জার্মানির জয়োল্লাস
চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপ বাছাইপর্বে লুক্সেমবার্গকে জসুয়া কিমিচের জোড়া গোলে ৪-০ তে বিধ্বস্ত করেছে। দিনের আরেক ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।
এই জয়ে গোল ব্যবধানে স্লোভাকিয়া ও নর্দান আয়ারল্যান্ডকে পিছনে ফেলে গ্রুপ-এ’র শীর্ষস্থান দখল করেছে জার্মানি।
বাছাইপর্বে এর আগে দুই ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ঘরের মাঠে ৩-১ গোলে পরাজিত করলেও স্লোভাকিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথম ২-০ গোলে পরাজিত হয়েছিল জার্মানি।
গতকাল শুক্রবার নিজেদের মাঠে ডেভিড রমের ১২ মিনিটের গোলে এগিয়ে যায় জার্মানি। ২১ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক কিমিচ। ৪৮ মিনিটে সার্জি গ্যানাব্রির গোলে ব্যবধান ৩-০’তে দাঁড়ায়। দুই মিনিট পর পোস্টের খুব কাছে থেকে নিজের দ্বিতীয় গোল করেন কিমিচ।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি।
ম্যাচের ২০ মিনিটে বক্সের ভিতর ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবলের কারণে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ড্রিক কার্লসন । তারপর থেকে ১০ জনের দলে পরিণত হওয়া লুক্সেমবার্গের পক্ষে জার্মানদের আক্রমণ প্রতিরোধ করা অসম্ভব হয়ে যায়।
আজারবাইজানকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পাওয়ার আরও কাছে পৌঁছে গেল দিদিয়ে দেশ্যমের দল।
প্যারিসে গতকাল শুক্রবার রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৩ গোলে জিতেছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।
প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে ফরাসিদের এগিয়ে দেন এমবাপ্পে। রেয়াল মাদ্রিদ ও দেশের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এটি তার এ মৌসুমে ১০ম গোল। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি। জাতীয় দলের হয়ে তার গোল হলো ৫৩টি। ৫৭ গোল নিয়ে চূড়ায় আছেন জিরুদ।
জয়ের আনন্দের মাঝে দেশমের জন্য কিছুটা অস্বস্তির কাঁটা হয়ে এসেছে এমবাপ্পের সম্ভাব্য চোট। শেষ দিকে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন রেয়াল মাদ্রিদ তারকা। তার বদলী নেমেই গোল করেন তোভা। অন্য গোলদাতা আদ্রিও রাবিও।
এই জয়ে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে পূর্ণ ৯ পয়েন্টসহ ডি-গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। আগামীকাল আইসল্যান্ডকে হারাতে পারলে লেস ব্লুজদের আগামী বছর বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে। তিন ম্যাচের তিনটিতেই জয়ী হলেও দেশ্যম মাটিতেই পা রাখতে চান। তার মতে, এর থেকেও ভালো খেলার সক্ষমতা আমাদের রয়েছে। সোমবার (আগামীকাল) একটি ভিন্ন দিন, একটি ভিন্ন প্রতিপক্ষ। আরো একটি নতুন দিনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।
এদিকে ১৯৮৬ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের স্বপ্ন দেখতে থাকা নর্দান আয়ারল্যান্ড গতকাল শুক্রবার ২-০ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে নিজেদের আশা টিকিয়ে রেখেছে। প্যাট্রিক হোরোসোভস্কির আত্মঘাতী গোলের পর ট্রাই হামের দুর্দান্ত ভলিতে উইন্সডর পার্কে ম্যাচ শেষের ৯ মিনিট আগে নর্দান আয়ারল্যান্ডের জয় নিশ্চিত হয়।
পাঁচ পয়েন্ট পিছিয়ে এই গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেন উত্তেজনাপূর্ণ ম্যাচে আইসল্যান্ডকে ৫-৩ গোলে পরাজিত করেছে।
সুইডেনকে ২-০ গোলে পরাজিত করে বি-গ্রুপের শীর্ষস্থান মজবুত করেছে সুইজারল্যান্ড।
