দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টের প্রথম দিনে মোহাম্মাদ রিজওয়ান ও সালমান আলি আগার ব্যাটে বড় সংগ্রহের আশা জাগালো পাকিস্তান।
রোববার,(১২ অক্টোবর ২০২৫) দিনের খেলা শেষে পাকিস্তানের রান ৫ উইকেটে ৩১৩। ১০৭ বলে দুটি করে ছক্কা ও চারে ৬২ রানে অপরাজিত আছেন রিজওয়ান। ৮৩ বলে এক ছক্কা ও দুই চারে ৫২ রানে অপরাজিত আছেন সালমান।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিককে হারায় পাকিস্তান। রাবাদার তৃতীয় বলে রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা।
দিনের শুরুতে পেসারদের জন্য কিছুটা সুবিধা ছিল। সেটা কাজে লাগিয়ে স্বাগতিকদের বেশ ভোগান রাবাদা। তার ইয়র্কার ও বাউন্সার মাটি কামড়ে কাটিয়ে দেন মাসুদ। ওপেনার ইমাম শুরু থেকে খেলেন আস্থার সঙ্গে। কঠিন সময় কাটিয়ে দেয়ার পর তার সঙ্গে দারুণ জুটি গড়েন মাসুদ। তিন স্পিনার নিয়ে খেলা সফরকারীদের হতাশ করে প্রথম সেশনে একশ’ রান তোলে পাকিস্তান। লাঞ্চের আগে পঞ্চাশ স্পর্শ করেন ইমাম, ৬৫ বলে। বিরতির পর মাসুদ পঞ্চাশে যান ৯৩ বলে।
এরপরই পাল্টা আঘাতে ৪ উইকেট নিয়ে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। প্রেনেলান সুব্রায়েনের বলে মাসুদ এলবিডব্লিউ হলে ভাঙে ১৬১ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে পাকিস্তানের যৌথভাবে সেরা জুটি।
১৪৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৬ রান করেন মাসুদ।
ক্রিজে গিয়ে শূন্য রানে রিভিউ নিয়ে বাঁচেন বাবর আজম। পরে সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যান তিনি। তার সঙ্গে ইমামের জুটি জমে যাচ্ছিল। তবে চা-বিরতির আগে শেষ ওভারে পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
সেনুরান মুথুসামির বলে শর্ট লেগে টনি ডি জর্জির হাতে ধরা পড়েন ইমাম। ১৫৩ বলে ৭ চার ও ১ ছক্কায় এই ওপেনার করেন ৯৩ রান। পরের বলে ফিরতি ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান সউদ শাকিল।
তৃতীয় সেশনের শুরুতে কোনো রান যোগ করার আগে বাবরকেও হারায় পাকিস্তান। সাইমন হার্মারের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা।
দিনের বাকি সময়ে আর কোনো সাফল্য পায়নি দক্ষিণ আফ্রিকা। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটিতে প্রতিরোধ গড়ে পাকিস্তান। রিজওয়ান ও সালমান কাটিয়ে দেন ৩০.৪ ওভার। এই সময়ে তারা যোগ করেন ১১৪ রান। তাদের জুটিতেই বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১ম ইনিংস ৩১৩/৫ (ইমাম ৯৩, মাসুদ ৭৬, বাবর ২৩, রিজওয়ান ৬২, সালমান ৫২; রাবাদা ১/৪৩, সুব্রায়েন ১/৭২, হার্মার ১/৭৫, মুথুসামি ২/১০১)।
রোববার, ১২ অক্টোবর ২০২৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টের প্রথম দিনে মোহাম্মাদ রিজওয়ান ও সালমান আলি আগার ব্যাটে বড় সংগ্রহের আশা জাগালো পাকিস্তান।
রোববার,(১২ অক্টোবর ২০২৫) দিনের খেলা শেষে পাকিস্তানের রান ৫ উইকেটে ৩১৩। ১০৭ বলে দুটি করে ছক্কা ও চারে ৬২ রানে অপরাজিত আছেন রিজওয়ান। ৮৩ বলে এক ছক্কা ও দুই চারে ৫২ রানে অপরাজিত আছেন সালমান।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিককে হারায় পাকিস্তান। রাবাদার তৃতীয় বলে রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা।
দিনের শুরুতে পেসারদের জন্য কিছুটা সুবিধা ছিল। সেটা কাজে লাগিয়ে স্বাগতিকদের বেশ ভোগান রাবাদা। তার ইয়র্কার ও বাউন্সার মাটি কামড়ে কাটিয়ে দেন মাসুদ। ওপেনার ইমাম শুরু থেকে খেলেন আস্থার সঙ্গে। কঠিন সময় কাটিয়ে দেয়ার পর তার সঙ্গে দারুণ জুটি গড়েন মাসুদ। তিন স্পিনার নিয়ে খেলা সফরকারীদের হতাশ করে প্রথম সেশনে একশ’ রান তোলে পাকিস্তান। লাঞ্চের আগে পঞ্চাশ স্পর্শ করেন ইমাম, ৬৫ বলে। বিরতির পর মাসুদ পঞ্চাশে যান ৯৩ বলে।
এরপরই পাল্টা আঘাতে ৪ উইকেট নিয়ে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। প্রেনেলান সুব্রায়েনের বলে মাসুদ এলবিডব্লিউ হলে ভাঙে ১৬১ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে পাকিস্তানের যৌথভাবে সেরা জুটি।
১৪৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৬ রান করেন মাসুদ।
ক্রিজে গিয়ে শূন্য রানে রিভিউ নিয়ে বাঁচেন বাবর আজম। পরে সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যান তিনি। তার সঙ্গে ইমামের জুটি জমে যাচ্ছিল। তবে চা-বিরতির আগে শেষ ওভারে পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
সেনুরান মুথুসামির বলে শর্ট লেগে টনি ডি জর্জির হাতে ধরা পড়েন ইমাম। ১৫৩ বলে ৭ চার ও ১ ছক্কায় এই ওপেনার করেন ৯৩ রান। পরের বলে ফিরতি ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান সউদ শাকিল।
তৃতীয় সেশনের শুরুতে কোনো রান যোগ করার আগে বাবরকেও হারায় পাকিস্তান। সাইমন হার্মারের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা।
দিনের বাকি সময়ে আর কোনো সাফল্য পায়নি দক্ষিণ আফ্রিকা। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটিতে প্রতিরোধ গড়ে পাকিস্তান। রিজওয়ান ও সালমান কাটিয়ে দেন ৩০.৪ ওভার। এই সময়ে তারা যোগ করেন ১১৪ রান। তাদের জুটিতেই বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১ম ইনিংস ৩১৩/৫ (ইমাম ৯৩, মাসুদ ৭৬, বাবর ২৩, রিজওয়ান ৬২, সালমান ৫২; রাবাদা ১/৪৩, সুব্রায়েন ১/৭২, হার্মার ১/৭৫, মুথুসামি ২/১০১)।