হেডে গোল করছেন মেসি
মেজর লীগ সকারের প্লে-অফ পর্ব জয় দিয়ে শুরু করলো ইন্টার মায়ামি। মেসির জোড়া গোলের সুবাদে মায়ামি ৩-১ ব্যবধানে হারালো ন্যাশভিলকে।
গতকাল শুক্রবার ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন মেসি। ২০২৮ সাল পর্যন্ত আমেরিকার ক্লাবের হয়ে খেলবেন। তার পরের দিনই মাঠে নেমে জ্বলে উঠলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ১৯ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মায়ামি অধিনায়ক। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে ন্যাশভিলের বক্সে বল ভাসিয়ে দেন লুই সুয়ারেজ। শূন্যে শরীর ছুড়ে দিয়ে হেডে দর্শনীয় গোল করেন মেসি। শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলছিলেন মেসিরা। প্রথমার্ধে গোল করার মতো বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি মায়ামির ফুটবলাররা।
দ্বিতীয়ার্ধেও আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন মেসিরা। ৬২ মিনিটে ডান দিক থেকে মেসি বল দেন ইয়ান ফ্রেকে। তার ক্রস থেকে হেডে মায়ামির হয়ে দ্বিতীয় গোল করেন তাদেয়ো আলেন্দে। এই গোলেই মায়ামির জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ১১ মিনিটের সংযুক্ত সময়ে জয় নিশ্চিত করেন মেসি। ৯৬ মিনিটে ন্যাশভিলের রক্ষণের ভুলে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে যান এলএম টেন। গোল করতে ভুল করেননি। ম্যাচের এক দম শেষ মুহূর্তে সরাসরি ফ্রি কিক থেকে ন্যাশভিলের পক্ষে একমাত্র গোলটি করেন হানি মুক্তার।
মেজর লীগ সকারের গ্রুপ পর্বে ২৮টি ম্যাচ খেলে ২৯টি গোল করেছেন মেসি। তিনিই সর্বোচ্চ গোলদাতা। শনিবার,(২৫ অক্টোবর ২০২৫) খেলা শুরুর আগে মেসির হাতে তুলে দেয়া হয় গোল্ডেন বুট। সব মিলিয়ে পেশাদার ফুটবলে মেসির গোল সংখ্যা এখন ৮৯১। আর ৯টি গোল করলে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
হেডে গোল করছেন মেসি
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
মেজর লীগ সকারের প্লে-অফ পর্ব জয় দিয়ে শুরু করলো ইন্টার মায়ামি। মেসির জোড়া গোলের সুবাদে মায়ামি ৩-১ ব্যবধানে হারালো ন্যাশভিলকে।
গতকাল শুক্রবার ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন মেসি। ২০২৮ সাল পর্যন্ত আমেরিকার ক্লাবের হয়ে খেলবেন। তার পরের দিনই মাঠে নেমে জ্বলে উঠলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ১৯ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মায়ামি অধিনায়ক। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে ন্যাশভিলের বক্সে বল ভাসিয়ে দেন লুই সুয়ারেজ। শূন্যে শরীর ছুড়ে দিয়ে হেডে দর্শনীয় গোল করেন মেসি। শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলছিলেন মেসিরা। প্রথমার্ধে গোল করার মতো বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি মায়ামির ফুটবলাররা।
দ্বিতীয়ার্ধেও আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন মেসিরা। ৬২ মিনিটে ডান দিক থেকে মেসি বল দেন ইয়ান ফ্রেকে। তার ক্রস থেকে হেডে মায়ামির হয়ে দ্বিতীয় গোল করেন তাদেয়ো আলেন্দে। এই গোলেই মায়ামির জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ১১ মিনিটের সংযুক্ত সময়ে জয় নিশ্চিত করেন মেসি। ৯৬ মিনিটে ন্যাশভিলের রক্ষণের ভুলে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে যান এলএম টেন। গোল করতে ভুল করেননি। ম্যাচের এক দম শেষ মুহূর্তে সরাসরি ফ্রি কিক থেকে ন্যাশভিলের পক্ষে একমাত্র গোলটি করেন হানি মুক্তার।
মেজর লীগ সকারের গ্রুপ পর্বে ২৮টি ম্যাচ খেলে ২৯টি গোল করেছেন মেসি। তিনিই সর্বোচ্চ গোলদাতা। শনিবার,(২৫ অক্টোবর ২০২৫) খেলা শুরুর আগে মেসির হাতে তুলে দেয়া হয় গোল্ডেন বুট। সব মিলিয়ে পেশাদার ফুটবলে মেসির গোল সংখ্যা এখন ৮৯১। আর ৯টি গোল করলে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।