গোলশূন্য ড্র ম্যাচের সবচেয়ে উত্তেজনাময় মুহূর্তটি এলো দ্বিতীয়ার্ধে। দর্শকের তুমুল উল্লাসের মধ্যে মাঠে নামলেন নেইমার। চোট জর্জরিত ক্যারিয়ারে আরেক দফা প্রত্যাবর্তণ! পাঁচ সপ্তাহ পর নেমে কিছু ঝলক দেখানো ছাড়া অবশ্য তেমন কিছু করতে পারলেন না তিনি। পরে টাইব্রেকারে হেরে থেকে ছিটকে গেল তার দল স্যান্তোস।
কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডে সিআরবি ও স্যান্তোসের প্রথম লীগ ড্র হয়েছিল ১-১ গোলে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় লেগে গোল করতে পারেনি কোনো দলই। টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে যায় সিআরবি। ইংল্যান্ডের এফএ কাপ, স্পেনের কোপা দেল রের মতো আসর এই কোপা দো ব্রাজিল। ৯২ দলের আসরটি হয়ে থাকে নকআউট ভিত্তিতে।
গত ১৬ এপ্রিল ব্রাজিলিয়ান লেগে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে চোটে পড়েন নেইমার। স্যান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে তার শততম ম্যাচ ছিল সেটি। কিন্তু মাইলফলকের ম্যাচে প্রথমার্ধেই উরুর চোটে পড়ে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন।
সেই চোট কাটিয়ে ফেরার ম্যাচে নেইমার মাঠে নামার আগে প্রথমার্ধে লড়াই হয় সমানতালে। দুই দলই দুটি করে সুবর্ণ সুযোগ হারায়। দ্বিতীয়ার্ধের ২০ মিনিট পর নেইমারকে মাঠে নামান কোচ। ১২ বছর পর কোপা দো ব্রাজিলে খেলতে নামলেন ৩৩ বছর বয়সী তারকা।
শুক্রবার, ২৩ মে ২০২৫
গোলশূন্য ড্র ম্যাচের সবচেয়ে উত্তেজনাময় মুহূর্তটি এলো দ্বিতীয়ার্ধে। দর্শকের তুমুল উল্লাসের মধ্যে মাঠে নামলেন নেইমার। চোট জর্জরিত ক্যারিয়ারে আরেক দফা প্রত্যাবর্তণ! পাঁচ সপ্তাহ পর নেমে কিছু ঝলক দেখানো ছাড়া অবশ্য তেমন কিছু করতে পারলেন না তিনি। পরে টাইব্রেকারে হেরে থেকে ছিটকে গেল তার দল স্যান্তোস।
কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডে সিআরবি ও স্যান্তোসের প্রথম লীগ ড্র হয়েছিল ১-১ গোলে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় লেগে গোল করতে পারেনি কোনো দলই। টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে যায় সিআরবি। ইংল্যান্ডের এফএ কাপ, স্পেনের কোপা দেল রের মতো আসর এই কোপা দো ব্রাজিল। ৯২ দলের আসরটি হয়ে থাকে নকআউট ভিত্তিতে।
গত ১৬ এপ্রিল ব্রাজিলিয়ান লেগে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে চোটে পড়েন নেইমার। স্যান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে তার শততম ম্যাচ ছিল সেটি। কিন্তু মাইলফলকের ম্যাচে প্রথমার্ধেই উরুর চোটে পড়ে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন।
সেই চোট কাটিয়ে ফেরার ম্যাচে নেইমার মাঠে নামার আগে প্রথমার্ধে লড়াই হয় সমানতালে। দুই দলই দুটি করে সুবর্ণ সুযোগ হারায়। দ্বিতীয়ার্ধের ২০ মিনিট পর নেইমারকে মাঠে নামান কোচ। ১২ বছর পর কোপা দো ব্রাজিলে খেলতে নামলেন ৩৩ বছর বয়সী তারকা।