alt

শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান বন্ধ

বইয়ের জগৎ থেকে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা

রাকিব উদ্দিন : শনিবার, ১২ জুন ২০২১

শ্রেণীভিত্তিক পাঠদান না থাকায় ‘বইয়ের জগত’ থেকে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। নিষিদ্ধ ‘নোট-গাইড’ বইয়ের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে; কোথাও কোথাও অনলাইন কোচিংয়ে ঝুঁকছে বিত্তশালী পরিবারের সন্তানরা। চলমান অনলাইন শিক্ষায় ভিডিও গেমে আসক্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান না থাকায় দূরত্ব বাড়ছে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে। ছাত্রছাত্রীদের একটি বড় অংশের মধ্যেই ‘আদব-কায়দা, আচার-আচরণ ও পরস্পরের প্রতি সহানুভূতিশীল’ হওয়া বা শেখা- এসব বিষয়ে ঘাটতি তৈরি হচ্ছে।’ শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ থাকায় একটি ‘জেনারেশন গ্যাপ’ হয়ে যাচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা ও শিক্ষকরা।

শিক্ষা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সহসাই শ্রেণীভিত্তিক শিক্ষা কার্যক্রম ফিরছে না দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসসি এবং এইচএসসি’র পাবলিক পরীক্ষা কবে নাগাদ নেয়া যাবে- সেটিও অনিশ্চিত। এই দুই স্তরের শিক্ষার্থী এক বছরের বেশি সময় পর্যন্ত শ্রেণীভিত্তিক শিক্ষাকার্যক্রম থেকে বঞ্চিত।

ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ুয়া দুই শিক্ষার্থীর অভিভাবক ডা. শাহদাৎ হোসেন বলেন, ‘অনলাইনে নামমাত্র ক্লাস নেয়া হচ্ছে। নিয়মিত টিউশন ফি আদায়ের লক্ষ্যেই এটি করা হচ্ছে। শ্রেণীশিক্ষকরা চারটি-পাঁচটি বিষয়ের অনলাইন কোচিংও চাপিয়ে দিয়েছেন। এতে দুই সন্তানের জন্য প্রতিমাসে ন্যূনতম ২০ হাজার টাকা ব্যয় হচ্ছে।’

অনলাইন শিক্ষা ও কোচিংয়ে কোন মেধার বিকাশ ঘটছে না- মন্তব্য করে এই অভিভাবক বলেন, ‘দুই সন্তানকে দুটি স্মার্ট ফোন সেট কিনে দিতে হয়েছে। কোন কারণে শিক্ষকের দেয়া পড়া না পারলে ‘বিদ্যুৎ চলে গেছে, নেট সংযোগ কাজ করছে না, কিছুই শুনা যাচ্ছে না’ এসব বলা হয় শিক্ষককে। অনেক সময় শিক্ষকরাও এসব অজুহাত দেখিয়ে পাঠদানে বিরত থাকেন। এই সুযোগে সন্তানরা মোবাইলে ‘ভিডিও গেম’এ আসক্ত হয়ে পরছে।’

শিক্ষক ও অভিভাবক সংগঠন এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে আসছেন। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বেড়েই চলছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশায় ভুগছেন।

সীমিত পরিসরে অনলাইনে যে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে তার মান এবং দেশের সর্বস্তরের ছাত্রছাত্রী অনলাইন শিক্ষার কতটুকু সুফল পাচ্ছে সেটি নিয়ে নানা প্রশ্ন রয়েছে শিক্ষাবিদ ও অভিভাবকদের।

শিক্ষাবিদরা বলছেন, অনলাইন পাঠদানের সুফল গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা পাচ্ছে না। শহর অঞ্চলেও এর সুফল পুরোপুরি মিলছে না। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে।

গত বছর যেসব ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা এখন পর্যন্ত কলেজে যাওয়ারই সুযোগ পায়নি। এসব শিক্ষার্থী শ্রেণীশিক্ষকদেরও দেখা পায়নি। অথচ এই স্তরের ছাত্রছাত্রীদের ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসার কথা রয়েছে।

