ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আহসান হাবিব ভূঁইয়াকে রাজধানীর বনানী থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নাকচ করে দিয়েছে আদালত। সোমবার, (১৩ অক্টোবর ২০২৫) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ওয়াহিদুজ্জামান আবেদনটি নাকচ করে দেন। এর আগে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় জামিন পান আহসান হাবিব। এ দুটির বাইরে আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ৪ অক্টোবর ভোরে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তারের পর ওইদিনই আহসান হাবিবকে কারাগারে পাঠানো হয়। পরের দিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর ৮ অক্টোবর তার জামিনের আদেশ হয়। জামিনের আদেশের পরই আহসান হাবিব ভূঁইয়াকে বনানী থানার আরেকটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন।
আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন সোমবার, ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। আহসান হাবিব ভূঁইয়ার আইনজীবী ওমর ফারুক দাবি করেন, তিনি একজন জুলাই যোদ্ধা।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আহসান হাবিব ভূঁইয়াকে রাজধানীর বনানী থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নাকচ করে দিয়েছে আদালত। সোমবার, (১৩ অক্টোবর ২০২৫) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ওয়াহিদুজ্জামান আবেদনটি নাকচ করে দেন। এর আগে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় জামিন পান আহসান হাবিব। এ দুটির বাইরে আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ৪ অক্টোবর ভোরে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তারের পর ওইদিনই আহসান হাবিবকে কারাগারে পাঠানো হয়। পরের দিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর ৮ অক্টোবর তার জামিনের আদেশ হয়। জামিনের আদেশের পরই আহসান হাবিব ভূঁইয়াকে বনানী থানার আরেকটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন।
আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন সোমবার, ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। আহসান হাবিব ভূঁইয়ার আইনজীবী ওমর ফারুক দাবি করেন, তিনি একজন জুলাই যোদ্ধা।