দীর্ঘদিন ধরেই বাংলাদেশে গ্যাস সংকট একটি গুরুতর সমস্যা। অথচ এই খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাসের জন্য বাংলাদেশ বেশ পরিচিত। নানা অনিয়মের কারণে এটি ঢাকা শহরের দীর্ঘদিন এর সমস্যা হলেও সম্প্রতি ভয়াবহ রূপ নিয়েছে। সারা বছর গ্যাসের সংকট থাকলেও শীতকালে তা তীব্র আকার ধারণ করে। রাজধানীর মিরপুর, বাসাবো, রামপুরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী, পুরান ঢাকাসহ অনেক এলাকায় প্রতিদিনই গ্যাসের সংকট দেখা দিচ্ছে। সকাল-সন্ধ্যায় গ্যাসের চাপ এতোটাই কম থাকে যে চুলা জ্বালানোর জন্য অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
বাধ্য হয়ে এই শীতে নগরবাসীদের রান্না করতে হয় মাঝ রাতে। অনেকেই আবার বাধ্য হয়ে কিনছেন বিদ্যুৎ চালিত চুলা কিংবা সিলিন্ডার। তবে সিন্ডিকেটের কারণে দাম বাড়লে আর্থিকভাবে অনেকের কাছেই তা কষ্টসাধ্য। গ্যাস আমাদের রান্না, শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন খাতে ব্যাপক ব্যবহৃত হয়। গ্যাস না থাকায় ব্যহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন ব্যবস্থা, আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ। কারখানা ও বাসাবাড়িতে অবৈধ সংযোগ সংকটের অন্যতম প্রধান কারণ।
এছাড়াও টেম্পারিং করে বিল কমিয়ে সরকারের রাজস্ব কমিয়ে দিয়ে নিজেদের পকেট ভরছে সিন্ডিকেট। প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে লিকেজ ও অপচয় রোধ করা এবং অবকাঠামোগত উন্নয়ন জরুরি। সংকট না কাটলে পাইপ লাইনে গ্যাস পাচারের যে গল্প রয়েছে তা সাধারণ জনগণ সত্যি বলেই ভেবে নিতে পারে। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, গ্যাস সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাজধানী ও অন্যান্য শহরাঞ্চলের মানুষের ভোগান্তি দূর করুন।
নুসরাত জাহান অর্পিতা
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
দীর্ঘদিন ধরেই বাংলাদেশে গ্যাস সংকট একটি গুরুতর সমস্যা। অথচ এই খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাসের জন্য বাংলাদেশ বেশ পরিচিত। নানা অনিয়মের কারণে এটি ঢাকা শহরের দীর্ঘদিন এর সমস্যা হলেও সম্প্রতি ভয়াবহ রূপ নিয়েছে। সারা বছর গ্যাসের সংকট থাকলেও শীতকালে তা তীব্র আকার ধারণ করে। রাজধানীর মিরপুর, বাসাবো, রামপুরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী, পুরান ঢাকাসহ অনেক এলাকায় প্রতিদিনই গ্যাসের সংকট দেখা দিচ্ছে। সকাল-সন্ধ্যায় গ্যাসের চাপ এতোটাই কম থাকে যে চুলা জ্বালানোর জন্য অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
বাধ্য হয়ে এই শীতে নগরবাসীদের রান্না করতে হয় মাঝ রাতে। অনেকেই আবার বাধ্য হয়ে কিনছেন বিদ্যুৎ চালিত চুলা কিংবা সিলিন্ডার। তবে সিন্ডিকেটের কারণে দাম বাড়লে আর্থিকভাবে অনেকের কাছেই তা কষ্টসাধ্য। গ্যাস আমাদের রান্না, শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন খাতে ব্যাপক ব্যবহৃত হয়। গ্যাস না থাকায় ব্যহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন ব্যবস্থা, আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ। কারখানা ও বাসাবাড়িতে অবৈধ সংযোগ সংকটের অন্যতম প্রধান কারণ।
এছাড়াও টেম্পারিং করে বিল কমিয়ে সরকারের রাজস্ব কমিয়ে দিয়ে নিজেদের পকেট ভরছে সিন্ডিকেট। প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে লিকেজ ও অপচয় রোধ করা এবং অবকাঠামোগত উন্নয়ন জরুরি। সংকট না কাটলে পাইপ লাইনে গ্যাস পাচারের যে গল্প রয়েছে তা সাধারণ জনগণ সত্যি বলেই ভেবে নিতে পারে। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, গ্যাস সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাজধানী ও অন্যান্য শহরাঞ্চলের মানুষের ভোগান্তি দূর করুন।
নুসরাত জাহান অর্পিতা
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।