জানতে চাইলে ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ প্রণয়ন কমিটির সদস্য সচিব ও ‘জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি’র (নায়েম) সাবেক মহাপরিচালক প্রফেসর শেখ ইকরামুল কবির সংবাদকে বলেন, ‘বর্তমানে যা অবস্থা তাতে কমপক্ষে দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই দীর্ঘ বন্ধে একটি ‘জেনারেশন গ্যাপ’ হয়ে যাবে। সংক্ষিপ্ত সিলেবাসে অভ্যস্ত হতে গিয়ে বেশির ভাগ ছাত্রছাত্রী পরবর্তী স্তরে গিয়ে ‘পূর্ণাঙ্গ’ সিলেবাস গ্রহণ করতে পারবে না। এক কথায়- সবার মধ্যেই মেধার ঘাটতি তৈরি হয়ে যাচ্ছে।’

অনলাইন পাঠদানে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে না- মন্তব্য করে এই শিক্ষাবিদ বলেন, ‘শহর অঞ্চলের সব শিক্ষার্থীও এই সুবিধা পাচ্ছে না। অনেক পরিবারেই সন্তানদের স্মার্ট ফোন কিনে দেয়ার সক্ষমতা নেই। আবার অনেক ছেলেমেয়ে স্মার্ট ফোন সেটে ‘ভিডিও গেমে’ আসন্ত হচ্ছে। প্রাতিষ্ঠানিক পাঠদান থেকে বিরত থাকায় অনেক শিক্ষার্থী নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে।’ আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীর জন্য ‘অ্যাসাইনমেন্ট’ভিত্তিক শিক্ষা

২০২২ সালের এইচএসসি ও সমপর্যায়ের পরীক্ষার্থীদের খুব সহসাই শ্রেণী কার্যক্রমে ফেরানো সম্ভব হচ্ছে না-এমনটি ধরে নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য ‘অ্যাসাইনমেন্ট’ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য সাত বিষয়ে ৬০টি ‘অ্যাসাইনমেন্ট’ প্রণয়ন করে গত সপ্তাহে মাউশিতে জমা দিয়েছেন। প্রতি সপ্তাহে ২টি করে ৩০ সপ্তাহে এই ৬০টি ‘অ্যাসাইনমেন্ট’ বাস্তবায়ন করবে শিক্ষার্থীরা।

সাতটি বিষয় হলো- বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, পৌরনীতি ও যুক্তিবিদ্যা।

জানতে চাইলে মাউশি’র পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী সংবাদকে বলেন, ‘করোনা সংক্রমণ কবে নিয়ন্ত্রণে আসবে সেটা বলা মুশকিল। আবার যখনই স্কুল-কলেজ খুলবে তখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিতে হবে। অন্যান্য শ্রেণীর বার্ষিক পরীক্ষাও আছে।’

এসব কারণে স্কুল-কলেজ খুললেও ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীর শ্রেণী কার্যক্রম পুরোদমে চালু নাও হতে পারে- জানিয়ে মাউশি পরিচালক বলেন, ‘এ কারণে আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক পর্যায়ে ৬০টি ‘অ্যাসাইনমেন্ট’ প্রণয়ন করা হয়েছে। খুব শীঘ্রই এর বাস্তবায়ন শুরু হবে।’

ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা অনিশ্চিত

করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

আগামী মাসের ২২ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম চালুর সম্ভাবনা দেখছেন না শিক্ষক নেতারা।

এ ব্যাপারে ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’র সভাপতি ও ঢাকার মিরপুরের সিন্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম রনি সংবাদকে বলেন, ‘সবকিছু খুলে দিয়ে শুধু স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। এতে বইয়ের জগত থেকেই হারিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। দীর্ঘ বন্ধের কারণে একটি প্রজন্মই বিপথগামী হচ্ছে, ভিডিও গেমসে আসক্ত হচ্ছে, ঝরে পড়ছে এবং মেধা শূন্য হয়ে পড়ছে।’

