শক্তির উৎস এবং অফশোর ফটোভোলটাইক সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। এদিকে, মাতারবাড়ীতে মুক্তবাণিজ্য জোন তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে ডিপি ওয়ার্ল্ড গ্রুপ।

বিভিন্ন খাতে ৫টি চুক্তি সই

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক সই করে হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এর মধ্যে রয়েছে, একটি ত্রিপক্ষীয় ও চারটি দ্বিপক্ষীয় চুক্তি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, বীকন ফার্মাসিউটিক্যালস, দ্য এন্টারপ্রিনিউর গ্রুপ, জেপিজি ইনভেস্টমেন্ট ও হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এই পাঁচটি সমঝোতা স্মারক দেশের স্বাস্থ্য, আর্থিক ও প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনার দিক উন্মোচন করবে। ব্যক্তি খাতভিত্তিক চারটি সমঝোতা চুক্তি দেশের অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের ইতিবাচক প্রবাহ সৃষ্টি করবে। সম্মেলনের শেষ দিনে এসব সমঝোতা স্মারক সই হয়।

একই দিন বিডা ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনক-এর মধ্যেও একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সুপেয় পানির শোধনাগার নির্মাণে কাজ করবে। এর ফলে সাধারণ জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে ক্যানসার হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্য খাতে শত মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের উদ্দেশ্যে পৃথক দুটি সমঝোতা স্মারক সই করেছে।

এছাড়া স্টারলিংকের পরীক্ষামূলক সেবা চালু, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নের লক্ষ্যে বিডা, বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি অভিপত্র সইসহ বিভিন্ন চুক্তি হয়েছে।

চাপাতি ঠেকিয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, দুইজনকে খুঁজছে পুলিশ

ছবি

কুয়াকাটায় নববর্ষের সাংগ্রাইন উৎসব শুরু

ছবি

ডায়রিয়া প্রকোপের সঙ্গে বেড়েছে চিকিৎসক সংকট!

ছবি

চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতন

রাজধানীতে মিছিল: আ’লীগ নেতা মুরাদ ও আনিস ৪ দিনের রিমান্ডে

রাজধানীসহ ২৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন

ছবি

দুর্ঘটনায় উড়ে গেল বাসের ছাদ

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

ট্রান্সশিপমেন্ট বাতিলের পেছনে ‘ঢাকার কিছু ঘটনারও’ প্রভাব রয়েছে : ভারত

সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হাতুড়িপেটা, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

ছবি

ধানে বাড়ছে আর্সেনিকের মাত্রা, ক্যানসারের ঝুঁকি ২ কোটি মানুষের

ছবি

সীতাকুণ্ডে শিক্ষককে পদত্যাগে বাধ্য করানোর অভিযোগ, তদন্ত শুরু প্রশাসনের

অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়ির তিন স্থানে অভিযান

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মায়ানমারে শান্তি আসবে না, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে বাংলাদেশ

ছবি

‘কাফনের কাপড়’ পরে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল

ছবি

আবার বাড়ছে নিত্যপণ্যের দাম

ছবি

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল আজ

বাংলাদেশের ‘কিছু ঘটনার’ ইঙ্গিত দিয়ে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ ব্যাখ্যা ভারতের

ছবি

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

কবে কমবে ঝড়-বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস

কবে কমবে ঝড়-বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস

পুলিশ হত্যা মামলা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

‘মে মাস থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা’

ছবি

পুলিশের সঙ্গে বিরোধ: গাবতলীতে শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি

হঠাৎ ঝাঁজ উঠলো পেঁয়াজের

১০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন অভিযোজন তহবিল বোর্ডের

ছবি

উপদেষ্টা পরিষদের বৈঠক: দেওয়ানি কার্যবিধি পরিবর্তনের সিদ্ধান্ত

ছবি

কানাডার কাছ থেকে আসলে কী চাইছেন ট্রাম্প

ছয় মাসে অর্থনৈতিক সংস্কার নিয়ে প্রশ্ন তুললেন দেবপ্রিয়

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ: আলোচনা, আঞ্চলিক সহযোগিতা, মুক্তবাণিজ্য চুক্তি ও রপ্তানি বৈচিত্র্যকরণের সুপারিশ সিপিডির

