সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে নেতাকর্মীদের একাংশ মশাল মিছিল ও মানববন্ধন করেছেন। শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। তারা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও মনোনয়ন বঞ্চিত আজাদ হোসেনের সমর্থক।
সম্প্রতি বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে সিরাজগঞ্জ-৪ আসনে সাবেক সংসদ সদস্য এম আকবর আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পর থেকেই আজাদ হোসেনের সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিপলু, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া, জেলা যুবদল নেতা আকরাম হোসেন ওয়ারেস এবং উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন আমিন।
উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, “আজাদ হোসেনসহ অন্যান্য প্রার্থীরা দীর্ঘ ১৬ বছর মাঠে থেকে রাজনীতি করেছেন। আজাদ হোসেনের বিরুদ্ধে এই সময় ৪১টি মামলা হয়েছে, তিনি বহুবার জেল খেটেছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকায় জনপ্রিয়তায় তিনি সবার শীর্ষে। তাই তাঁকে বা ত্যাগী অন্য কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি করছি।”
উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন আমিন বলেন, “নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে উল্লাপাড়ার রাজনীতি সক্রিয় রেখেছেন। কিন্তু ত্যাগী কোনো নেতা মনোনয়ন না পাওয়ায় এখন সবাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এখানে অন্য কাউকে মনোনয়নের দাবি জানাই।”
একই দাবি করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেসাদ করিম নয়ন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মন্তাজ আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু।
উপজেলা তাঁতী দলের সভাপতি ইউসুফ আলী বলেন, “যিনি মনোনয়ন পেয়েছেন তিনি এখনো তাঁতী দলকে নির্বাচনি মাঠে নামার আহ্বান জানাননি। কারণ, তিনি গত ১৬ বছর মাঠে ছিলেন না। তাই ত্যাগী নেতাকর্মীদের তিনি চেনেন না। এ জন্য তাঁতী দলের পক্ষ থেকেও প্রার্থী পরিবর্তনের দাবি জানাই।”
বিএনপি নেতা আজাদ হোসেন বলেন, “১৬ বছর মাঠ থেকে দূরে থাকা একজনকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা হতাশ। এই আসনে জিততে হলে অবশ্যই প্রার্থী পরিবর্তন করতে হবে।”
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে নেতাকর্মীদের একাংশ মশাল মিছিল ও মানববন্ধন করেছেন। শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। তারা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও মনোনয়ন বঞ্চিত আজাদ হোসেনের সমর্থক।
সম্প্রতি বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে সিরাজগঞ্জ-৪ আসনে সাবেক সংসদ সদস্য এম আকবর আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পর থেকেই আজাদ হোসেনের সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিপলু, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া, জেলা যুবদল নেতা আকরাম হোসেন ওয়ারেস এবং উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন আমিন।
উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, “আজাদ হোসেনসহ অন্যান্য প্রার্থীরা দীর্ঘ ১৬ বছর মাঠে থেকে রাজনীতি করেছেন। আজাদ হোসেনের বিরুদ্ধে এই সময় ৪১টি মামলা হয়েছে, তিনি বহুবার জেল খেটেছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকায় জনপ্রিয়তায় তিনি সবার শীর্ষে। তাই তাঁকে বা ত্যাগী অন্য কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি করছি।”
উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন আমিন বলেন, “নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে উল্লাপাড়ার রাজনীতি সক্রিয় রেখেছেন। কিন্তু ত্যাগী কোনো নেতা মনোনয়ন না পাওয়ায় এখন সবাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এখানে অন্য কাউকে মনোনয়নের দাবি জানাই।”
একই দাবি করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেসাদ করিম নয়ন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মন্তাজ আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু।
উপজেলা তাঁতী দলের সভাপতি ইউসুফ আলী বলেন, “যিনি মনোনয়ন পেয়েছেন তিনি এখনো তাঁতী দলকে নির্বাচনি মাঠে নামার আহ্বান জানাননি। কারণ, তিনি গত ১৬ বছর মাঠে ছিলেন না। তাই ত্যাগী নেতাকর্মীদের তিনি চেনেন না। এ জন্য তাঁতী দলের পক্ষ থেকেও প্রার্থী পরিবর্তনের দাবি জানাই।”
বিএনপি নেতা আজাদ হোসেন বলেন, “১৬ বছর মাঠ থেকে দূরে থাকা একজনকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা হতাশ। এই আসনে জিততে হলে অবশ্যই প্রার্থী পরিবর্তন করতে হবে।”