গত বছরের শেষ দিক থেকে এই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত দেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল দাবি করে এই শিক্ষক নেতা বলেন, ‘ওই সময় সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যেত। একেক শ্রেণীর পাঠদান একেক দিন নেয়া যেত। কিন্তু এখন মনে হচ্ছে, একটি বিপথগামী মহল সরকারকে ভুল বুঝিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টায় লিপ্ত।’

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কোন শিক্ষার্থীই ঘরে বসে নেই- দাবি করে নজরুল ইসলাম রনি বলেন, ‘আমরা ছাত্রছাত্রীদের স্কুলে বসাতে পারছি না। অথচ এরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাটবাজারে যাচ্ছে, পাড়ামহল্লার রাস্তায় ক্রিকেট খেলছে, কেউ কেউ গ্রামের বাড়িতে ছুটি ভোগ করছে। একটু বেশি বয়সী শিক্ষার্থীরা নানা রকম অপরাধে জড়াচ্ছে; হাতাশায় ভুগছে।’

১২ জুন শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং দেশের কোন কোন অঞ্চলে আংশিকভাবে ‘কঠোর লকডাউন’ কার্যকর থাকায় শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন রেডিও এবং সংসদ টিভিতে পাঠদানের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

এই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বেশ কয়েকবার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও তা খোলা সম্ভব হয়নি।

সর্বশেষ গত ২৬ মে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ১২ জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো ঘোষণা দিয়েছিলেন।

ওইদিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে কারও ৬ দিন হবে, কারও একদিন ক্লাস হবে। যারা ২০২১ সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবে তারা সপ্তাহে ছয় দিন এবং অন্য ক্লাসগুলোর একদিন ক্লাস হবে এবং পর্যায়ক্রমে এটা বাড়ানো হবে।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা যেন দ্রুত খুলে দিতে পারি সেজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলা, যেন সংক্রমণের হার না বাড়ে। সংক্রমণের হার ৫ শতাংশের মধ্যে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যাবে বলে বিশেষজ্ঞরা বলছেন।’

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন ‘সহযোগী’ ১০ দিনের রিমান্ডে

ছবি

আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ফের মঙ্গলবার

ছবি

শেখ হাসিনা ‘পালিয়ে যাননি’, চলে যেতে ‘বাধ্য’ করা হয়েছে: রাষ্ট্রনিযুক্ত হাসিনার আইনজীবী

ছবি

সংশোধিত আরপিও অনুমোদন: পলাতক আসামি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না

ছবি

বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ’ : জার্মান রাষ্ট্রদূত

ছবি

জাতীয় নির্বাচনে জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে লড়াইয়ের বিধানসহ আরপিও সংশোধনের খসড়া অনুমোদন

ছবি

১৩ নভেম্বর জানা যাবে জুলাই অভ্যুত্থান দমনচেষ্টায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় তারিখ

ছবি

নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই: ইসি আনোয়ারুল

ছবি

রাজসাক্ষী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচতে চাইছেন: হাসিনার আইনজীবী

ছবি

ঢাকার চেয়ে রাজশাহী ও খুলনার বায়ুদূষণ বেশি

ছবি

তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির

ছবি

১২ বছরে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ১৬ হাজার মৃত্যু

ছবি

সেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলে পরিবেশ মন্ত্রণালয়েরও অনুমোদন লাগবে

ছবি

হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে, কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ধোঁয়াশা, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

ছবি

বাংলাদেশের ঐতিহাসিক পদক্ষেপ: আইএলওর তিনটি কনভেনশনে সই করল অন্তর্বর্তী সরকার

ছবি

ড্রাইভিং লাইসেন্স পেতে বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

ছবি

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

ছবি

এক দিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ২৫৫

ছবি

কোনো চাপের কাছে ইসি নতি স্বীকার করবে না: সিইসি নাসির

ছবি

আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা ভারতে পালিয়েছেন: আইনজীবী

