ওয়েস্ট ইন্ডিজের দুই সেঞ্চুরিয়ান ক্যাম্পবেল ও শাই হোপ
প্রথম টেস্ট ভারত আড়াই দিনে জিতলেও দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে ভালো উন্নতি করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের দারুণ প্রতিরোধের কারণেই দিল্লি টেস্ট পঞ্চম দিনে গড়ায়। যদিও এই টেস্টেও জয়ের পথে স্বাগতিক দল। দ্বিতীয় টেস্টের সোমবার,(১৩ অক্টোবর ২০২৫) চতুর্থ দিন শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৩ রান করে। জয়ের জন্য বাকি মাত্র ৫৮ রান। ১২১ রানের লক্ষ্য তাড়ায় ভারত ওপেনার জয়সওয়ালকে (৮) দ্রুত হারালেও, লোকেশ রাহুল (২৫*) এবং সাই সুদর্শন (৩০*) মিলে ইনিংস সামলে নেন। ৫৪ রানে অবিচ্ছিন্ন তারা।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯০ রানে। সেঞ্চুরি করেন জন ক্যাম্পবেল। দারুণ লড়াইয়ে তাকে যোগ্য সঙ্গ দেন শাই হোপও।
তিনিও পান সেঞ্চুরি। করেন ১০৩ রান। তাদের ব্যাটেই ইনিংস হার এড়িয়েছে সফরকারীরা। শেষ উইকেটে জাস্টিন গ্রিভস (অপরাজিত ৫০) ও জেইডেন সিলস (৩২) মিলে গড়ে তুলেছিলেন ৭৯ রানের জুটি। যা ভারতের বোলারদের বেশ কিছুক্ষণ ভুগিয়েছে।
আহমেদাবাদে প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানের ব্যবধানে জিতেছিল ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস ৫১৮/৫ ডিক্লে.(জয়সওয়াল ১৭৫, শুভমান ১২৯; ওয়ারিক্যান ৩/৯৮)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ২৪৮ (অ্যাথানাজে ৪১; কুলদীপ ৫/৮২)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস (ফলো-অন) ১১৮.৫ ওভারে ৩৯০ (আগের দিন ১৭৩/২) (ক্যাম্পবেল ১১৫, হোপ ১০৩, চেইস ৪০, গ্রেভস ৫০*, সিলস ৩২; সিরাজ ২/৪৩, কুলদীপ ৩/১০৪, বুমরাহ ৩/৪৪)।
ভারত ২য় ইনিংস (লক্ষ্য ১২১) ৬৩/১ (জয়সওয়াল ৮, রাহুল ২৫, সুদর্শন ৩০; ওয়ারিক্যান ১/১৫)।
ওয়েস্ট ইন্ডিজের দুই সেঞ্চুরিয়ান ক্যাম্পবেল ও শাই হোপ
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
প্রথম টেস্ট ভারত আড়াই দিনে জিতলেও দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে ভালো উন্নতি করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের দারুণ প্রতিরোধের কারণেই দিল্লি টেস্ট পঞ্চম দিনে গড়ায়। যদিও এই টেস্টেও জয়ের পথে স্বাগতিক দল। দ্বিতীয় টেস্টের সোমবার,(১৩ অক্টোবর ২০২৫) চতুর্থ দিন শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৩ রান করে। জয়ের জন্য বাকি মাত্র ৫৮ রান। ১২১ রানের লক্ষ্য তাড়ায় ভারত ওপেনার জয়সওয়ালকে (৮) দ্রুত হারালেও, লোকেশ রাহুল (২৫*) এবং সাই সুদর্শন (৩০*) মিলে ইনিংস সামলে নেন। ৫৪ রানে অবিচ্ছিন্ন তারা।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯০ রানে। সেঞ্চুরি করেন জন ক্যাম্পবেল। দারুণ লড়াইয়ে তাকে যোগ্য সঙ্গ দেন শাই হোপও।
তিনিও পান সেঞ্চুরি। করেন ১০৩ রান। তাদের ব্যাটেই ইনিংস হার এড়িয়েছে সফরকারীরা। শেষ উইকেটে জাস্টিন গ্রিভস (অপরাজিত ৫০) ও জেইডেন সিলস (৩২) মিলে গড়ে তুলেছিলেন ৭৯ রানের জুটি। যা ভারতের বোলারদের বেশ কিছুক্ষণ ভুগিয়েছে।
আহমেদাবাদে প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানের ব্যবধানে জিতেছিল ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস ৫১৮/৫ ডিক্লে.(জয়সওয়াল ১৭৫, শুভমান ১২৯; ওয়ারিক্যান ৩/৯৮)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ২৪৮ (অ্যাথানাজে ৪১; কুলদীপ ৫/৮২)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস (ফলো-অন) ১১৮.৫ ওভারে ৩৯০ (আগের দিন ১৭৩/২) (ক্যাম্পবেল ১১৫, হোপ ১০৩, চেইস ৪০, গ্রেভস ৫০*, সিলস ৩২; সিরাজ ২/৪৩, কুলদীপ ৩/১০৪, বুমরাহ ৩/৪৪)।
ভারত ২য় ইনিংস (লক্ষ্য ১২১) ৬৩/১ (জয়সওয়াল ৮, রাহুল ২৫, সুদর্শন ৩০; ওয়ারিক্যান ১/১৫)।