image

ডাচদের হারিয়ে শিরোপার মঞ্চে ইংলিশরা

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
সংবাদ স্পোর্টস ডেস্ক

ইউরোর সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ২–১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বুধবার রাতে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে শুরুতেই পিছিয়ে পড়েছিলো ইংল্যান্ড।

৭ মিনিটে শাভি সিমন্সের গোলে পিছিয়ে পড়ার পর ১৮ মিনিটে সমতায় ফেরান হ্যারি কেইন। আর শেষ মুহুর্তে যখন অতিরিক্ত সময়ের প্রস্তুতি চলছিলো তখন ইংলিশদের উচ্ছ্বাসে ভাসান ওয়াটকিন্স।

এ জয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে গেল ইংল্যান্ড। আগের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল গ্যারেথ সাউথগেটের দল। এবার সেই যন্ত্রণা ভোলার সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। আগামী রবিবার রাতে বার্লিনের ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি