alt

সম্পাদকীয়

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কিছু প্রশ্ন

: রোববার, ১১ আগস্ট ২০২৪

শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও পাঠদান নিয়ে মানুষের মনে প্রশ্নের উদয় হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কি খোলা নাকি বন্ধ সেটাই অনেকে বুঝে উঠতে পারছেন না।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ১৬ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয়। এরপর ১৭ জুলাই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, “ছয় আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল -কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।”

ছয় আগস্ট সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠানও খুলেছে। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই ছিল না। অনেক বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার্থীরা ফিরেছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলছেন, “শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে।”

এসব ঘটনাপ্রবাহ মানুষকে বিভ্রান্ত করেছে। তারা জানতে চাইছেন যে, ছয় আগস্ট থেকে কি তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি। আর যদি খুলে নাই থাকে তার কারণ কী? কবেইবা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলছেন, “এখনো রাস্তায় ট্রাফিক পুলিশ নেই। শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারি না যে আমরা কালই খুলে দেব।”

আমরা জানতে চাইব, রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকার সাথে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার সম্পর্ক কী। রাস্তায় ট্রাফিক পুলিশ নেইইবা কেন। দেশের থানাগুলোতে পুলিশ ফিরতে শুরু করেছে কিন্তু রাস্তায় ট্রাফিক পুলিশ কেন নেই? তাদের ফেরার পরিবেশ কি এখনো তৈরি হয়নি?

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্বই হচ্ছে, দেশে শৃঙ্খলা ফেরানো। সড়কও তার বাইরে নয়। আর শৃঙ্খলা ফেরাতে হলে যার যে কাজ তাকে সেই কাজ করতে দিতে হবে। দেশে প্রতিটি কাজের জন্য সুনির্দীষ্ট বাহিনী বা প্রতিষ্ঠান আছে। তাদের পরিবর্তে অন্য কারও সেই কাজ করবার কোনো সুযোগ আইনত নেই।

সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজে অনেক সময় আইন প্রয়োগের প্রয়োজন পড়ে। বিধিবদ্ধ আইনপ্রয়োগকারী সংস্থা ভিন্ন অন্য কেউ সেই আইন প্রয়োগ করতে পারে না। কাজেই যাদের সড়কে দায়িত্ব পালন করবার কথা তাদেরকেই সেই দায়িত্ব পালন করতে দিতে হবে। কেউ যদি আপৎকালে সেই দায়িত্ব পালন করে সেটাকে সাময়িকভাবে ভালো বলা যেতে পারে। তবে কারও পক্ষেই সেই দায়িত্ব অনির্দীষ্টকাল ধরে পালন করার সুযোগ নেই। দেশের আইন সেই সুযোগ কাউকেই দেয়নি।

দেশের কোনো একটি ক্ষেত্রে আইনের ব্যতয় ঘটিয়ে এটা আশা করা যায় না যে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার জন্য উদগ্রীব হয়ে ছিল। সাবেক সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর তারা বারবার তা খুলে দেওয়ার দাবি জানিয়েছে। যারা আন্দোলন করেছিলেন তারা এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রশ্নে কী অবস্থান নিয়েছেন সেটা জানা দরকার।

অন্তর্বর্তী সরকার বলছে, “শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে।”

আমরা বলতে চাই, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেন নিজের কাজটি করতে পারে সেই ব্যবস্থা অন্তর্বর্তী সরকারকে দ্রুত করতে হবে।

পুলিশকে থানায় ফেরানো হচ্ছে। ট্রাফিক পুলিশকে রাস্তায় ফেরানো হোক। শিক্ষার্থীরা বইখাতা খুলুক।

শ্রমিক বিক্ষোভ : আলোচনায় সমাধান খুঁজুন

ডেঙ্গু নিয়ে বিশেষজ্ঞদের শঙ্কা

গুমের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত ও বিচার করা জরুরি

লুটপাট-অগ্নিকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

সচিবালয়ে সংঘাত-সংঘর্ষ : সুষ্ঠু তদন্ত হোক

ভয়াবহ বন্যা : বিভ্রান্তি নয়, মানুষকে প্রকৃত তথ্য জানান

পাট জাগ দিতে ‘রিবন রেটিং’ পদ্ধতির প্রসার বাড়াতে হবে

মানুষ হিসেবে অধিকার প্রতিষ্ঠার আহ্বান

দখল-লুটপাটের অপসংস্কৃতি

বিচার বিভাগে রদবদল

অন্তর্বর্তীকালীন সরকার: শুভকামনা, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনুন

মানুষকে শান্তিতে থাকতে দিন, প্রশাসনে শৃঙ্খলা ফেরান

এই অরাজকতা চলতে দেওয়া যায় না, সবাইকে সংযত হতে হবে

অরাজকতা বন্ধ হোক, শান্তি ফিরুক

সিংগাইরে নূরালীগঙ্গা খাল দখল করে স্থাপনা নির্মাণ বন্ধ করুন

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন করুন

কৃষক কেন ন্যায্যমূল্য পান না

শিশুটির বিদ্যালয়ে ভর্তির স্বপ্ন কি অপূর্ণ রয়ে যাবে

ধনাগোদা নদী সংস্কার করুন

স্কুলের খেলার মাঠ রক্ষা করুন

চাটখিলের ‘জাতীয় তথ্য বাতায়ন’ হালনাগাদ করুন

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন, যারা ভালো করেনি তাদের পাশে থাকতে হবে

