প্রত্যাশিতভাবেই দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে মাত্র ৫২ রানে অলআউট করে দিয়ে ৫ উইকেট ও ৪০ বল হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে তারা।
আজ মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট হারাতে থাকে নেপাল। ৩০ রানের মধ্যেই ৫ উইকেট হারায় তারা, যার মধ্যে ছিল দলের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ক পূজা মাহোতার উইকেট।
নেপালকে বিশ্বকাপে আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পূজা। বিশ্বকাপ বাছাইপর্বে তিনি খেলেছিলেন ৬৯ বলে ১৩০ রানের বিধ্বংসী ইনিংস। এছাড়া সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলে দলকে ঐতিহাসিক জয় এনে দেন। কিন্তু আজ রানআউট হয়ে ফিরলে নেপালের ব্যাটিং একেবারেই ভেঙে পড়ে।
বাংলাদেশের হয়ে জান্নাতুল মাওয়া ২টি উইকেট নেন, আর নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত আনিসা ১টি করে উইকেট শিকার করেন।
৫৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুতে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। ১১ রানের মধ্যেই ৩ উইকেট হারালেও সাদিয়া ইসলামের ১৬ ও অধিনায়ক সুমাইয়া আক্তারের ১২ রান দলকে জয়ের পথ দেখায়। যদিও দুজনের কেউই ম্যাচ শেষ করতে পারেননি, তবে দল জয় তুলে নিতে সমস্যা হয়নি।
বাংলাদেশের মেয়েরা বেশ কিছুদিন ধরেই দারুণ ফর্মে আছে। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনাল খেলেছে দলটি। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়েছে তারা।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা নেপালের বিপক্ষে সহজ জয় প্রত্যাশিতই ছিল বাংলাদেশের জন্য। এশিয়া কাপের সেমিফাইনালেও নেপালকে হারিয়েছিল তারা। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখে শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
প্রত্যাশিতভাবেই দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে মাত্র ৫২ রানে অলআউট করে দিয়ে ৫ উইকেট ও ৪০ বল হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে তারা।
আজ মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট হারাতে থাকে নেপাল। ৩০ রানের মধ্যেই ৫ উইকেট হারায় তারা, যার মধ্যে ছিল দলের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ক পূজা মাহোতার উইকেট।
নেপালকে বিশ্বকাপে আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পূজা। বিশ্বকাপ বাছাইপর্বে তিনি খেলেছিলেন ৬৯ বলে ১৩০ রানের বিধ্বংসী ইনিংস। এছাড়া সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলে দলকে ঐতিহাসিক জয় এনে দেন। কিন্তু আজ রানআউট হয়ে ফিরলে নেপালের ব্যাটিং একেবারেই ভেঙে পড়ে।
বাংলাদেশের হয়ে জান্নাতুল মাওয়া ২টি উইকেট নেন, আর নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত আনিসা ১টি করে উইকেট শিকার করেন।
৫৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুতে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। ১১ রানের মধ্যেই ৩ উইকেট হারালেও সাদিয়া ইসলামের ১৬ ও অধিনায়ক সুমাইয়া আক্তারের ১২ রান দলকে জয়ের পথ দেখায়। যদিও দুজনের কেউই ম্যাচ শেষ করতে পারেননি, তবে দল জয় তুলে নিতে সমস্যা হয়নি।
বাংলাদেশের মেয়েরা বেশ কিছুদিন ধরেই দারুণ ফর্মে আছে। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনাল খেলেছে দলটি। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়েছে তারা।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা নেপালের বিপক্ষে সহজ জয় প্রত্যাশিতই ছিল বাংলাদেশের জন্য। এশিয়া কাপের সেমিফাইনালেও নেপালকে হারিয়েছিল তারা। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখে শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।