জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন রাজনীতিকে দুভাগ করা হয়েছে, একটা ভাগ দেশ প্রেমিক অন্তবর্তীকালিন সরকারের হিসেবে আর একটা ভাগ দেশ প্রেমিক নয় দেশদ্রোহি তাদের হিসেবে। আমরা তাদের হিসাব মতো দেশ প্রেমিক হবার কথা আমরা আন্দোলনে ছিলাম আমাদের অনেক কর্মী জেল খেটেছে মামলা হয়েছে তাদের নামে। আমি নিজেও প্রতিদিন বক্তৃতা বিবৃতি দিয়েছি। সংসদে দিয়েছি যে ধরনের বক্তব্য দিয়েছি দেশের কোন লোক তা সাহস করেনি।
তিনি সোমবার রাতে রংপুর নগরীর নিউ সেনপাড়ায় তার পৈত্রিক বাস ভবন স্কাই ভিউতে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এ কথা বলেন।
জিএম কাদের বলেন আমার ধারনা অর্ন্তবর্তী কালিন সরকার ফাঁকা ফিল্ডে গোল দিতে চাচ্ছেন । এখন ওনারা অনেক কথা বলেন এটা জনগনের দাবি। জনগন তাদের বক্তব্য অনুযায়ী তাদের টা চায় ওনারা কিভাবে বুঝলেন ? জনগন কি চায় কি চায়না ওনারা এখনও নির্বাচন করেনি। এখনো জনমত যাচাই হয়নি। নির্বাচন ছাড়া জনমত যাচাইয়ের কোন অর্থ নাই। যারা করেন তারা সব সময় নিরপেক্ষ থাকতে পারেননা। কাজেই কোনঠাসা সেই অর্থে আমরা নেই। তিনি বলেন দেশের অর্ধেক লোকই যদি কোনঠাসা থাকে ফলশ্রæতি আর একদিকে করে আমরা মনে করিনা এটা বেশী দিন টিকবে। বর্তমান সরকার যদি সত্যিকার অর্থে আন্দোলনের সুফলকে জনগনের দোড় গড়ায় নিতে চান আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মদানের যদি সঠিক মুল্যায়ন করেন তাদের সঠিক ভাবে সম্মান প্রদর্শন করতে চান এ গুলো কাউকে কোন ঠাসা না করে অবাধ সুষ্ঠু অর্ন্তভুক্তিমুলক নির্বাচনের মাধ্যমে দেশে প্রতিনিধিদ্ব মুলক সরকার আসুক তাদের হাতেই দিয়ে দেয়া হোক সংস্কারের কাজ গুলো।
জিএম কাদের আরো বলেন বর্তমান সরকারের পক্ষে ওই ধরনের ঐক্যবদ্ধ ভাবে সংস্কার করা সম্ভব না। তারা কিছু সাজেশন দিয়ে যেতে পারেন রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে সেটা ঠিক করবেন। তাতে করে আমরা মনে করি তারা সংস্কারের প্রস্তাব দিয়ে চলে গেলে আমাদের সকলের জন্য ভালো হবে। আওয়ামী লীগ আর বিএনপি এ দুটো দলকে বাদ দিয়ে নির্বাচন করলে ভাল হবেনা। কারন এ দুটো দলের ভোটার সংখ্যা সবচেয়ে বেশী তাহলে দুদলের একটি দলকে বাদ দিলে অর্ন্তভুক্তি মুলক নির্বাচন হয়না। সেই নির্বাচনে জনগনের সত্যিকার প্রতিফলন আসেনা এটা হলো বাস্তবতা। এটাকে মেনে নিয়ে নির্বাচনে আসতে হবে।
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন রাজনীতিকে দুভাগ করা হয়েছে, একটা ভাগ দেশ প্রেমিক অন্তবর্তীকালিন সরকারের হিসেবে আর একটা ভাগ দেশ প্রেমিক নয় দেশদ্রোহি তাদের হিসেবে। আমরা তাদের হিসাব মতো দেশ প্রেমিক হবার কথা আমরা আন্দোলনে ছিলাম আমাদের অনেক কর্মী জেল খেটেছে মামলা হয়েছে তাদের নামে। আমি নিজেও প্রতিদিন বক্তৃতা বিবৃতি দিয়েছি। সংসদে দিয়েছি যে ধরনের বক্তব্য দিয়েছি দেশের কোন লোক তা সাহস করেনি।
তিনি সোমবার রাতে রংপুর নগরীর নিউ সেনপাড়ায় তার পৈত্রিক বাস ভবন স্কাই ভিউতে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এ কথা বলেন।
জিএম কাদের বলেন আমার ধারনা অর্ন্তবর্তী কালিন সরকার ফাঁকা ফিল্ডে গোল দিতে চাচ্ছেন । এখন ওনারা অনেক কথা বলেন এটা জনগনের দাবি। জনগন তাদের বক্তব্য অনুযায়ী তাদের টা চায় ওনারা কিভাবে বুঝলেন ? জনগন কি চায় কি চায়না ওনারা এখনও নির্বাচন করেনি। এখনো জনমত যাচাই হয়নি। নির্বাচন ছাড়া জনমত যাচাইয়ের কোন অর্থ নাই। যারা করেন তারা সব সময় নিরপেক্ষ থাকতে পারেননা। কাজেই কোনঠাসা সেই অর্থে আমরা নেই। তিনি বলেন দেশের অর্ধেক লোকই যদি কোনঠাসা থাকে ফলশ্রæতি আর একদিকে করে আমরা মনে করিনা এটা বেশী দিন টিকবে। বর্তমান সরকার যদি সত্যিকার অর্থে আন্দোলনের সুফলকে জনগনের দোড় গড়ায় নিতে চান আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মদানের যদি সঠিক মুল্যায়ন করেন তাদের সঠিক ভাবে সম্মান প্রদর্শন করতে চান এ গুলো কাউকে কোন ঠাসা না করে অবাধ সুষ্ঠু অর্ন্তভুক্তিমুলক নির্বাচনের মাধ্যমে দেশে প্রতিনিধিদ্ব মুলক সরকার আসুক তাদের হাতেই দিয়ে দেয়া হোক সংস্কারের কাজ গুলো।
জিএম কাদের আরো বলেন বর্তমান সরকারের পক্ষে ওই ধরনের ঐক্যবদ্ধ ভাবে সংস্কার করা সম্ভব না। তারা কিছু সাজেশন দিয়ে যেতে পারেন রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে সেটা ঠিক করবেন। তাতে করে আমরা মনে করি তারা সংস্কারের প্রস্তাব দিয়ে চলে গেলে আমাদের সকলের জন্য ভালো হবে। আওয়ামী লীগ আর বিএনপি এ দুটো দলকে বাদ দিয়ে নির্বাচন করলে ভাল হবেনা। কারন এ দুটো দলের ভোটার সংখ্যা সবচেয়ে বেশী তাহলে দুদলের একটি দলকে বাদ দিলে অর্ন্তভুক্তি মুলক নির্বাচন হয়না। সেই নির্বাচনে জনগনের সত্যিকার প্রতিফলন আসেনা এটা হলো বাস্তবতা। এটাকে মেনে নিয়ে নির্বাচনে আসতে হবে।