alt

উপ-সম্পাদকীয়

রাজনৈতিক রূপান্তরের এক সতর্কবার্তা

রহমান মৃধা

: রোববার, ০৬ এপ্রিল ২০২৫

আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি। কিন্তু সেই বাঁশি আর আগের মতো বাজে না। মন আমার কেমন যেন সাজে না। তবে কি সত্যিই ছেলেবেলা, অর্থাৎ আমাদের জাতির আদর্শিক শৈশব, আমরা বহু দূরে ফেলে এসেছি?

মনে পড়ে, উদাস করা নকশীকাঁথার মাঠ, বিকেলের রোদ, হঠাৎ হাওয়ায় ভেসে আসা বাঁশির সুরÑ সব মিলিয়ে একটি দেশীয় সত্তা, একটি স্বপ্নজাগানিয়া শৈশব। সেই কিশোর বয়সের রঙিন কল্পনা, সংগ্রামের গল্প আর সততার চেতনা আজ আর চোখে ভাসে না।

হঠাৎ দেখি, অনেকটা পথ আমরা হেঁটে এসেছি। কিন্তু পেছনে ফেলে এসেছি আদর্শ, সংগ্রাম, আত্মত্যাগের গান। আজকের আরামের রাজনীতিতে সেই বাঁশির সুর আর নেইÑ শুধু একধরনের অস্বস্তিকর নিঃসঙ্গতা চারদিকে ছড়িয়ে আছে।

‘আরাম পার্টি’: এক অঘোষিত রাজনৈতিক শক্তি

বাংলাদেশের সংবিধানে স্বীকৃত দলগুলোর বাইরেও সমাজে একটি অদৃশ্য, অথচ প্রভাবশালী দল সক্রিয়Ñ ‘আরাম পার্টি’। এই দলের সদস্যরা কিছু করে না, কিছু বলে না, শুধু চায় অন্যরা সব করুক। অন্যরা মরুক, খাটুক, লড়–কÑ আর এরা ভোগ করুক।

তাদের আছে অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি। কিন্তু দেশের সংকটের মুহূর্তে তারা দৃশ্যমান হয় না। স্বাধীনতা সংগ্রামে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে বা গণতান্ত্রিক আন্দোলনে তারা থাকে না। কিন্তু যখন ভোগের পালা আসে, তখন তারাই সবচেয়ে সক্রিয়।

রাজনীতির শাপলা ফুল ও আরামের ভাসমানতা

শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল। পানির উপর ভাসে বলেই তার সৌন্দর্য। একে তুলে আনলে তার রূপ নষ্ট হয়ে যায়।

আরাম পার্টিও অনেকটা তেমনÑ তারা সমাজের উপরিভাগে ভেসে থাকতে পছন্দ করে, নিচে নামতে চায় না। দুধের উপর ভেসে থাকা মাখনের মতো তারা নিজেদের দায়িত্বহীন অস্তিত্বে অভ্যস্ত। কিন্তু তারা ভুলে যায়, মাখন একসময় গলেই যায়, বা ঘি হয়ে অন্য রূপ নেয়।

রাজনীতির রাসায়নিক রূপান্তর: দুধ, মাখন ও ঘি

বাংলাদেশের রাজনীতি একধরনের রাসায়নিক প্রক্রিয়া। এখানে দুধ প্রতীক আদর্শিক স্বপ্নের, মাখন প্রতীক সুবিধাভোগী আরামের, আর ঘি প্রতীক আত্মত্যাগী পরিণতির।

আমাদের রাজনীতি দুধ থেকে মাখনে এসে থেমে গেছে। ঘি হওয়ার জন্য যে উত্তাপ, দায়বদ্ধতা আর ত্যাগ দরকার, তা নেই। নির্বাচনের আগে প্রতিটি দল দুর্নীতি রুখবে, সুশাসন আনবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু বারবার দেখা যায়Ñ সবকিছু মুখের মাখন হয়েই থেকে যায়। কাজের জায়গায় শুধু শূন্যতা।

