ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে সংসদীয় ১০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণার পর ঢাকার তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে সভা করবে দলটি। রোববার,(১২ অক্টোবর ২০২৫) এবি পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা সংস্কারপন্থিদের দল এবি পার্টি এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী দিতে যাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে গত বছর ২১ আগস্ট দলটিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন (ইসি); দেয়া হয় ‘ঈগল’ প্রতীক।
এবি পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির চেয়ার?ম্যান মজিবুর রহমান ভুঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন। দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি।
জামায়াতে ইসলামীর ‘সংস্কারপন্থিরা’ আলাদা প্ল্যাটফর্ম গঠনের এক বছর পর ২০২০ সালে এবি পার্টি গঠনের ঘোষণা দেন।
দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন এ এফ এম সোলায়মান চৌধুরী। ছাত্রজীবনে ইসলামী ছাত্র সংঘের পর জামায়াতের রাজনীতি করা সাবেক এ সচিব ২০০৭ সালে সরকারি চাকরি হতে অবসর নিয়ে জামায়াতের সঙ্গে যুক্ত হন। ২০১৯ সালে জামায়াত থেকে পদত্যাগ করেন তিনি।
গত বছর অক্টোবরে তিনি আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বরে তিনি দল থেকে পদত্যাগ করেন। তার দাবি, এবি পার্টি তার মূলনীতি থেকে সরে গেছে বলেই তিনি দল থেকে পদত্যাগ করেছেন। তিন দিনের মাথায় গত ২৮ সেপ্টেম্বর তিনি ফের জামায়াতে যোগ দেন।
আগামীকাল এবি পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের দুইজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়। তারা দীর্ঘ কার্যক্রম শেষে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করে। দলের কার্য নির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সে প্রতিবেদন মূল্যায়নের পর প্রথমপর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। তারই ধারাবাহিকতায় প্রাথমিক এ তালিকা ঘোষণা করা হচ্ছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১২ অক্টোবর ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে সংসদীয় ১০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণার পর ঢাকার তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে সভা করবে দলটি। রোববার,(১২ অক্টোবর ২০২৫) এবি পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা সংস্কারপন্থিদের দল এবি পার্টি এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী দিতে যাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে গত বছর ২১ আগস্ট দলটিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন (ইসি); দেয়া হয় ‘ঈগল’ প্রতীক।
এবি পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির চেয়ার?ম্যান মজিবুর রহমান ভুঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন। দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি।
জামায়াতে ইসলামীর ‘সংস্কারপন্থিরা’ আলাদা প্ল্যাটফর্ম গঠনের এক বছর পর ২০২০ সালে এবি পার্টি গঠনের ঘোষণা দেন।
দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন এ এফ এম সোলায়মান চৌধুরী। ছাত্রজীবনে ইসলামী ছাত্র সংঘের পর জামায়াতের রাজনীতি করা সাবেক এ সচিব ২০০৭ সালে সরকারি চাকরি হতে অবসর নিয়ে জামায়াতের সঙ্গে যুক্ত হন। ২০১৯ সালে জামায়াত থেকে পদত্যাগ করেন তিনি।
গত বছর অক্টোবরে তিনি আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বরে তিনি দল থেকে পদত্যাগ করেন। তার দাবি, এবি পার্টি তার মূলনীতি থেকে সরে গেছে বলেই তিনি দল থেকে পদত্যাগ করেছেন। তিন দিনের মাথায় গত ২৮ সেপ্টেম্বর তিনি ফের জামায়াতে যোগ দেন।
আগামীকাল এবি পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের দুইজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়। তারা দীর্ঘ কার্যক্রম শেষে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করে। দলের কার্য নির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সে প্রতিবেদন মূল্যায়নের পর প্রথমপর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। তারই ধারাবাহিকতায় প্রাথমিক এ তালিকা ঘোষণা করা হচ্ছে।