সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বেতন একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেছে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বুধবার প্রেরিত এই সুপারিশটির আগে গত ৩ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন গ্রেড উন্নীত করার প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদনের সুপারিশ দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় অধিশাখার উপসচিব জি এম সারফারাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের বেতন দশম গ্রেডে নির্ধারণে সচিব কমিটির সুপারিশসহ কার্যবিবরণী মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের অনুমোদন গ্রহণ, সরকারি আদেশ (জিও) জারি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।
এর আগে উচ্চ আদালতের নির্দেশনায় ৪৫ জন প্রধান শিক্ষককে গেজেটেড কর্মকর্তা পদমর্যাদা দিয়ে তাদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয় গত ২৭ অক্টোবর। আদালতের নির্দেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সব প্রধান শিক্ষক পদের বেতন একই গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়।
এ বিষয়ে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ ২৮ জুলাই এবং জনপ্রশাসন মন্ত্রণালয় অক্টোবরে সম্মতি প্রদান করে। পরে ১১ নভেম্বর অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগও একই প্রস্তাবে সম্মতি জানায়।
৩ ডিসেম্বর অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অষ্টম সভার কার্যবিবরণীতে জানানো হয়, মন্ত্রণালয়ের সচিব সভায় ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন একাদশ থেকে দশম গ্রেডে উন্নীত করার প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবে পূর্বের সব সম্মতির বিষয়টি আলোচনায় তোলা হয়। পর্যালোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়—এই পদের বেতন দশম গ্রেডে উন্নীত করা যেতে পারে।
এর আগে ২৮ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদ্যমান একাদশ গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের দ্বাদশ গ্রেড থেকে সবাইকে দশম গ্রেডে উন্নীত করার জন্য সরকার সম্মতি দিয়েছে। এতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বহুদিনের প্রত্যাশা পূরণের পথ তৈরি হয়েছে।
পরবর্তীতে ২৭ অক্টোবর ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীত করে গেজেটেড কর্মকর্তা পদমর্যাদা নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
অর্থ-বাণিজ্য: ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ৯ দিনেই এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রে ব্যাগ রপ্তানি শুরু করল আরএফএল