‘আমি না করিলে কে করিবে?’: আজ আর কেউ জিজ্ঞাসা করে না

নন্দলাল বলেছিলেন, ‘আমি না করিলে কে করিবে?’ আজ সেই প্রশ্ন করার লোক নেই। আরাম পার্টির সদস্যরা মনে করেন, অন্য কেউ করবে, আমি শুধু নিজের আরাম নিয়ে ভাবব। এই মনোভাব আমাদের জাতিকে নেতৃত্বশূন্য করে ফেলছে।

একটি নতুন রাজনৈতিক চেতনার দরকার

দেশকে সত্যিকারের পরিবর্তনের পথে নিতে হলে, আমাদের দুধ-মাখন-ঘি রূপান্তরের প্রতিটি ধাপ সঠিকভাবে অতিক্রম করতে হবে।

প্রয়োজন সেইসব মানুষ যারা নেতৃত্ব দেবেন, যারা লড়াই করবেন, যারা ঝুঁকি নেবেন এবং নিজেদের স্বার্থ ত্যাগ করে জাতির জন্য কাজ করবেন।

আজকের রাজনীতি যদি শুধু আরামনির্ভর হয়ে যায়, তবে ভবিষ্যতের বাংলাদেশ এক আত্মবিস্মৃত, দিশেহারা দেশ হয়ে উঠবে।

আমরা যদি এখনই না জাগি, যদি সত্যিকার অর্থে সংগ্রামী রাজনৈতিক চেতনায় না ফিরি, তবে সেই তাল পাতার বাঁশির মতো আমাদের রাজনীতিও চিরকাল নিঃশব্দ হয়ে থাকবে।

শত আঁধারেও সকাল আসে, শিশির ঝলমল করে, নতুন দিনের আশাবাদী বার্তা নিয়ে। রাজনীতির জটিল পথে হয়তো আমরা পথভ্রষ্ট, কিন্তু সীমা ছাড়িয়ে, বাধা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার শক্তি এখনও আমাদের মধ্যেই রয়েছে।

বাধা আর সীমারেখা ভুলে, মন ছুটে চলে এক নতুন মুক্তির দিকে, যেখানে আলোর জোয়ারে হতাশার দেয়াল ভেঙে যায়। পুরনো ক্লান্তি হারিয়ে যায়, নতুন দিনের সূচনা হয়।

যায় যদি যায়, যাক পুরনো ক্লান্তি, হতাশার মেঘ। দেশের মানুষের আশা একদিন সত্যি হবেÑ নতুন ভোর আসবে, যেখানে সত্যিকারের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, যেখানে আত্মত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে ন্যায়, উন্নয়ন, আর নতুন বাংলাদেশের স্বপ্ন।

[লেখক : সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন]

বাসন্তী পূজা

বিশ্ব স্বাস্থ্য দিবস : বাংলাদেশের স্বাস্থ্যসেবার চিত্র

মার্কিন নীতির পরিবর্তনে ইউক্রেনের পরিণতি

গাজা : ক্রমবর্ধমান মানবিক ও রাজনৈতিক সংকট

নিষিদ্ধ পলিথিনে বিপন্ন প্রকৃতি

ধর্ষণের বিরুদ্ধে লড়াই : আইনের শক্তি ও সমাজের দুর্বলতা

বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে গণমুখী শিক্ষা

ধর্মান্ধতার বিরুদ্ধে ভারতকে বাঁচাতে বাম উদ্যোগ

ছবি

পিরোজপুরের ডিসিকে হারিয়ে দিলেন লালমনিরহাটের ডিসি!

জমি-জমার রেকর্ড সংশোধনে নতুন পরিপত্র ও প্রাসঙ্গিক আইন

র্অথনতৈকি উন্নয়নে জাকাতরে ভূমকিা

কবে মিলবে নতুন নোট

আইনস্টাইনের দেশে

আওয়ামী লীগ থেকে অন্য দলগুলো কি শিক্ষা গ্রহণ করবে?

আজি নূতন রতনে ভূষণে যতনে...

