অ-১৭ নারী এশিয়ান কাপ বাছাই
জর্ডানে বাংলাদেশের মেয়েদের অনুশীলন
দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আগেই জর্ডানে পৌঁছেছেন বাংলাদেশের মেয়েরা। এবার তাদের মূল লড়াই শুরু। এএফসি অ-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে ময়দানী লড়াইয়ে আজ মাঠে নামবেন কোচ সাইফুল বারীর শিষ্যরা। প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। আকাবা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
এই টুর্নামেন্টের কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। এইচ-গ্রুপে স্বাগতিক দেশ ছাড়াও লাল সবুজের মেয়েদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। তারপরও অর্পিতাদের স্বপ্ন বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলা। সে লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। সিরিয়া ও আরব আমিরাতের বিপক্ষে ওই দুটি ম্যাচেই সমান ২-০ গোলে জিতে আত্নবিশ্বাস নিয়েই জর্ডানে গেছেন অর্পিতারা। এখন তাদের চোখ বাছাই পর্ব পেরিয়ে এএফসি অ-১৭ নারী এশিয়া কাপের মূল পর্বে। সে লক্ষ্যে আজ তাদের ময়দানী লড়াই শুরু হচ্ছে।
মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে কোচ সাইফুল বারীও নিজেদের লক্ষ্যের কথা জানালেন এভাবে, ‘বাংলাদেশ সিনিয়র নারী দল ও অ-২০ নারী দল এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরাও সেই প্রত্যাশা করেছি।’ তিনি যোগ করেন, ‘যদিও বাছাই পর্বে আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী। কঠিন একটি গ্রুপই বলা যায়। প্রথমবারের মতো আমরা জর্ডানের বিপক্ষে খেলবো। চাইনিজ তাইপেও শক্তিশালী দল। তবে আমার বিশ্বাস মেয়েরা ভালো খেলা প্রদর্শন করবে। ভালো খেলে নিজেদের সেরাটা দিয়েই তারা স্বপ্নপূরণ করবে। আগামীতে সিনিয়র দলে জায়গা পেতে এটাই তাদের একমাত্র পথ। আমিও তাকিয়ে আছি (সোমবার) ম্যাচের দিকে। আমরা চেষ্টা করবো সেরাটা দিতে।’
অ-১৭ নারী এশিয়ান কাপ বাছাই
জর্ডানে বাংলাদেশের মেয়েদের অনুশীলন
রোববার, ১২ অক্টোবর ২০২৫
দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আগেই জর্ডানে পৌঁছেছেন বাংলাদেশের মেয়েরা। এবার তাদের মূল লড়াই শুরু। এএফসি অ-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে ময়দানী লড়াইয়ে আজ মাঠে নামবেন কোচ সাইফুল বারীর শিষ্যরা। প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। আকাবা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
এই টুর্নামেন্টের কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। এইচ-গ্রুপে স্বাগতিক দেশ ছাড়াও লাল সবুজের মেয়েদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। তারপরও অর্পিতাদের স্বপ্ন বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলা। সে লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। সিরিয়া ও আরব আমিরাতের বিপক্ষে ওই দুটি ম্যাচেই সমান ২-০ গোলে জিতে আত্নবিশ্বাস নিয়েই জর্ডানে গেছেন অর্পিতারা। এখন তাদের চোখ বাছাই পর্ব পেরিয়ে এএফসি অ-১৭ নারী এশিয়া কাপের মূল পর্বে। সে লক্ষ্যে আজ তাদের ময়দানী লড়াই শুরু হচ্ছে।
মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে কোচ সাইফুল বারীও নিজেদের লক্ষ্যের কথা জানালেন এভাবে, ‘বাংলাদেশ সিনিয়র নারী দল ও অ-২০ নারী দল এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরাও সেই প্রত্যাশা করেছি।’ তিনি যোগ করেন, ‘যদিও বাছাই পর্বে আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী। কঠিন একটি গ্রুপই বলা যায়। প্রথমবারের মতো আমরা জর্ডানের বিপক্ষে খেলবো। চাইনিজ তাইপেও শক্তিশালী দল। তবে আমার বিশ্বাস মেয়েরা ভালো খেলা প্রদর্শন করবে। ভালো খেলে নিজেদের সেরাটা দিয়েই তারা স্বপ্নপূরণ করবে। আগামীতে সিনিয়র দলে জায়গা পেতে এটাই তাদের একমাত্র পথ। আমিও তাকিয়ে আছি (সোমবার) ম্যাচের দিকে। আমরা চেষ্টা করবো সেরাটা দিতে।’