image

???????? ????????? ?????

নাভার্স-নাইন্টিতে মুশফিকের রেকর্ড

শনিবার, ২৭ নভেম্বর ২০২১
সংবাদ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে নাভার্স-নাইন্টিতে সবচেয়ে বেশি ইনিংস এখন মুশফিকুর রহিমের। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বমোট আটবার নাভার্স-নাইন্টিতে আউট হয়েছেন মুশফিক।

পাকিস্তানের বিপক্ষে গতকাল চট্টগ্রামে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানে আউট হন মুশফিক। এই নিয়ে টেস্টে চারবার নাভার্স-নাইন্টিতে থামলেন মুশি। আর তিন ফরম্যাট মিলিয়ে সেই সংখ্যাটা আটবার। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। টেস্টেও সর্বোচ্চ চারবার নাভার্স-নাইন্টিতে থামার রেকর্ড মুশফিকের দখলে।

মুশফিকের মতো টেস্টের ক্ষেত্রে সর্বোচ্চ চারবার নাভার্স-নাইন্টিতে থেমেছেন সাকিব। আর তিন ফরম্যাট মিলিয়ে সাতবার নাভার্স-নাইন্টিতে থামেন সাকিব। এতে মুশফিকের পরেই আছেন সাকিব।

মুশফিক-সাকিবের পর আছেন তামিম ইকবাল। টেস্টে তিনবার, আর তিন ফরম্যাট মিলিয়ে সর্বমোট ৬ বার নাভার্স-নাইন্টিতে থামেন তামিম।

টেস্টে বিশ^ ক্রিকেটে সবচেয়ে বেশি নাভার্স-নাইন্টিতে থেমেছেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ-ভারতের রাহুল দ্রাবিড় ও শচিন টেন্ডুলকার। তিনজনই ১০ বার করে নাভার্স-নাইন্টিতে থামেন।

আর তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি নাভার্স-নাইন্টিতে টেন্ডুলকারের দখলে। ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে ২৮ বার নাভার্স-নাইন্টিতে থামেন টেন্ডুলকার।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি