সার্চ কমিটির সুপারিশের মাধ্যমে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ১৪ নভেম্বর ৯টি ফেডারেশনের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা হয়। এরপর গত মাসে সাতটি ফেডারেশনের পর বৃহস্পতিবার আরও পাঁচটি ফেডারেশনে নতুন কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন ঘোষিত পাঁচ ফেডারেশনের কমিটির মধ্যে যাচ্ছে তাই অবস্থা কুস্তিতে। শক্তির খেলা কুস্তিতে শক্তিমান কুস্তিগীরের সংখ্যাই তলানিতে। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন কুস্তিগীররা। সাবেক সাধারন সম্পাদক তাবিউর রহমান পালোয়ান দীর্ঘ দিন পদ আকড়ে থাকলেও দেশের অন্যতম একজন কিংবদন্তি কুস্তিগীর ছিলেন। সাবেক যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদও একজন ভালোমানের কুস্তিগীর ছিলেন। সাবেক কুস্তিগীর আবদুল মুবিন ফাইটারকেও রাখা হয়নি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাবেক স্বর্ণজয়ী কুস্তিগীর শিরিন সুলতানা। তার কথা, ‘ঘোষিত ১৯ সদস্যের কমিটিতে মাত্র দুজন কুস্তিগীরকে রাখা হয়েছে। এর মধ্যে একজন আমি ও অন্যজন ফারুক উদ্দিন আহমেদ। কুস্তির মতো একটি খেলায় এমন প্রহসনের কমিটি না করলেও পারতো জাতীয় ক্রীড়া পরিষদ।’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
সার্চ কমিটির সুপারিশের মাধ্যমে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ১৪ নভেম্বর ৯টি ফেডারেশনের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা হয়। এরপর গত মাসে সাতটি ফেডারেশনের পর বৃহস্পতিবার আরও পাঁচটি ফেডারেশনে নতুন কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন ঘোষিত পাঁচ ফেডারেশনের কমিটির মধ্যে যাচ্ছে তাই অবস্থা কুস্তিতে। শক্তির খেলা কুস্তিতে শক্তিমান কুস্তিগীরের সংখ্যাই তলানিতে। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন কুস্তিগীররা। সাবেক সাধারন সম্পাদক তাবিউর রহমান পালোয়ান দীর্ঘ দিন পদ আকড়ে থাকলেও দেশের অন্যতম একজন কিংবদন্তি কুস্তিগীর ছিলেন। সাবেক যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদও একজন ভালোমানের কুস্তিগীর ছিলেন। সাবেক কুস্তিগীর আবদুল মুবিন ফাইটারকেও রাখা হয়নি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাবেক স্বর্ণজয়ী কুস্তিগীর শিরিন সুলতানা। তার কথা, ‘ঘোষিত ১৯ সদস্যের কমিটিতে মাত্র দুজন কুস্তিগীরকে রাখা হয়েছে। এর মধ্যে একজন আমি ও অন্যজন ফারুক উদ্দিন আহমেদ। কুস্তির মতো একটি খেলায় এমন প্রহসনের কমিটি না করলেও পারতো জাতীয় ক্রীড়া পরিষদ।’