জার্মানির জয়োল্লাস
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপ বাছাইপর্বে লুক্সেমবার্গকে জসুয়া কিমিচের জোড়া গোলে ৪-০ তে বিধ্বস্ত করেছে। দিনের আরেক ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।
এই জয়ে গোল ব্যবধানে স্লোভাকিয়া ও নর্দান আয়ারল্যান্ডকে পিছনে ফেলে গ্রুপ-এ’র শীর্ষস্থান দখল করেছে জার্মানি।
বাছাইপর্বে এর আগে দুই ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ঘরের মাঠে ৩-১ গোলে পরাজিত করলেও স্লোভাকিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথম ২-০ গোলে পরাজিত হয়েছিল জার্মানি।
গতকাল শুক্রবার নিজেদের মাঠে ডেভিড রমের ১২ মিনিটের গোলে এগিয়ে যায় জার্মানি। ২১ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক কিমিচ। ৪৮ মিনিটে সার্জি গ্যানাব্রির গোলে ব্যবধান ৩-০’তে দাঁড়ায়। দুই মিনিট পর পোস্টের খুব কাছে থেকে নিজের দ্বিতীয় গোল করেন কিমিচ।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি।
ম্যাচের ২০ মিনিটে বক্সের ভিতর ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবলের কারণে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ড্রিক কার্লসন । তারপর থেকে ১০ জনের দলে পরিণত হওয়া লুক্সেমবার্গের পক্ষে জার্মানদের আক্রমণ প্রতিরোধ করা অসম্ভব হয়ে যায়।
আজারবাইজানকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পাওয়ার আরও কাছে পৌঁছে গেল দিদিয়ে দেশ্যমের দল।
প্যারিসে গতকাল শুক্রবার রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৩ গোলে জিতেছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।
প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে ফরাসিদের এগিয়ে দেন এমবাপ্পে। রেয়াল মাদ্রিদ ও দেশের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এটি তার এ মৌসুমে ১০ম গোল। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি। জাতীয় দলের হয়ে তার গোল হলো ৫৩টি। ৫৭ গোল নিয়ে চূড়ায় আছেন জিরুদ।
জয়ের আনন্দের মাঝে দেশমের জন্য কিছুটা অস্বস্তির কাঁটা হয়ে এসেছে এমবাপ্পের সম্ভাব্য চোট। শেষ দিকে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন রেয়াল মাদ্রিদ তারকা। তার বদলী নেমেই গোল করেন তোভা। অন্য গোলদাতা আদ্রিও রাবিও।
এই জয়ে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে পূর্ণ ৯ পয়েন্টসহ ডি-গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। আগামীকাল আইসল্যান্ডকে হারাতে পারলে লেস ব্লুজদের আগামী বছর বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে। তিন ম্যাচের তিনটিতেই জয়ী হলেও দেশ্যম মাটিতেই পা রাখতে চান। তার মতে, এর থেকেও ভালো খেলার সক্ষমতা আমাদের রয়েছে। সোমবার (আগামীকাল) একটি ভিন্ন দিন, একটি ভিন্ন প্রতিপক্ষ। আরো একটি নতুন দিনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।
এদিকে ১৯৮৬ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের স্বপ্ন দেখতে থাকা নর্দান আয়ারল্যান্ড গতকাল শুক্রবার ২-০ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে নিজেদের আশা টিকিয়ে রেখেছে। প্যাট্রিক হোরোসোভস্কির আত্মঘাতী গোলের পর ট্রাই হামের দুর্দান্ত ভলিতে উইন্সডর পার্কে ম্যাচ শেষের ৯ মিনিট আগে নর্দান আয়ারল্যান্ডের জয় নিশ্চিত হয়।
পাঁচ পয়েন্ট পিছিয়ে এই গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেন উত্তেজনাপূর্ণ ম্যাচে আইসল্যান্ডকে ৫-৩ গোলে পরাজিত করেছে।
সুইডেনকে ২-০ গোলে পরাজিত করে বি-গ্রুপের শীর্ষস্থান মজবুত করেছে সুইজারল্যান্ড।