ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শ্রম ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে- এটা নিশ্চিত। এ বিষয় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। নির্বাচন কমিশন এ লক্ষ্যে সব প্রস্তুতি নিয়েই এগুচ্ছে।
শনিবার,(১৩ সেপ্টেম্বর ২০২৫) বরিশাল সার্কিট হাউজে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, এ লক্ষ্যে কমিশনের চাহিদানুযায়ী সরকারও সব সহযোগিতা অব্যাহত রেখেছে। নির্বাচন কেন্দ্রীক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শংকার কিছু নেই। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীও একটি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যা কিছু প্রয়োজন সেভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।
নির্বাচন কি পিআর পদ্ধতিতে হবে? এমন প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, আইন অনুযায়ী এটা নির্বাচন কমিশনই ঠিক করবে।
নৌ-পরিবহন ও শ্রম উপদেষ্টা বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ওপর আলোকপাত করে বলেন, বরিশালের ৩টি উপজেলাকে সংযুক্ত করার লক্ষ্যে মীরগঞ্জ সেতুর দও প্রস্তাব ইতোমধ্যে গ্রহণ শেষে আর্থিক মূল্যায়ন চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বলে আশা করেন তিনি।
ভোলার গ্যাস বরিশালসহ জাতীয় গ্রীডে সংযুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে কারিগরি মূল্যায়ন শেষে সুষ্ঠু সিদ্ধান্ত নেয়া হবে। তবে ভোলার গ্যাস যেন ঐ এলাকার জনমানুষসহ এলাকার উন্নয়নের কাজে লাগানো যায়, সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
হিজলা ও মেহেদিগঞ্জের নদী ভাঙন রোধে ৭৫০ কোটি টাকার একটি ভাঙন রোধ প্রকল্প খুব শিগগিরই প্রি-একনেকে বিবেচনার জন্য উপস্থাপিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রকল্পটি চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার সবুজ পাতায় স্থান পেয়েছে। ঢাকা-ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা জাতীয় মহাসড়কটি ৬ লেনে উন্নীত করণে ভূমি অধিগ্রহণ কাজ চলতি অর্থবছরেই শেষ হবে। এ লক্ষ্যে ডিপিপি যতদ্রুত সম্ভব পরিকল্পনা কমিশনে যাবে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি অন্তত পটুয়াখালী পর্যন্ত প্রকল্পটি অনুমোদন দিয়ে যাবো।
নৌ-পরিবহন ও শ্রম উপদেষ্টা বলেন, বরিশাল-ফরিদপুর রেললাইন প্রকল্পটি নিয়েও আমরা কাজ করছি। বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু না জানিয়ে বড় মাপের এ প্রকল্পটিও সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
আগামী অক্টোবরের মধ্যেই ঢাকা-বরিশাল নৌপথে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার সার্ভিস চালু হবে বলে জানান নৌ-পরিবহন উপদেষ্টা। বলেন, আমরা এ বিশ^ ঐতিহ্যকে রক্ষা করতে চাই। বিশ^ ব্যাংকের সহায়তায় দেশের দ্বিতীয় বৃহত্তম বরিশাল নদী-বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ সম্পন্ন হচ্ছে। চলতি অর্থ বছরের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ করার বিষয়েও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় নৌ-পরিবহন উপদেষ্টা জানান, ঢাকার পানগাঁও কন্টেইনার টার্মিনালের আওতায় বরিশাল ও খুলনাতেও অনুরূপ টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে এ অঞ্চলের পণ্যসমূহ ঢাকার পরিবর্তে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর থেকে নৌপথে সরাসরি বরিশাল ও খুলনাতে পৌঁছাবে। এতে করে ঢাকার ওপর চাপ অনেকটাই কমে আসবে বলেও জানান তিনি।
এছাড়া বরিশাল মহানগরীর সৌন্দর্য্য বর্ধনসহ পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর পোর্ট রোডটির সংস্কার ও উন্নয়ন প্রসঙ্গেও জানান তিনি।
এর আগে বরিশালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং নগরীর খাল খননসহ বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় নৌ-পরিবহন উপদেষ্টার সঙ্গে বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ এবং বরিশালের জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
