ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়নে দেরি হলে দেশে রাজনৈতিক সংকটের ‘আশঙ্কা’ দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার, (১৭ অক্টোবর ২০২৫) জুলাই জাতীয় সনদ সই হওয়ার প্রতিক্রিয়ায় জামায়াতের নেতাদের তরফে এমন প্রতিক্রিয়া আসে।
জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমরা সনদের বাইরে অন্য কিছু চিন্তা করছি না। এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা যেতে চাই। আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট আগেই হতে হবে এবং এটাই বাস্তবায়ন হবে।”
তিনি বলেন, “আমি মনে করি, আজ দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন, ইতিহাসে এটা লেখা থাকবে। কারণ দীর্ঘ ৫৪ বছরের যে রাজনৈতিক চরিত্র ছিল, আমাদের এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে একটা ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।”
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি তুলে ধরে জামায়াতের এ নেতা বলেন, “বিলম্ব হলে অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি হবে। পাশাপাশি নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। জুলাই সনদের সঙ্গে জামায়াত একমত। তবে এর আইনিভিত্তি এখনও বাকি রয়েছে। সনদের সঙ্গে একমত বোঝাতেই আইনি ভিত্তির আগে তাতে সই করা হয়েছে।”
তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রেখেছি। তিনি তার কথা রাখবেন বলে আশা করছি। এই সরকার দেশের নতুন সংকটের ক্ষেত্রে যেন কোনো হেজিমনি তৈরি না করে।”
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে দেরি হলে দেশে রাজনৈতিক সংকটের ‘আশঙ্কা’ দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার, (১৭ অক্টোবর ২০২৫) জুলাই জাতীয় সনদ সই হওয়ার প্রতিক্রিয়ায় জামায়াতের নেতাদের তরফে এমন প্রতিক্রিয়া আসে।
জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমরা সনদের বাইরে অন্য কিছু চিন্তা করছি না। এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা যেতে চাই। আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট আগেই হতে হবে এবং এটাই বাস্তবায়ন হবে।”
তিনি বলেন, “আমি মনে করি, আজ দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন, ইতিহাসে এটা লেখা থাকবে। কারণ দীর্ঘ ৫৪ বছরের যে রাজনৈতিক চরিত্র ছিল, আমাদের এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে একটা ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।”
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি তুলে ধরে জামায়াতের এ নেতা বলেন, “বিলম্ব হলে অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি হবে। পাশাপাশি নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। জুলাই সনদের সঙ্গে জামায়াত একমত। তবে এর আইনিভিত্তি এখনও বাকি রয়েছে। সনদের সঙ্গে একমত বোঝাতেই আইনি ভিত্তির আগে তাতে সই করা হয়েছে।”
তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রেখেছি। তিনি তার কথা রাখবেন বলে আশা করছি। এই সরকার দেশের নতুন সংকটের ক্ষেত্রে যেন কোনো হেজিমনি তৈরি না করে।”