দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে সিরাজগঞ্জের মুলিবাড়িতে নির্মাণ করা হয়েছে শেখ হাসিনা ট্রমা সেন্টার। আড়াই বছর আগে এটির নির্মাণ কাজ শেষ হলেও কবে চালু হবে তা কারো জানা নেই। ফলে অযত্ন-অবহেলায় ভবন নষ্ট হয়ে যাচ্ছে। দেখভালের অভাবে ট্রান্সফরমারসহ মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। জনসাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ট্রমা সেন্টার চালুর দাবি জানিয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সিরাজগঞ্জের মুলিবাড়িতে ২০২১ সালে ১০ কোটি ৭৯ লাখ ৩৪ টাকা ব্যয়ে শেখ হাসিনা ট্রমা সেন্টার নির্মিত হয়। আড়াই বছর পেরোলেও এটি চালু হয়নি। দুর্ঘটনায় আহতদের সেবা দেয়ার লক্ষ্যে নির্মাণ করা হলেও এটি নির্মাণ অনেকটা অর্থহীন হয়ে পড়েছে।
সংশ্লিষ্টরা জানাচ্ছে, দুর্ঘটনায় আহতদের সেবায় আধুনিকমানের অপারেশন থিয়েটার রয়েছে। ডাক্তর, নার্স ও স্টাফদের জন্য ডরমিটরি বিল্ডিংও নির্মাণ শেষ। স্থাপনাটি সিভিল সার্জন কার্যালয়ে হস্তান্তরও করা হয়েছে। শুধু জনবল ও প্রয়োজনীয় মেডিসিন পেলেই প্রতিষ্ঠানটি চালু করা যাবে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় সব থেমে গেছে। ট্রমা সেন্টারটি চালুর দিনক্ষণ অনিশ্চিত।
স্বাস্থ্য বিভাগকে ভবন বুঝিয়ে দেয়ার পরও আমলাতান্ত্রিক জটিলতায় সেটি চালু হচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে অভিযোগ তুলেছে, সেটি আমলে নিতে হবে। চাহিদাপত্র অনুযায়ী লোকবল নিয়োগ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা করতে হবে। ট্রমা সেন্টারটি চালুর ক্ষেত্রে যেসব বাধা আছে, তা দূর করতে হবে। মানুষকে সেবা দেয়ার লক্ষ্যে এটি নির্মিত হয়েছে। তাই মানুষ যেন সেবা পায় সেটা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর নামে নির্মিত ট্রমা সেন্টার চালু নিয়ে যদি আমলাতান্ত্রিক জটিলতায় টেবিলে টেবিলে ফাইল চালাচালির খেলা চলে, তাহলে অন্য ক্ষেত্রের সার্বিক অব্যবস্থা কী রকম- সেটাও একটা ভাবনার বিষয়।
ট্রমা সেন্টারটির ভবন-অবকাঠামো নষ্ট হচ্ছে। যন্ত্রপাতিও চুরি হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে- একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যন্ত্রপাতি চুরি হয় কিভাবে। সেটির দেখভালের কি কেউ নেই। থাকলে তারা কী করে। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত ট্রমা সেন্টারের যন্ত্রপাতি কিভাবে চুরি হলো- সেটি জানার অধিকার জনগণের আছে। এই চুরির সঙ্গে কারা জড়িত; তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে। যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
বুধবার, ০৭ জুন ২০২৩
দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে সিরাজগঞ্জের মুলিবাড়িতে নির্মাণ করা হয়েছে শেখ হাসিনা ট্রমা সেন্টার। আড়াই বছর আগে এটির নির্মাণ কাজ শেষ হলেও কবে চালু হবে তা কারো জানা নেই। ফলে অযত্ন-অবহেলায় ভবন নষ্ট হয়ে যাচ্ছে। দেখভালের অভাবে ট্রান্সফরমারসহ মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। জনসাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ট্রমা সেন্টার চালুর দাবি জানিয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সিরাজগঞ্জের মুলিবাড়িতে ২০২১ সালে ১০ কোটি ৭৯ লাখ ৩৪ টাকা ব্যয়ে শেখ হাসিনা ট্রমা সেন্টার নির্মিত হয়। আড়াই বছর পেরোলেও এটি চালু হয়নি। দুর্ঘটনায় আহতদের সেবা দেয়ার লক্ষ্যে নির্মাণ করা হলেও এটি নির্মাণ অনেকটা অর্থহীন হয়ে পড়েছে।
সংশ্লিষ্টরা জানাচ্ছে, দুর্ঘটনায় আহতদের সেবায় আধুনিকমানের অপারেশন থিয়েটার রয়েছে। ডাক্তর, নার্স ও স্টাফদের জন্য ডরমিটরি বিল্ডিংও নির্মাণ শেষ। স্থাপনাটি সিভিল সার্জন কার্যালয়ে হস্তান্তরও করা হয়েছে। শুধু জনবল ও প্রয়োজনীয় মেডিসিন পেলেই প্রতিষ্ঠানটি চালু করা যাবে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় সব থেমে গেছে। ট্রমা সেন্টারটি চালুর দিনক্ষণ অনিশ্চিত।
স্বাস্থ্য বিভাগকে ভবন বুঝিয়ে দেয়ার পরও আমলাতান্ত্রিক জটিলতায় সেটি চালু হচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে অভিযোগ তুলেছে, সেটি আমলে নিতে হবে। চাহিদাপত্র অনুযায়ী লোকবল নিয়োগ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা করতে হবে। ট্রমা সেন্টারটি চালুর ক্ষেত্রে যেসব বাধা আছে, তা দূর করতে হবে। মানুষকে সেবা দেয়ার লক্ষ্যে এটি নির্মিত হয়েছে। তাই মানুষ যেন সেবা পায় সেটা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর নামে নির্মিত ট্রমা সেন্টার চালু নিয়ে যদি আমলাতান্ত্রিক জটিলতায় টেবিলে টেবিলে ফাইল চালাচালির খেলা চলে, তাহলে অন্য ক্ষেত্রের সার্বিক অব্যবস্থা কী রকম- সেটাও একটা ভাবনার বিষয়।
ট্রমা সেন্টারটির ভবন-অবকাঠামো নষ্ট হচ্ছে। যন্ত্রপাতিও চুরি হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে- একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যন্ত্রপাতি চুরি হয় কিভাবে। সেটির দেখভালের কি কেউ নেই। থাকলে তারা কী করে। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত ট্রমা সেন্টারের যন্ত্রপাতি কিভাবে চুরি হলো- সেটি জানার অধিকার জনগণের আছে। এই চুরির সঙ্গে কারা জড়িত; তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে। যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।