শ্রম ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে- এটা নিশ্চিত। এ বিষয় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। নির্বাচন কমিশন এ লক্ষ্যে সব প্রস্তুতি নিয়েই এগুচ্ছে।
শনিবার,(১৩ সেপ্টেম্বর ২০২৫) বরিশাল সার্কিট হাউজে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, এ লক্ষ্যে কমিশনের চাহিদানুযায়ী সরকারও সব সহযোগিতা অব্যাহত রেখেছে। নির্বাচন কেন্দ্রীক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শংকার কিছু নেই। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীও একটি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যা কিছু প্রয়োজন সেভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।
নির্বাচন কি পিআর পদ্ধতিতে হবে? এমন প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, আইন অনুযায়ী এটা নির্বাচন কমিশনই ঠিক করবে।
নৌ-পরিবহন ও শ্রম উপদেষ্টা বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ওপর আলোকপাত করে বলেন, বরিশালের ৩টি উপজেলাকে সংযুক্ত করার লক্ষ্যে মীরগঞ্জ সেতুর দও প্রস্তাব ইতোমধ্যে গ্রহণ শেষে আর্থিক মূল্যায়ন চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বলে আশা করেন তিনি।
ভোলার গ্যাস বরিশালসহ জাতীয় গ্রীডে সংযুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে কারিগরি মূল্যায়ন শেষে সুষ্ঠু সিদ্ধান্ত নেয়া হবে। তবে ভোলার গ্যাস যেন ঐ এলাকার জনমানুষসহ এলাকার উন্নয়নের কাজে লাগানো যায়, সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
হিজলা ও মেহেদিগঞ্জের নদী ভাঙন রোধে ৭৫০ কোটি টাকার একটি ভাঙন রোধ প্রকল্প খুব শিগগিরই প্রি-একনেকে বিবেচনার জন্য উপস্থাপিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রকল্পটি চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার সবুজ পাতায় স্থান পেয়েছে। ঢাকা-ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা জাতীয় মহাসড়কটি ৬ লেনে উন্নীত করণে ভূমি অধিগ্রহণ কাজ চলতি অর্থবছরেই শেষ হবে। এ লক্ষ্যে ডিপিপি যতদ্রুত সম্ভব পরিকল্পনা কমিশনে যাবে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি অন্তত পটুয়াখালী পর্যন্ত প্রকল্পটি অনুমোদন দিয়ে যাবো।
নৌ-পরিবহন ও শ্রম উপদেষ্টা বলেন, বরিশাল-ফরিদপুর রেললাইন প্রকল্পটি নিয়েও আমরা কাজ করছি। বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু না জানিয়ে বড় মাপের এ প্রকল্পটিও সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
আগামী অক্টোবরের মধ্যেই ঢাকা-বরিশাল নৌপথে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার সার্ভিস চালু হবে বলে জানান নৌ-পরিবহন উপদেষ্টা। বলেন, আমরা এ বিশ^ ঐতিহ্যকে রক্ষা করতে চাই। বিশ^ ব্যাংকের সহায়তায় দেশের দ্বিতীয় বৃহত্তম বরিশাল নদী-বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ সম্পন্ন হচ্ছে। চলতি অর্থ বছরের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ করার বিষয়েও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় নৌ-পরিবহন উপদেষ্টা জানান, ঢাকার পানগাঁও কন্টেইনার টার্মিনালের আওতায় বরিশাল ও খুলনাতেও অনুরূপ টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে এ অঞ্চলের পণ্যসমূহ ঢাকার পরিবর্তে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর থেকে নৌপথে সরাসরি বরিশাল ও খুলনাতে পৌঁছাবে। এতে করে ঢাকার ওপর চাপ অনেকটাই কমে আসবে বলেও জানান তিনি।
এছাড়া বরিশাল মহানগরীর সৌন্দর্য্য বর্ধনসহ পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর পোর্ট রোডটির সংস্কার ও উন্নয়ন প্রসঙ্গেও জানান তিনি।
এর আগে বরিশালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং নগরীর খাল খননসহ বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় নৌ-পরিবহন উপদেষ্টার সঙ্গে বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ এবং বরিশালের জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।