ছবি

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

ছবি

নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে সহযোগিতা চাইলেন সিইসি

ছবি

১০ চুক্তি বাতিলের বিষয়ে জানেনা ভারতীয় হাইকমিশন

ছবি

ইউনূসকে চিঠি দিয়ে ‘উদ্বেগ’: একগুচ্ছ আহ্বান আন্তর্জাতিক ৬ মানবাধিকার সংস্থার

ছবি

‘টার্গেট’ করে হত্যার অভিযোগ সঠিক নয়: যুক্তিতর্কে রাষ্ট্রনিযুক্ত হাসিনার আইনজীবী

ছবি

ভারতের সঙ্গে চুক্তি ‘বাতিলের তালিকা সঠিক নয়’: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি

অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে বুধবার হাজির না হলে সংবাদপত্রে বিজ্ঞপ্তি: প্রসিকিউশন

ছবি

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৮১৪ জন

ছবি

জোবায়েদ হত্যা: ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি

শিক্ষকদের আন্দোলন স্থগিত, প্রধান উপদেষ্টার বিবৃতি

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে ১৫ শতাংশ, কার্যকর দুই ধাপে

ছবি

জবির জোবায়েদ হত্যা: ৪১ ঘন্টা পর মামলা, ৩জন গ্রেপ্তার

ছবি

২৫ সেপ্টেম্বর থেকে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী ও তার প্রেমিক: পুলিশ

ছবি

জুলাই গণঅভ্যুত্থান: ‘হত্যা’ মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

tab

শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান বন্ধ

বইয়ের জগৎ থেকে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা

রাকিব উদ্দিন

শনিবার, ১২ জুন ২০২১

শ্রেণীভিত্তিক পাঠদান না থাকায় ‘বইয়ের জগত’ থেকে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। নিষিদ্ধ ‘নোট-গাইড’ বইয়ের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে; কোথাও কোথাও অনলাইন কোচিংয়ে ঝুঁকছে বিত্তশালী পরিবারের সন্তানরা। চলমান অনলাইন শিক্ষায় ভিডিও গেমে আসক্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান না থাকায় দূরত্ব বাড়ছে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে। ছাত্রছাত্রীদের একটি বড় অংশের মধ্যেই ‘আদব-কায়দা, আচার-আচরণ ও পরস্পরের প্রতি সহানুভূতিশীল’ হওয়া বা শেখা- এসব বিষয়ে ঘাটতি তৈরি হচ্ছে।’ শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ থাকায় একটি ‘জেনারেশন গ্যাপ’ হয়ে যাচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা ও শিক্ষকরা।

শিক্ষা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সহসাই শ্রেণীভিত্তিক শিক্ষা কার্যক্রম ফিরছে না দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসসি এবং এইচএসসি’র পাবলিক পরীক্ষা কবে নাগাদ নেয়া যাবে- সেটিও অনিশ্চিত। এই দুই স্তরের শিক্ষার্থী এক বছরের বেশি সময় পর্যন্ত শ্রেণীভিত্তিক শিক্ষাকার্যক্রম থেকে বঞ্চিত।

ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ুয়া দুই শিক্ষার্থীর অভিভাবক ডা. শাহদাৎ হোসেন বলেন, ‘অনলাইনে নামমাত্র ক্লাস নেয়া হচ্ছে। নিয়মিত টিউশন ফি আদায়ের লক্ষ্যেই এটি করা হচ্ছে। শ্রেণীশিক্ষকরা চারটি-পাঁচটি বিষয়ের অনলাইন কোচিংও চাপিয়ে দিয়েছেন। এতে দুই সন্তানের জন্য প্রতিমাসে ন্যূনতম ২০ হাজার টাকা ব্যয় হচ্ছে।’