ছবি

‘কেবল সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল’, আদালতে বললেন মেঘনা আলম

ছবি

সম্পর্ক এগিয়ে নিতে একমত বাংলাদেশ-পাকিস্তান

আইএমএফের ৪র্থ ও ৫ম কিস্তির বিষয়ে সিদ্ধান্ত জুনে

ছবি

শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনায় ‘সন্তুষ্ট’ নন পলিটেকনিক শিক্ষার্থীরা

tab

জাতীয়

বিনিয়োগ সম্মেলন: ‘সৃজনশীল’, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন কি হবে?

রেজাউল করিম

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজধানী ঢাকায় হয়ে গেল বিনিয়োগ সম্মেলন-২০২৫। দেশি-বিদেশি প্রায় সাড়ে চারশোর মতো বিনিয়োগকারী এই সামিটে অংশ নিয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক প্রতিশ্রুতি ও চুক্তি সম্পাদন হয়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ‘এবারের সামিটে অন্যরকম ‘সৃজনশীলতা’ ছিল। তবে বিনিয়োগকারীদের দেয়া প্রতিশ্রুতিগুলো এই সরকারকেই বাস্তবায়ন করে যেতে হবে।’

দক্ষিণ কোরিয়া, চীন, স্পেন, সুইডেন ইত্যাদি দেশের ব্যবসায়ী প্রতিনিধিদল বিভিন্ন খাতে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে

বিনিয়োগকারীদের দেয়া প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই যেন এই সরকারের আমলে বাস্তবায়ন করা হয়: জাহিদ হোসেন

সম্মেলন শেষে আয়োজক সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বলছে, এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে বিনিয়োগ ত্বরান্বিত করার প্রচেষ্টা চালানো হবে। সামিটে ভালো সাড়া পাওয়া গেছে।

বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, ‘এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। এরই মধ্যে যেসব প্রতিষ্ঠান বিনিয়োগের প্রস্তাব কিংবা প্রতিশ্রুতি দিয়েছে তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করা হবে। বিনিয়োগকারীরা সাধারণত ১৮ থেকে ২৪ মাস সময় নেন বিনিয়োগ করতে। প্রতিটি প্রতিষ্ঠান ধরে ধরে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো।’

শুক্রবার এই বিষয়ে কথা হয় বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের সঙ্গে। তিনি সংবাদকে বলেন, ‘এবারের সামিট একটু অন্যরকম, ‘সৃজনশীলতা’ রয়েছে। বিনিয়োগ করার আগে অন্যদের ব্যবসার অবস্থা দেখে বিনিয়োগকারীরা। সামিটে স্টারলিংকের উদ্বোধন একটা ইতিবাচক বার্তা দেয়। সেদিক থেকে আমি বলব, এটা আকর্ষণীয়। এতে অন্য বিনিয়োগকারীরা ইতিবাচক বার্তা পাবে। তারা মনে করবে, এতে বড় প্রতিষ্ঠান যেহেতু ব্যবসা শুরু করলো তার অর্থ হলো এখানে ব্যবসা করা যায়।’

সামিটে ইতিবাচক-নেতিবাচক সব বিষয়েই আলোচনা হয়েছে। বিনিয়োগকারীরা বেশকিছু সমস্যার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানিয়েছে বিডা। নাহিয়ান রহমান রোচি বলেন, ‘সম্পদের প্রাপ্তি, নীতির ধারাবাহিকতা, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতিসহ মোটা দাগে চার থেকে পাঁচটি সমস্যার কথা তারা জানিয়েছেন। আমরা রাজস্ব বিভাগসহ বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি। আমাদের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, তা দূর করার চেষ্টা চলছে।’

