ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ধরনের মিছিল আস্তে আস্তে ‘নির্মূল’ হয়ে যাবে। বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে। এক সময় আমরা ২৪৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করি। এরপর থেকে অনেক কমে আসছে। ‘আপনারা সাহায্য সহযোগিতা করলে অনেক কমে যাবে। আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে।’
গত মে মাসে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দলটির নেতাকর্মীরা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে আসছে। এসব মিছিল থেকে নেতাকর্মীরা ধরাও পড়ছে। গত ২৪ সেপ্টেম্বর ঝটিকা মিছিলের সময় ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
ঝটিকা মিছিল কমার সঙ্গে দেশে অপরাধের সংখ্যাও কমে গেছে বলে দাবি করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘যখন সবাই ‘ইলেকশন মুডে’ চলে আসবে সে সময় এ অপরাধগুলো কমে যাবে।’
নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করার কারণে নির্বাচনী প্রচার বেড়ে যাবে বলেও মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা উন্নতির কথা বলা হচ্ছে, অথচ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ হামলার শিকার হচ্ছেন। জবাবে উপদেষ্টা বলেন, ‘এসব এখন অনেক কমে গেছে, কমে আসছে, জনগণ সচেতন হচ্ছেন। জনগণ সচেতন হলে এগুলো আর থাকবে না।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন তিনি। ‘এই নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি কাজ নির্বাচন কমিশন, প্রশাসন, আরেকটা হলো আইনশৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি তাদের। ’রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দেয়ার পর একটু ঝামেলা হয় মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবাই যদি সহযোগিতা করেন নির্বাচন ভালো হবে।’
জনগণের ওপর আস্থার রাখার কথা তুলে ধরে তিনি বলেন, ‘(নির্বাচনের) সবচেয়ে বড় অংশীজন হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সে সময় কেউ কোনো কিছু আটকাতে পারবে না।’ এ দেশের জনগণ নির্বাচনের ব্যাপারে খুবই সচেতন এবং চায়ের দোকানে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে মন্তব্য
করেন উপদেষ্টা। গত বছর জুলাই-আগস্ট আন্দোলনের সময় সহিংসতায় সারাদেশে পুলিশের ২৪১টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও ২১৭টি মোটরসাইকেল এবং অন্য ৬৮টি যানবাহন মিলে মোট ৫২৬টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যেই পুলিশ সদর দপ্তর ২০০ পিকআপ কিনেছে ১৭২ কোটি টাকায়। এসব পিকআপের মধ্যে ২০টি পেল ঢাকা মহানগর পুলিশকে দেয়া হয়েছে। ডিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো হস্তান্তর করেন উপদেষ্টা। অনুষ্ঠানে বলা হয়েছে, পিকআপ ছাড়া ১৫২টি মোটরসাইকেল এবং ৬৬টি অন্যান্য যানবাহন কেনা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ধরনের মিছিল আস্তে আস্তে ‘নির্মূল’ হয়ে যাবে। বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে। এক সময় আমরা ২৪৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করি। এরপর থেকে অনেক কমে আসছে। ‘আপনারা সাহায্য সহযোগিতা করলে অনেক কমে যাবে। আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে।’
গত মে মাসে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দলটির নেতাকর্মীরা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে আসছে। এসব মিছিল থেকে নেতাকর্মীরা ধরাও পড়ছে। গত ২৪ সেপ্টেম্বর ঝটিকা মিছিলের সময় ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
ঝটিকা মিছিল কমার সঙ্গে দেশে অপরাধের সংখ্যাও কমে গেছে বলে দাবি করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘যখন সবাই ‘ইলেকশন মুডে’ চলে আসবে সে সময় এ অপরাধগুলো কমে যাবে।’
নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করার কারণে নির্বাচনী প্রচার বেড়ে যাবে বলেও মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা উন্নতির কথা বলা হচ্ছে, অথচ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ হামলার শিকার হচ্ছেন। জবাবে উপদেষ্টা বলেন, ‘এসব এখন অনেক কমে গেছে, কমে আসছে, জনগণ সচেতন হচ্ছেন। জনগণ সচেতন হলে এগুলো আর থাকবে না।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন তিনি। ‘এই নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি কাজ নির্বাচন কমিশন, প্রশাসন, আরেকটা হলো আইনশৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি তাদের। ’রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দেয়ার পর একটু ঝামেলা হয় মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবাই যদি সহযোগিতা করেন নির্বাচন ভালো হবে।’
জনগণের ওপর আস্থার রাখার কথা তুলে ধরে তিনি বলেন, ‘(নির্বাচনের) সবচেয়ে বড় অংশীজন হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সে সময় কেউ কোনো কিছু আটকাতে পারবে না।’ এ দেশের জনগণ নির্বাচনের ব্যাপারে খুবই সচেতন এবং চায়ের দোকানে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে মন্তব্য
করেন উপদেষ্টা। গত বছর জুলাই-আগস্ট আন্দোলনের সময় সহিংসতায় সারাদেশে পুলিশের ২৪১টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও ২১৭টি মোটরসাইকেল এবং অন্য ৬৮টি যানবাহন মিলে মোট ৫২৬টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যেই পুলিশ সদর দপ্তর ২০০ পিকআপ কিনেছে ১৭২ কোটি টাকায়। এসব পিকআপের মধ্যে ২০টি পেল ঢাকা মহানগর পুলিশকে দেয়া হয়েছে। ডিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো হস্তান্তর করেন উপদেষ্টা। অনুষ্ঠানে বলা হয়েছে, পিকআপ ছাড়া ১৫২টি মোটরসাইকেল এবং ৬৬টি অন্যান্য যানবাহন কেনা হয়েছে।