অনলাইন শিক্ষা ও কোচিংয়ে কোন মেধার বিকাশ ঘটছে না- মন্তব্য করে এই অভিভাবক বলেন, ‘দুই সন্তানকে দুটি স্মার্ট ফোন সেট কিনে দিতে হয়েছে। কোন কারণে শিক্ষকের দেয়া পড়া না পারলে ‘বিদ্যুৎ চলে গেছে, নেট সংযোগ কাজ করছে না, কিছুই শুনা যাচ্ছে না’ এসব বলা হয় শিক্ষককে। অনেক সময় শিক্ষকরাও এসব অজুহাত দেখিয়ে পাঠদানে বিরত থাকেন। এই সুযোগে সন্তানরা মোবাইলে ‘ভিডিও গেম’এ আসক্ত হয়ে পরছে।’

শিক্ষক ও অভিভাবক সংগঠন এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে আসছেন। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বেড়েই চলছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশায় ভুগছেন।

সীমিত পরিসরে অনলাইনে যে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে তার মান এবং দেশের সর্বস্তরের ছাত্রছাত্রী অনলাইন শিক্ষার কতটুকু সুফল পাচ্ছে সেটি নিয়ে নানা প্রশ্ন রয়েছে শিক্ষাবিদ ও অভিভাবকদের।

শিক্ষাবিদরা বলছেন, অনলাইন পাঠদানের সুফল গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা পাচ্ছে না। শহর অঞ্চলেও এর সুফল পুরোপুরি মিলছে না। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে।

গত বছর যেসব ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা এখন পর্যন্ত কলেজে যাওয়ারই সুযোগ পায়নি। এসব শিক্ষার্থী শ্রেণীশিক্ষকদেরও দেখা পায়নি। অথচ এই স্তরের ছাত্রছাত্রীদের ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসার কথা রয়েছে।

জানতে চাইলে ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ প্রণয়ন কমিটির সদস্য সচিব ও ‘জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি’র (নায়েম) সাবেক মহাপরিচালক প্রফেসর শেখ ইকরামুল কবির সংবাদকে বলেন, ‘বর্তমানে যা অবস্থা তাতে কমপক্ষে দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই দীর্ঘ বন্ধে একটি ‘জেনারেশন গ্যাপ’ হয়ে যাবে। সংক্ষিপ্ত সিলেবাসে অভ্যস্ত হতে গিয়ে বেশির ভাগ ছাত্রছাত্রী পরবর্তী স্তরে গিয়ে ‘পূর্ণাঙ্গ’ সিলেবাস গ্রহণ করতে পারবে না। এক কথায়- সবার মধ্যেই মেধার ঘাটতি তৈরি হয়ে যাচ্ছে।’

অনলাইন পাঠদানে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে না- মন্তব্য করে এই শিক্ষাবিদ বলেন, ‘শহর অঞ্চলের সব শিক্ষার্থীও এই সুবিধা পাচ্ছে না। অনেক পরিবারেই সন্তানদের স্মার্ট ফোন কিনে দেয়ার সক্ষমতা নেই। আবার অনেক ছেলেমেয়ে স্মার্ট ফোন সেটে ‘ভিডিও গেমে’ আসন্ত হচ্ছে। প্রাতিষ্ঠানিক পাঠদান থেকে বিরত থাকায় অনেক শিক্ষার্থী নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে।’ আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীর জন্য ‘অ্যাসাইনমেন্ট’ভিত্তিক শিক্ষা

২০২২ সালের এইচএসসি ও সমপর্যায়ের পরীক্ষার্থীদের খুব সহসাই শ্রেণী কার্যক্রমে ফেরানো সম্ভব হচ্ছে না-এমনটি ধরে নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য ‘অ্যাসাইনমেন্ট’ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য সাত বিষয়ে ৬০টি ‘অ্যাসাইনমেন্ট’ প্রণয়ন করে গত সপ্তাহে মাউশিতে জমা দিয়েছেন। প্রতি সপ্তাহে ২টি করে ৩০ সপ্তাহে এই ৬০টি ‘অ্যাসাইনমেন্ট’ বাস্তবায়ন করবে শিক্ষার্থীরা।

