বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা জুলাই অভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলছেন, তারা মূলত স্বাধীনতা দিবসের গুরুত্ব খাটো করতে চান।
বুধবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ছাত্রদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে নতুন অনুভূতি পাওয়া গেছে। কিন্তু এটাকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলা ঠিক নয়। আজকের স্বাধীনতা দিবসই প্রমাণ করে, বাংলাদেশের স্বাধীনতা একটাই, দ্বিতীয় কোনো স্বাধীনতা নেই। যারা এমন কথা বলেন, তারা প্রকৃতপক্ষে স্বাধীনতা দিবসের গুরুত্বকে ছোট করতে চান।”
তিনি আরও বলেন, “আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্ম এটাকে রক্ষা করতে পারে। এজন্য মহান আল্লাহর কাছে আমরা দোয়া করছি।”
রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, দলীয় আদর্শের কারণে রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্ন হলেও জাতীয় স্বার্থে সবাই এক হতে পারে। তার ভাষায়, “বাংলার মানুষ যখন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দাঁড়াবে, তখন সবাই এক হয়ে যাবে। আদর্শগত পার্থক্য থাকলেও এটি অনৈক্য নয়, বরং স্বার্থের সংঘাত।”
এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়েছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে। বিএনপি এ নিয়ে আস্থা রাখলেও নির্বাচনের ব্যাপারে তাদের করণীয় সম্পর্কে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন, “সময় এলে দেখা যাবে তখন।”
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে