ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দেশের মাটিতে দ্রুততম মানব ও মানবী হন তারা। হয় রেকর্ডের ছড়াছড়ি। অথচ বিদেশের মাটিতে সেই অ্যাথলেটরাই নিস্প্রভ। সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের ফুটে উঠলো দেশের অ্যাথলেটিক্সের রুগ্ন চিত্র।
সামনেই পাকিস্তানে সাউথ এশিয়ান (এসএ) গেমস। ভাল করার প্রত্যয়ে ক্যাম্পও চলছে। তবে গেমসে যাওয়ার আগে সাফের এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ছিল লাল সবুজের অ্যাথলেটদের অন্যতম একটি পরীক্ষার জায়গা। কিন্তু দূর্ভাগ্য তাদের।
পাকিস্তানহীন এ টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা। আগের দিন নারী ও পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ১৬ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার হিটে দৌড়ই শেষ করতে পারেননি।
কয়েক মিটার দৌড়ে ট্র্যাক থেকে বেরিয়ে যান। নতুন দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ানেরও করুণ দশা। ফাইনালে ১২.৩৫ সেকেন্ড দৌড়ে আটজনের মধ্যে ষষ্ঠ হন।
পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টের ফাইনাল রাউন্ডে উঠেছিলেন বাংলাদেশের সাবেক দ্রুততম মানব মো. ইসমাইল। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক স্প্রিন্টার মোতালেব।
দুজনেই ১০.৮৪ সেকেন্ড টাইমিং করেন। সমান টাইমিং করলেও মোতালেব পঞ্চম আর ইসমাইল ষষ্ঠ হন। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতা ভারতের হারষ রাওত সময় নিয়েছেন ১০.৪২ সেকেন্ড।
শনিবার,(২৫ অক্টোবর ২০২৫) ১১০ মিটার হার্ডলসে বাংলাদেশের তানভীর ফয়সাল মুহিন ১৪.৮৭ সেকেন্ডে পঞ্চম হন। এ ইভেন্টে ১৩.৭৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ভারতের মানাভ।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
দেশের মাটিতে দ্রুততম মানব ও মানবী হন তারা। হয় রেকর্ডের ছড়াছড়ি। অথচ বিদেশের মাটিতে সেই অ্যাথলেটরাই নিস্প্রভ। সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের ফুটে উঠলো দেশের অ্যাথলেটিক্সের রুগ্ন চিত্র।
সামনেই পাকিস্তানে সাউথ এশিয়ান (এসএ) গেমস। ভাল করার প্রত্যয়ে ক্যাম্পও চলছে। তবে গেমসে যাওয়ার আগে সাফের এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ছিল লাল সবুজের অ্যাথলেটদের অন্যতম একটি পরীক্ষার জায়গা। কিন্তু দূর্ভাগ্য তাদের।
পাকিস্তানহীন এ টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা। আগের দিন নারী ও পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ১৬ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার হিটে দৌড়ই শেষ করতে পারেননি।
কয়েক মিটার দৌড়ে ট্র্যাক থেকে বেরিয়ে যান। নতুন দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ানেরও করুণ দশা। ফাইনালে ১২.৩৫ সেকেন্ড দৌড়ে আটজনের মধ্যে ষষ্ঠ হন।
পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টের ফাইনাল রাউন্ডে উঠেছিলেন বাংলাদেশের সাবেক দ্রুততম মানব মো. ইসমাইল। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক স্প্রিন্টার মোতালেব।
দুজনেই ১০.৮৪ সেকেন্ড টাইমিং করেন। সমান টাইমিং করলেও মোতালেব পঞ্চম আর ইসমাইল ষষ্ঠ হন। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতা ভারতের হারষ রাওত সময় নিয়েছেন ১০.৪২ সেকেন্ড।
শনিবার,(২৫ অক্টোবর ২০২৫) ১১০ মিটার হার্ডলসে বাংলাদেশের তানভীর ফয়সাল মুহিন ১৪.৮৭ সেকেন্ডে পঞ্চম হন। এ ইভেন্টে ১৩.৭৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ভারতের মানাভ।