সাতটি বিষয় হলো- বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, পৌরনীতি ও যুক্তিবিদ্যা।

জানতে চাইলে মাউশি’র পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী সংবাদকে বলেন, ‘করোনা সংক্রমণ কবে নিয়ন্ত্রণে আসবে সেটা বলা মুশকিল। আবার যখনই স্কুল-কলেজ খুলবে তখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিতে হবে। অন্যান্য শ্রেণীর বার্ষিক পরীক্ষাও আছে।’

এসব কারণে স্কুল-কলেজ খুললেও ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীর শ্রেণী কার্যক্রম পুরোদমে চালু নাও হতে পারে- জানিয়ে মাউশি পরিচালক বলেন, ‘এ কারণে আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক পর্যায়ে ৬০টি ‘অ্যাসাইনমেন্ট’ প্রণয়ন করা হয়েছে। খুব শীঘ্রই এর বাস্তবায়ন শুরু হবে।’

ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা অনিশ্চিত

করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

আগামী মাসের ২২ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম চালুর সম্ভাবনা দেখছেন না শিক্ষক নেতারা।

এ ব্যাপারে ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’র সভাপতি ও ঢাকার মিরপুরের সিন্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম রনি সংবাদকে বলেন, ‘সবকিছু খুলে দিয়ে শুধু স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। এতে বইয়ের জগত থেকেই হারিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। দীর্ঘ বন্ধের কারণে একটি প্রজন্মই বিপথগামী হচ্ছে, ভিডিও গেমসে আসক্ত হচ্ছে, ঝরে পড়ছে এবং মেধা শূন্য হয়ে পড়ছে।’

গত বছরের শেষ দিক থেকে এই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত দেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল দাবি করে এই শিক্ষক নেতা বলেন, ‘ওই সময় সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যেত। একেক শ্রেণীর পাঠদান একেক দিন নেয়া যেত। কিন্তু এখন মনে হচ্ছে, একটি বিপথগামী মহল সরকারকে ভুল বুঝিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টায় লিপ্ত।’

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কোন শিক্ষার্থীই ঘরে বসে নেই- দাবি করে নজরুল ইসলাম রনি বলেন, ‘আমরা ছাত্রছাত্রীদের স্কুলে বসাতে পারছি না। অথচ এরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাটবাজারে যাচ্ছে, পাড়ামহল্লার রাস্তায় ক্রিকেট খেলছে, কেউ কেউ গ্রামের বাড়িতে ছুটি ভোগ করছে। একটু বেশি বয়সী শিক্ষার্থীরা নানা রকম অপরাধে জড়াচ্ছে; হাতাশায় ভুগছে।’

১২ জুন শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং দেশের কোন কোন অঞ্চলে আংশিকভাবে ‘কঠোর লকডাউন’ কার্যকর থাকায় শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন রেডিও এবং সংসদ টিভিতে পাঠদানের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

এই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বেশ কয়েকবার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও তা খোলা সম্ভব হয়নি।

সর্বশেষ গত ২৬ মে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ১২ জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো ঘোষণা দিয়েছিলেন।

ওইদিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে কারও ৬ দিন হবে, কারও একদিন ক্লাস হবে। যারা ২০২১ সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবে তারা সপ্তাহে ছয় দিন এবং অন্য ক্লাসগুলোর একদিন ক্লাস হবে এবং পর্যায়ক্রমে এটা বাড়ানো হবে।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা যেন দ্রুত খুলে দিতে পারি সেজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলা, যেন সংক্রমণের হার না বাড়ে। সংক্রমণের হার ৫ শতাংশের মধ্যে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যাবে বলে বিশেষজ্ঞরা বলছেন।’

back to top