মিঠাপুকুরে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধের উদ্যোগ নিন

সড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধ করুন

কালীহাতির খরশীলা সেতুর সংযোগ সড়ক সংস্কারে আর কত অপেক্ষা

গতিসীমা মেনে যান চলাচল নিশ্চিত করতে হবে

সাটুরিয়ার সমিতির গ্রাহকদের টাকা আদায়ে ব্যবস্থা নিন

ইভটিজারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন

ধোবাউড়ায় ঋণের টাকা আত্মসাতের অভিযোগ আমলে নিন

বজ্রপাত থেকে বাঁচতে চাই সচেতনতা

ডুমুরিয়ার বেড়িবাঁধের দখল হওয়া জমি উদ্ধারে ব্যবস্থা নিন

পুড়ছে সুন্দরবন

কাজ না করে প্রকল্পের টাকা তুলে নেয়ার অভিযোগ সুরাহা করুন

সরকারি খালে বাঁধ কেন

কৃষকদের ভুট্টার ন্যায্য দাম পেতে ব্যবস্থা নিন

সরকারি হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিন

tab

সম্পাদকীয়

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কিছু প্রশ্ন

রোববার, ১১ আগস্ট ২০২৪

শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও পাঠদান নিয়ে মানুষের মনে প্রশ্নের উদয় হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কি খোলা নাকি বন্ধ সেটাই অনেকে বুঝে উঠতে পারছেন না।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ১৬ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয়। এরপর ১৭ জুলাই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, “ছয় আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল -কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।”

ছয় আগস্ট সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠানও খুলেছে। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই ছিল না। অনেক বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার্থীরা ফিরেছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলছেন, “শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে।”

এসব ঘটনাপ্রবাহ মানুষকে বিভ্রান্ত করেছে। তারা জানতে চাইছেন যে, ছয় আগস্ট থেকে কি তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি। আর যদি খুলে নাই থাকে তার কারণ কী? কবেইবা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলছেন, “এখনো রাস্তায় ট্রাফিক পুলিশ নেই। শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারি না যে আমরা কালই খুলে দেব।”

আমরা জানতে চাইব, রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকার সাথে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার সম্পর্ক কী। রাস্তায় ট্রাফিক পুলিশ নেইইবা কেন। দেশের থানাগুলোতে পুলিশ ফিরতে শুরু করেছে কিন্তু রাস্তায় ট্রাফিক পুলিশ কেন নেই? তাদের ফেরার পরিবেশ কি এখনো তৈরি হয়নি?

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্বই হচ্ছে, দেশে শৃঙ্খলা ফেরানো। সড়কও তার বাইরে নয়। আর শৃঙ্খলা ফেরাতে হলে যার যে কাজ তাকে সেই কাজ করতে দিতে হবে। দেশে প্রতিটি কাজের জন্য সুনির্দীষ্ট বাহিনী বা প্রতিষ্ঠান আছে। তাদের পরিবর্তে অন্য কারও সেই কাজ করবার কোনো সুযোগ আইনত নেই।

সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজে অনেক সময় আইন প্রয়োগের প্রয়োজন পড়ে। বিধিবদ্ধ আইনপ্রয়োগকারী সংস্থা ভিন্ন অন্য কেউ সেই আইন প্রয়োগ করতে পারে না। কাজেই যাদের সড়কে দায়িত্ব পালন করবার কথা তাদেরকেই সেই দায়িত্ব পালন করতে দিতে হবে। কেউ যদি আপৎকালে সেই দায়িত্ব পালন করে সেটাকে সাময়িকভাবে ভালো বলা যেতে পারে। তবে কারও পক্ষেই সেই দায়িত্ব অনির্দীষ্টকাল ধরে পালন করার সুযোগ নেই। দেশের আইন সেই সুযোগ কাউকেই দেয়নি।

দেশের কোনো একটি ক্ষেত্রে আইনের ব্যতয় ঘটিয়ে এটা আশা করা যায় না যে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার জন্য উদগ্রীব হয়ে ছিল। সাবেক সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর তারা বারবার তা খুলে দেওয়ার দাবি জানিয়েছে। যারা আন্দোলন করেছিলেন তারা এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রশ্নে কী অবস্থান নিয়েছেন সেটা জানা দরকার।

অন্তর্বর্তী সরকার বলছে, “শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে।”

আমরা বলতে চাই, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেন নিজের কাজটি করতে পারে সেই ব্যবস্থা অন্তর্বর্তী সরকারকে দ্রুত করতে হবে।

পুলিশকে থানায় ফেরানো হচ্ছে। ট্রাফিক পুলিশকে রাস্তায় ফেরানো হোক। শিক্ষার্থীরা বইখাতা খুলুক।

back to top