ইতিবাচক উদ্যোগের বিষয়টি উল্লেখ্য করেন জাহিদ হোসেনও। তিনি বলেন, ‘কোরিয়ান ইপিজেডে জমির মালিকানা হস্তান্তর নিয়ে একটা জটিলতা ছিল। প্রায় ১০ বছর ধরে আটকে ছিল সেটা। এই সরকার সেটা চূড়ান্ত করে তাদের জমি বুঝিয়ে দিয়েছে। চট্টগ্রামের ডেপুটি কমিশনার নিজে উদ্যোগ নিয়ে ডকুমেন্ট হস্তান্তর করেছে। এটা একটা স্ট্রং সিগন্যাল দেয়। অর্থাৎ এই সামিট থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি।’

নীতির ধারাবাহিকতার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের যেসব প্রতিশ্রুতি দেয়া হলো, সেগুলোর অধিকাংশই যেন এই সরকারের আমলে বাস্তবায়ন করা হয়, নয়তো তারা হতাশ হবেন।’

বিনিয়োগের প্রতিশ্রুতি কী পরিমাণ এলো?

বাংলাদেশে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সফররত দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল। ব্যবসা সম্প্রসারণের কথা জানিয়েছে স্পেনের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিটেক্স, সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম ও চীনের অ্যাপারেল কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ।

চীনের খ্যাতনামা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ১০ কোটি ডলার অর্থনৈতিক অঞ্চলের আওতায় টেক্সটাইল ও ডাইং খাতে আর পাঁচ কোটি ডলার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (বিএসইজেড) ১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সুইডিশ কোম্পানি নিলর্ন। চলতি বছর বাংলাদেশে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে চেয়েছে ব্রিকস গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম, প্রাণ-আরএফএল ও আইএফসির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

দেশের নতুন উদ্যোক্তাদের অর্থায়নের জন্য ১২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর স্টার্টআপ খাতে গতি সঞ্চারে ১০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশীয় শিল্পগোষ্ঠী ইনসেপ্টা গ্রুপ।

বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন দেশের স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখতে আগামী মাসে ২০০ বিনিয়োগকারীসহ সফরে আসার কথা জানিয়েছেন চীনের বাণিজ্যমন্ত্রী। চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় পরিকল্পিত চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। কয়েকটি চীনা কোম্পানি ইলেকট্রনিক ভেহিকল ট্রানজিশন, লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন, উইন্ড টারবাইনের মতো নবায়নযোগ্য শক্তির উৎস এবং অফশোর ফটোভোলটাইক সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। এদিকে, মাতারবাড়ীতে মুক্তবাণিজ্য জোন তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে ডিপি ওয়ার্ল্ড গ্রুপ।

বিভিন্ন খাতে ৫টি চুক্তি সই

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক সই করে হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এর মধ্যে রয়েছে, একটি ত্রিপক্ষীয় ও চারটি দ্বিপক্ষীয় চুক্তি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, বীকন ফার্মাসিউটিক্যালস, দ্য এন্টারপ্রিনিউর গ্রুপ, জেপিজি ইনভেস্টমেন্ট ও হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এই পাঁচটি সমঝোতা স্মারক দেশের স্বাস্থ্য, আর্থিক ও প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনার দিক উন্মোচন করবে। ব্যক্তি খাতভিত্তিক চারটি সমঝোতা চুক্তি দেশের অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের ইতিবাচক প্রবাহ সৃষ্টি করবে। সম্মেলনের শেষ দিনে এসব সমঝোতা স্মারক সই হয়।

একই দিন বিডা ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনক-এর মধ্যেও একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সুপেয় পানির শোধনাগার নির্মাণে কাজ করবে। এর ফলে সাধারণ জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে ক্যানসার হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্য খাতে শত মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের উদ্দেশ্যে পৃথক দুটি সমঝোতা স্মারক সই করেছে।

এছাড়া স্টারলিংকের পরীক্ষামূলক সেবা চালু, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নের লক্ষ্যে বিডা, বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি অভিপত্র সইসহ বিভিন্ন চুক্তি হয়েছে।

back to top