শনিবার সোসিয়াদাদ ম্যাচ দিয়ে রেয়াল মাদ্রিদ কোচ হিসেবে পথচলা থামবে আনচেলত্তির। এরপর তিনি নেবেন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব। তার জায়গায় আসবেন এই মৌসুম দিয়ে বায়ার লেভারকুজেনের কোচের দায়িত্ব ছেড়ে দেয়া রেয়ালের সাবেক মিডফিল্ডার আলোন্সো।
তার নাম উচ্চারণ না করেই সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো, রেয়ালের ভবিষ্যৎ কোচদের জন্য কী থাকবে আনচেলত্তির পরামর্শ উত্তর দিতে গিয়েই যাকে এক সময়ে কোচিং করিয়েছেন, তার নাম সামনে আনলেন ইতালিয়ান কোচ।
শুক্রবার, ২৩ মে ২০২৫
শনিবার সোসিয়াদাদ ম্যাচ দিয়ে রেয়াল মাদ্রিদ কোচ হিসেবে পথচলা থামবে আনচেলত্তির। এরপর তিনি নেবেন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব। তার জায়গায় আসবেন এই মৌসুম দিয়ে বায়ার লেভারকুজেনের কোচের দায়িত্ব ছেড়ে দেয়া রেয়ালের সাবেক মিডফিল্ডার আলোন্সো।
তার নাম উচ্চারণ না করেই সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো, রেয়ালের ভবিষ্যৎ কোচদের জন্য কী থাকবে আনচেলত্তির পরামর্শ উত্তর দিতে গিয়েই যাকে এক সময়ে কোচিং করিয়েছেন, তার নাম সামনে আনলেন ইতালিয়ান কোচ।