ঈদে বাড়ি ফেরা নিরাপদ হোক

পেঁয়াজের আদ্যোপান্ত

রঙ্গব্যঙ্গ : ‘প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি...’

মালাকারটোলা গণহত্যা

‘বৈষম্যহীন বাংলায়’ দলিতদের প্রতি সীমাহীন বৈষম্য

বাংলাদেশের রাজনীতি এক কঠিন সন্ধিক্ষণে

স্বাধীনতার ৫৪ বছর

একাত্তরের মার্চে কেমন ছিল শ্রীমঙ্গল

ছবি

মুক্তিযুদ্ধে ভাটি বাংলা

ছবি

‘বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারায়’ প্রাপ্ত স্বাধীনতা

ছবি

সুন্দরবন : দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জনপদের ভরসার স্থল

কখন বসন্ত গেল, এবার হল না গান

সেই কালরাত

মাটির যথার্থ পরিচর্যা : জীবনের ভিত রক্ষার আহ্বান

আমাদের বন, আমাদের পানি : প্রকৃতির সংকট ও আমাদের করণীয়

আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই

রামনবমী ঘিরে সাম্প্রদায়িক কৌশল

ঈদে মিলবে না নতুন নোট

প্রসঙ্গ : পুরুষ ধর্ষণ

শাহবাগ শাপলা বিভাজন : দায় যাদের তাদেরই করতে হবে নিরসন

বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস

tab

উপ-সম্পাদকীয়

রাজনৈতিক রূপান্তরের এক সতর্কবার্তা

রহমান মৃধা

রোববার, ০৬ এপ্রিল ২০২৫

আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি। কিন্তু সেই বাঁশি আর আগের মতো বাজে না। মন আমার কেমন যেন সাজে না। তবে কি সত্যিই ছেলেবেলা, অর্থাৎ আমাদের জাতির আদর্শিক শৈশব, আমরা বহু দূরে ফেলে এসেছি?

মনে পড়ে, উদাস করা নকশীকাঁথার মাঠ, বিকেলের রোদ, হঠাৎ হাওয়ায় ভেসে আসা বাঁশির সুরÑ সব মিলিয়ে একটি দেশীয় সত্তা, একটি স্বপ্নজাগানিয়া শৈশব। সেই কিশোর বয়সের রঙিন কল্পনা, সংগ্রামের গল্প আর সততার চেতনা আজ আর চোখে ভাসে না।

হঠাৎ দেখি, অনেকটা পথ আমরা হেঁটে এসেছি। কিন্তু পেছনে ফেলে এসেছি আদর্শ, সংগ্রাম, আত্মত্যাগের গান। আজকের আরামের রাজনীতিতে সেই বাঁশির সুর আর নেইÑ শুধু একধরনের অস্বস্তিকর নিঃসঙ্গতা চারদিকে ছড়িয়ে আছে।

‘আরাম পার্টি’: এক অঘোষিত রাজনৈতিক শক্তি

বাংলাদেশের সংবিধানে স্বীকৃত দলগুলোর বাইরেও সমাজে একটি অদৃশ্য, অথচ প্রভাবশালী দল সক্রিয়Ñ ‘আরাম পার্টি’। এই দলের সদস্যরা কিছু করে না, কিছু বলে না, শুধু চায় অন্যরা সব করুক। অন্যরা মরুক, খাটুক, লড়–কÑ আর এরা ভোগ করুক।

তাদের আছে অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি। কিন্তু দেশের সংকটের মুহূর্তে তারা দৃশ্যমান হয় না। স্বাধীনতা সংগ্রামে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে বা গণতান্ত্রিক আন্দোলনে তারা থাকে না। কিন্তু যখন ভোগের পালা আসে, তখন তারাই সবচেয়ে সক্রিয়।

রাজনীতির শাপলা ফুল ও আরামের ভাসমানতা

শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল। পানির উপর ভাসে বলেই তার সৌন্দর্য। একে তুলে আনলে তার রূপ নষ্ট হয়ে যায়।

