কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে হওয়া ১১ মামলার সবগুলোতে জামিন পেয়ে কারামুক্ত হলেন তিনি।
গতকাল সোমবার ঢাকা রেলওয়ে থানার সর্বশেষ এক মামলায় মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় তার এই জামিন মঞ্জুর করেন।
তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরি বলেন, মির্জা আব্বাস সব মামলায় জামিন পেয়েছেন। কারামুক্তিতে কোনো বাধা না থাকায় জামিননামা কারাগারে পৌঁছানোর পর তিনি কারামুক্ত হন।
কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কারাগার থেকে বের হয়েছেন মির্জা আব্বাস।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পরদিন ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে আটক ছিলেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের নামে পুলিশ কনস্টেবলকে হত্যা, অবৈধভাবে রাস্তায় জড়ো হওয়া, যানবাহন ভাঙচুর, দাঙ্গা, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পত্তির ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত করা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়।
এরআগে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রিয় কারাগার থেকে
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে হওয়া ১১ মামলার সবগুলোতে জামিন পেয়ে কারামুক্ত হলেন তিনি।
গতকাল সোমবার ঢাকা রেলওয়ে থানার সর্বশেষ এক মামলায় মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় তার এই জামিন মঞ্জুর করেন।
তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরি বলেন, মির্জা আব্বাস সব মামলায় জামিন পেয়েছেন। কারামুক্তিতে কোনো বাধা না থাকায় জামিননামা কারাগারে পৌঁছানোর পর তিনি কারামুক্ত হন।
কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কারাগার থেকে বের হয়েছেন মির্জা আব্বাস।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পরদিন ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে আটক ছিলেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের নামে পুলিশ কনস্টেবলকে হত্যা, অবৈধভাবে রাস্তায় জড়ো হওয়া, যানবাহন ভাঙচুর, দাঙ্গা, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পত্তির ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত করা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়।
এরআগে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রিয় কারাগার থেকে