পাইলটকে সংবর্ধনা
বিসিবির নবনির্বাচিত পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে সংর্বধনা দিয়েছে ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী। গতকাল শুক্রবার বিকেলে বিভাগীয় স্টেডিয়ামে এই সংবর্র্ধনা অনুষ্ঠিত হয়। এসময় বিসিবি’র পরিচালক ও হাই পারফমেন্সর চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটকে ফুলের মালা দিয়ে বরণ করেন রাজশাহীর সাবেক সিনিয়র ক্রিকেটার রইসউদ্দিন বাবু ও মাহবুব জামান ভুলু। এছাড়া খালেদ মাসুদ পাইলটের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী (এফসিআর) এর নেতারা। এছাড়াও সোনালী অতীত ক্লাবের নেতারা, রাজশাহী বিভাগীয় খেলোয়াড়রা, রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্সকর্মী, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মুসফিক রহমান বাবু, সাইফুল্লাহ খান জেমসহ স্থানীয় বিভিন্ন ক্লাব।
অনুষ্ঠানে পাইলট বলেন, আমি ৩নং ক্যাটাগরি থেকে পরিচালক হয়েছি। আমি সারা দেশের হয়ে কাজ করতে চাই। দেশের ক্রিকেটর উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন তা করার চেষ্টা করে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পরি।
পাইলটকে সংবর্ধনা
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
বিসিবির নবনির্বাচিত পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে সংর্বধনা দিয়েছে ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী। গতকাল শুক্রবার বিকেলে বিভাগীয় স্টেডিয়ামে এই সংবর্র্ধনা অনুষ্ঠিত হয়। এসময় বিসিবি’র পরিচালক ও হাই পারফমেন্সর চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটকে ফুলের মালা দিয়ে বরণ করেন রাজশাহীর সাবেক সিনিয়র ক্রিকেটার রইসউদ্দিন বাবু ও মাহবুব জামান ভুলু। এছাড়া খালেদ মাসুদ পাইলটের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী (এফসিআর) এর নেতারা। এছাড়াও সোনালী অতীত ক্লাবের নেতারা, রাজশাহী বিভাগীয় খেলোয়াড়রা, রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্সকর্মী, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মুসফিক রহমান বাবু, সাইফুল্লাহ খান জেমসহ স্থানীয় বিভিন্ন ক্লাব।
অনুষ্ঠানে পাইলট বলেন, আমি ৩নং ক্যাটাগরি থেকে পরিচালক হয়েছি। আমি সারা দেশের হয়ে কাজ করতে চাই। দেশের ক্রিকেটর উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন তা করার চেষ্টা করে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পরি।