আরাম পার্টিও অনেকটা তেমনÑ তারা সমাজের উপরিভাগে ভেসে থাকতে পছন্দ করে, নিচে নামতে চায় না। দুধের উপর ভেসে থাকা মাখনের মতো তারা নিজেদের দায়িত্বহীন অস্তিত্বে অভ্যস্ত। কিন্তু তারা ভুলে যায়, মাখন একসময় গলেই যায়, বা ঘি হয়ে অন্য রূপ নেয়।

রাজনীতির রাসায়নিক রূপান্তর: দুধ, মাখন ও ঘি

বাংলাদেশের রাজনীতি একধরনের রাসায়নিক প্রক্রিয়া। এখানে দুধ প্রতীক আদর্শিক স্বপ্নের, মাখন প্রতীক সুবিধাভোগী আরামের, আর ঘি প্রতীক আত্মত্যাগী পরিণতির।

আমাদের রাজনীতি দুধ থেকে মাখনে এসে থেমে গেছে। ঘি হওয়ার জন্য যে উত্তাপ, দায়বদ্ধতা আর ত্যাগ দরকার, তা নেই। নির্বাচনের আগে প্রতিটি দল দুর্নীতি রুখবে, সুশাসন আনবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু বারবার দেখা যায়Ñ সবকিছু মুখের মাখন হয়েই থেকে যায়। কাজের জায়গায় শুধু শূন্যতা।

‘আমি না করিলে কে করিবে?’: আজ আর কেউ জিজ্ঞাসা করে না

নন্দলাল বলেছিলেন, ‘আমি না করিলে কে করিবে?’ আজ সেই প্রশ্ন করার লোক নেই। আরাম পার্টির সদস্যরা মনে করেন, অন্য কেউ করবে, আমি শুধু নিজের আরাম নিয়ে ভাবব। এই মনোভাব আমাদের জাতিকে নেতৃত্বশূন্য করে ফেলছে।

একটি নতুন রাজনৈতিক চেতনার দরকার

দেশকে সত্যিকারের পরিবর্তনের পথে নিতে হলে, আমাদের দুধ-মাখন-ঘি রূপান্তরের প্রতিটি ধাপ সঠিকভাবে অতিক্রম করতে হবে।

প্রয়োজন সেইসব মানুষ যারা নেতৃত্ব দেবেন, যারা লড়াই করবেন, যারা ঝুঁকি নেবেন এবং নিজেদের স্বার্থ ত্যাগ করে জাতির জন্য কাজ করবেন।

আজকের রাজনীতি যদি শুধু আরামনির্ভর হয়ে যায়, তবে ভবিষ্যতের বাংলাদেশ এক আত্মবিস্মৃত, দিশেহারা দেশ হয়ে উঠবে।

আমরা যদি এখনই না জাগি, যদি সত্যিকার অর্থে সংগ্রামী রাজনৈতিক চেতনায় না ফিরি, তবে সেই তাল পাতার বাঁশির মতো আমাদের রাজনীতিও চিরকাল নিঃশব্দ হয়ে থাকবে।

শত আঁধারেও সকাল আসে, শিশির ঝলমল করে, নতুন দিনের আশাবাদী বার্তা নিয়ে। রাজনীতির জটিল পথে হয়তো আমরা পথভ্রষ্ট, কিন্তু সীমা ছাড়িয়ে, বাধা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার শক্তি এখনও আমাদের মধ্যেই রয়েছে।

বাধা আর সীমারেখা ভুলে, মন ছুটে চলে এক নতুন মুক্তির দিকে, যেখানে আলোর জোয়ারে হতাশার দেয়াল ভেঙে যায়। পুরনো ক্লান্তি হারিয়ে যায়, নতুন দিনের সূচনা হয়।

যায় যদি যায়, যাক পুরনো ক্লান্তি, হতাশার মেঘ। দেশের মানুষের আশা একদিন সত্যি হবেÑ নতুন ভোর আসবে, যেখানে সত্যিকারের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, যেখানে আত্মত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে ন্যায়, উন্নয়ন, আর নতুন বাংলাদেশের স্বপ্ন।

[লেখক : সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন]

back to top