রুদ্ধশ্বাস কোয়র্টার ফাইনালে হারলেও চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের টিকেট পেয়ে গেল প্যারিসের ক্লাব পিএসজি। গত মঙ্গলবার শেষ আটের ফিরতি লেগে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলা ৩-২ গোলে জিতেও হতাশা সঙ্গী হয়। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে টুর্নামেন্টে টিকে রইলো পিএসজি, প্রথম লেগে ৩-১ গোলে জিতেছিল তারা।
আশরাফ হাকিমি ও নুনো মেন্দেসের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর লড়াইয়ে ফিরতে থাকে ভিলা। ইউরি টিয়েলেমান্স ব্যবধান কমানোর পর, দ্বিতীয়ার্ধের শুরুতে জন ম্যাকগিন ও কন্সার গোলে ফিকে হয়ে যাওয়া আশা জাগায় হোম টিম। অনেকগুলো পরিষ্কার সুযোগ নষ্ট করে স্বপ্নটাকে যদিও সত্যি করতে পারেনি উনাই এমেরির ভিলা।
ম্যাচ হেরেও সেমিতে যেতে পারে তারা গোলকিপার জানলুইজি দোন্নারুম্মার বীরত্ব ও রক্ষণভাগের পারফরম্যান্সে। তবে এই ম্যাচ হেরে গেলেও তৃপ্তির কমতি নেই লুইস এনরিকের। পিএসজি কোচের চোখে, বিশ্বের সেরা স্কোয়াড তাদেরই।
চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার-ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ চারে পৌঁছে যায় পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলে জয়ী দল গত মঙ্গলবার দ্বিতীয় লেগে অ্যাস্টন ভিলার মাঠে ২৭ মিনিটের মধ্যে গোল করে আরও দুটি। একতরফা সমাপ্তির অপেক্ষাই ছিল তখন। তবে হারার আগে হার মানতে চায়নি অ্যাস্টন ভিলা।
সারাদেশ: খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করলো বাংলালিংকের প্রধান নির্বাহী
বিজ্ঞান ও প্রযুক্তি: নগদের মাধ্যমে মেট্রোরেলের কার্ড রিচার্জ সুবিধা
বিজ্ঞান ও প্রযুক্তি: ২০২৫ সালে পছন্দের তালিকায় ইনফিনিক্সের যেসব স্মার্টফোন
সারাদেশ: বরুড়ায় কৃষি উপকরণ বিতরণ