image

দেশে অবৈধ ইটভাটা ৪ হাজার ৬৩৩: সংসদে পরিবেশ মন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে ৪ হাজার ৬৩৩টি ইটভাটা পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। দেশে বিদ্যমান ইটভাটার ৫৯ শতাংশই অবৈধ বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রহমান কিরণের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘সারা দেশে মোট ইটভাটার সংখ্যা ৭ হাজার ৮৮১টি। এর মধ্যে তিন হাজার ২৪৮টি বৈধভাবে পরিচালিত হচ্ছে। ইটভাটাগুলোর মধ্যে বৈধ ৪১ দশমিক ২ শতাংশ এবং অবৈধ ৫৮.৮ শতাংশ।’

এসময় বিগত কয়েক বছরের ইটভাটার অভিযানের তথ্যও তোলে ধরেন পরিবেশ মন্ত্রী।

তিনি জানান, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১ হাজার ৭৭২টি অভিযান পরিচালনা করে ৩ হাজার ৩৭টি ইটভাটার থেকে ৭৭ কোটি ৬২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

‘অভিযান চালিয়ে ৯০৭টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ৮০ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।’ যোগ করেন শাহাব উদ্দিন।

গত রোববার (২৮ জানুয়ারী) সংবাদে অবৈধ ইটভাটা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয়। ‘সরকারি খাতায় অবৈধ ইটভাটা ৪ হাজার ৬৩৩’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়, পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে পরিচালিত ইটভাটার সংখ্যা ক্রমেই বাড়ছে।

‘জাতীয়’ : আরও খবর

» অর্থ আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

» ডিগ্রি নয়, অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগানোই গুরুত্বপূর্ণ: শিক্ষা উপদেষ্টা

» নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ হচ্ছে

» ৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা

» আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

» সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৬৪৫ ঘটনায় ‘সাম্প্রদায়িক উপাদান’ নেই ৫৭৪টিতে: প্রধান উপদেষ্টার দপ্তর

» ভোটের দোরগোড়ায় এসে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন, অভিযোগ পক্ষপাতেরও

» গণভোট দেশের স্বার্থে, দলের নয়: আসিফ নজরুল

সম্প্রতি