সভ্যতার সঙ্গে তথ্যপ্রযুক্তির সম্পর্কের ইতিহাস প্রচলিত ধারণার চেয়েও অনেক পুরনো ও বেশ গভীর। আমাদের জন্ম থেকে শুরু করে উদ্ভাবিত সবকিছুইতেই রয়েছে প্রযুক্তির উপর নির্ভরতা। মানব সভ্যতার পুরো ইতিহাসই জড়িত রয়েছে উদ্ভাবনের প্রযুক্তির সঙ্গে। আধুনিক সভ্যতার ক্রমবিকাশে তথ্যপ্রযুক্তির প্রভাব অপরিসীম। কম্পিউটারের নির্ভুল ভাবে কর্ম সম্পাদন করা, দ্রুতগতিতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা, পুরনো স্মৃতি এবং নতুন তথ্য সংরক্ষণ করা, স্বয়ংক্রিয় ভাবে কাজ সম্পাদন ইত্যাদি বৈশিষ্টের জন্য তথ্য প্রযুক্তির প্রয়োগক্ষেত্র আজ বিশ্বজুড়ে সুবিস্তৃত।
মানব সভ্যতার সঙ্গে প্রযুক্তি প্রতিনিয়তই অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। মূলত সভ্যতার বিকাশের অর্থই হলো প্রযুক্তির বিকাশ। আবার একইভাবে প্রযুক্তির বিকাশ সভ্যতার বিকাশকেই নির্দেশ করে। প্রযুক্তির বিকাশের ইতিহাস পর্যালােচনা করলে দেখা যাবে যে প্রযুক্তির অভূতপূর্ব পরিবর্তনই যুগে যুগে শিল্পবিপ্লব ঘটিয়েছিল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা িিি ছিল আবিষ্কারের ইতিহাসে যুগান্তকারী এক অকল্পনীয় উদ্ভাবন। সত্যিকার অর্থেই এটি ছিল এক অবিশ্বাস্য উদ্ভাবন যা বিশ্বব্যাপী যোগাযোগের ক্ষেত্রে ও মানুষের বর্তমান জীবনধারায় এনেছিল বৈপ্লবিক পরিবর্তন।
তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আজকের আধুনিক সভ্যতার এত দ্রুত পরিবর্তন ও মানসিক রুচির বিবর্তন ঘটছে। বিজ্ঞানের আবিষ্কৃত প্রযুক্তি কখনই অমানবিক ও অনৈতিক কোন কিছুকেই সমর্থন করেনা। কিন্তু কিছু বিপথগামী মানুষ বিজ্ঞানের অপব্যবহার করে। এসব বিপথগামী মানুষদের এই সাধারণ বোধটুকু নেই যে আজকের দিনের কর্মফল আগামীকাল তাদের সুন্দর ভবিষ্যতের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। এর ফলে কোনো না কোনো ভাবে তার নিজেরি ক্ষতি হবে। এর সঙ্গে সঙ্গে গোটা সভ্যতারই অধঃপতন ঘটবে। ফলশ্রুতিতে সর্বশেষ মানুষ তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব হারাবে।
জাহিদুল ইসলাম
নেটওয়ার্ক টেকনিশিয়ান (আইসিটি সেল)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
সভ্যতার সঙ্গে তথ্যপ্রযুক্তির সম্পর্কের ইতিহাস প্রচলিত ধারণার চেয়েও অনেক পুরনো ও বেশ গভীর। আমাদের জন্ম থেকে শুরু করে উদ্ভাবিত সবকিছুইতেই রয়েছে প্রযুক্তির উপর নির্ভরতা। মানব সভ্যতার পুরো ইতিহাসই জড়িত রয়েছে উদ্ভাবনের প্রযুক্তির সঙ্গে। আধুনিক সভ্যতার ক্রমবিকাশে তথ্যপ্রযুক্তির প্রভাব অপরিসীম। কম্পিউটারের নির্ভুল ভাবে কর্ম সম্পাদন করা, দ্রুতগতিতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা, পুরনো স্মৃতি এবং নতুন তথ্য সংরক্ষণ করা, স্বয়ংক্রিয় ভাবে কাজ সম্পাদন ইত্যাদি বৈশিষ্টের জন্য তথ্য প্রযুক্তির প্রয়োগক্ষেত্র আজ বিশ্বজুড়ে সুবিস্তৃত।
মানব সভ্যতার সঙ্গে প্রযুক্তি প্রতিনিয়তই অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। মূলত সভ্যতার বিকাশের অর্থই হলো প্রযুক্তির বিকাশ। আবার একইভাবে প্রযুক্তির বিকাশ সভ্যতার বিকাশকেই নির্দেশ করে। প্রযুক্তির বিকাশের ইতিহাস পর্যালােচনা করলে দেখা যাবে যে প্রযুক্তির অভূতপূর্ব পরিবর্তনই যুগে যুগে শিল্পবিপ্লব ঘটিয়েছিল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা িিি ছিল আবিষ্কারের ইতিহাসে যুগান্তকারী এক অকল্পনীয় উদ্ভাবন। সত্যিকার অর্থেই এটি ছিল এক অবিশ্বাস্য উদ্ভাবন যা বিশ্বব্যাপী যোগাযোগের ক্ষেত্রে ও মানুষের বর্তমান জীবনধারায় এনেছিল বৈপ্লবিক পরিবর্তন।
তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আজকের আধুনিক সভ্যতার এত দ্রুত পরিবর্তন ও মানসিক রুচির বিবর্তন ঘটছে। বিজ্ঞানের আবিষ্কৃত প্রযুক্তি কখনই অমানবিক ও অনৈতিক কোন কিছুকেই সমর্থন করেনা। কিন্তু কিছু বিপথগামী মানুষ বিজ্ঞানের অপব্যবহার করে। এসব বিপথগামী মানুষদের এই সাধারণ বোধটুকু নেই যে আজকের দিনের কর্মফল আগামীকাল তাদের সুন্দর ভবিষ্যতের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। এর ফলে কোনো না কোনো ভাবে তার নিজেরি ক্ষতি হবে। এর সঙ্গে সঙ্গে গোটা সভ্যতারই অধঃপতন ঘটবে। ফলশ্রুতিতে সর্বশেষ মানুষ তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব হারাবে।
জাহিদুল ইসলাম
নেটওয়ার্ক টেকনিশিয়ান (আইসিটি সেল)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।