জুলাই সনদের ‘আইনি স্বীকৃতির জন্য’ গণভোটের আয়োজন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই করতে হবে- এমন দাবি তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার,(১৪ অক্টোবর ২০২৫) ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে এক মানববন্ধনে বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ দাবি জানান।
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার, ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করে ইসলামী আন্দোলন। এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা মতিঝিলের শাপলা চত্বরে ছিলেন।
গাজী আতাউর রহমান মতিঝিলের মানববন্ধন থেকে বলেন, ‘নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ না হলে জুলাই সনদ গুরুত্বহীন হয়ে যাবে। জাতীয় নির্বাচনটাও সংকটাপন্ন হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে।’ নির্বাচন কমিশন একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, অতীতের নির্বাচন কমিশনগুলোর মতো এ নির্বাচন কমিশনও একটি দলকে ক্ষমতায় নেয়ার জন্য মেকানিজম করছে।’ গাজী আতাউর বলেন, ‘সব রাজনৈতিক দল জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে। সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না, মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না।’ পিআর পদ্ধতির আলোকে নির্বাচন হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা জনগণের দাবি। ইসলামী আন্দোলনের দাবি।’
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
জুলাই সনদের ‘আইনি স্বীকৃতির জন্য’ গণভোটের আয়োজন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই করতে হবে- এমন দাবি তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার,(১৪ অক্টোবর ২০২৫) ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে এক মানববন্ধনে বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ দাবি জানান।
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার, ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করে ইসলামী আন্দোলন। এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা মতিঝিলের শাপলা চত্বরে ছিলেন।
গাজী আতাউর রহমান মতিঝিলের মানববন্ধন থেকে বলেন, ‘নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ না হলে জুলাই সনদ গুরুত্বহীন হয়ে যাবে। জাতীয় নির্বাচনটাও সংকটাপন্ন হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে।’ নির্বাচন কমিশন একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, অতীতের নির্বাচন কমিশনগুলোর মতো এ নির্বাচন কমিশনও একটি দলকে ক্ষমতায় নেয়ার জন্য মেকানিজম করছে।’ গাজী আতাউর বলেন, ‘সব রাজনৈতিক দল জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে। সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না, মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না।’ পিআর পদ্ধতির আলোকে নির্বাচন হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা জনগণের দাবি। ইসলামী আন্দোলনের দাবি।’