ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
আসন্ন দূর্গাপূজা চলতি মাসের শেষের দিকে শুরু হবে। এই বছর ৩৩ হাজার ৫৭৬টি মন্ডপে হিন্দুধর্মালম্বীদের প্রধান উৎসব শুরু হবে। তার মধ্যে রাজধানীতে ২৫৫টি মন্ডপে দূর্গাপূজা হওয়ার কথা রয়েছে। আসন্ন দূর্গাপূজা
সোমবার,(০৮ সেপ্টেম্বর ২০২৫) সচিবালয়ে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয় সভা শেষে স্বরাস্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
শান্তিপূর্ণ পরিবেশে যেন পূজা উদযাপন হয় সেজন্য সে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।
স্বরাস্ট্র উপদেষ্ট্রা বলেন,‘হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান। এই পূজায় নিরাপত্তায় দিতে পর্য়াপ্ত পুলিশ, আনসার, র্যাব এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।
আমরা একটা নতুন অ্যাপস তৈরী করেছি। কোনো ঘটনার বিষয়ে সত্যতা যাচাই করা যাবে, আর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ওর প্রতিকারও যেন হয় সে ব্যবস্থাও থাকবে।
পূজাকে কেন্দ্র করে মেলা, গাজার আড্ডা, যেন না বসে সে বিষয়ে সতর্ক করেছেন উপদেষ্টা। তবে পূজা উদযাপন কমিটির অনুমতি নিয়ে ছোটখাট দোকান করা যেতে পারে।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকার বাইরে অনেক জায়গায় পূজা মন্ডপ করা হয়ে থাকে। কিন্তু তালিকা অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়। তালিকা আগে থেকে থাকলে সুবিধা হয়।
এছাড়াও দশমির দিন যেন সন্ধ্যা ৭টার আগেই যেন বিসর্জন শেষ করা হয়। সে ব্যাপারে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়ার কথা বলেছেন উপদেষ্টা।
এই বছর পঞ্জিকা অনুসারে, দূর্গাপূর্জার মহাপঞ্চমী অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টম্বর। আগামী ২৮ সেপ্টম্বর মহাষ্ঠী, ২৯ সেপ্টম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টম্বর মহাঅষ্টমী। ১ সেপ্টম্বর মহানবমী ও ২ অক্টোবর মহাদশমী।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
আসন্ন দূর্গাপূজা চলতি মাসের শেষের দিকে শুরু হবে। এই বছর ৩৩ হাজার ৫৭৬টি মন্ডপে হিন্দুধর্মালম্বীদের প্রধান উৎসব শুরু হবে। তার মধ্যে রাজধানীতে ২৫৫টি মন্ডপে দূর্গাপূজা হওয়ার কথা রয়েছে। আসন্ন দূর্গাপূজা
সোমবার,(০৮ সেপ্টেম্বর ২০২৫) সচিবালয়ে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয় সভা শেষে স্বরাস্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
শান্তিপূর্ণ পরিবেশে যেন পূজা উদযাপন হয় সেজন্য সে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।
স্বরাস্ট্র উপদেষ্ট্রা বলেন,‘হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান। এই পূজায় নিরাপত্তায় দিতে পর্য়াপ্ত পুলিশ, আনসার, র্যাব এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।
আমরা একটা নতুন অ্যাপস তৈরী করেছি। কোনো ঘটনার বিষয়ে সত্যতা যাচাই করা যাবে, আর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ওর প্রতিকারও যেন হয় সে ব্যবস্থাও থাকবে।
পূজাকে কেন্দ্র করে মেলা, গাজার আড্ডা, যেন না বসে সে বিষয়ে সতর্ক করেছেন উপদেষ্টা। তবে পূজা উদযাপন কমিটির অনুমতি নিয়ে ছোটখাট দোকান করা যেতে পারে।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকার বাইরে অনেক জায়গায় পূজা মন্ডপ করা হয়ে থাকে। কিন্তু তালিকা অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়। তালিকা আগে থেকে থাকলে সুবিধা হয়।
এছাড়াও দশমির দিন যেন সন্ধ্যা ৭টার আগেই যেন বিসর্জন শেষ করা হয়। সে ব্যাপারে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়ার কথা বলেছেন উপদেষ্টা।
এই বছর পঞ্জিকা অনুসারে, দূর্গাপূর্জার মহাপঞ্চমী অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টম্বর। আগামী ২৮ সেপ্টম্বর মহাষ্ঠী, ২৯ সেপ্টম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টম্বর মহাঅষ্টমী। ১ সেপ্টম্বর মহানবমী ও ২ অক্টোবর মহাদশমী।