লাইব্রেরির গুরুত্ব, সমাজ ও দেশের উন্নয়নে লাইব্রেরির ভূমিকা, জাতি গঠনে লাইব্রেরির ভূমিকা নিয়ে ছোট থেকেই আমরা বই-পুস্তক, পত্র-পত্রিকায় পড়ে আসছি, সভা সেমিনারে বক্তব্য শুনে আসছি কিন্তু সমাজে প্রভাব ফেলতে পারার মতো লাইব্রেরি আমরা গঠন করতে পেরেছি? সমাজের সর্বস্তরের মানুষের জন্য লাইব্রেরিকে গ্রহণযোগ্য করতে পেরেছি?
একাডেমিক, পাবলিক, স্পেশালসহ বিভিন্ন ধরনের লাইব্রেরির ধারণা রয়েছে তার মধ্যে পাবলিক লাইব্রেরিই সর্বস্তরের মানুষকে সেবা প্রদান করতে পারে। এজন্য সবার আগে পাবলিক লাইব্রেরিগুলো সমৃদ্ধ করা দরকার। বই ও অন্যান্য লাইব্রেরি সামগ্রীসহ আরও নানা ধরনের আধুনিক পরিসেবা উন্মুক্ত করা দরকার। লাইব্রেরিতে এমন একটা পরিবেশ তৈরি করা উচিৎ যেন সমাজের সর্বস্তরের মানুষ লাইব্রেরিমুখী হয়ে উঠে। পড়াশোনা অনেকের কাছেই একটা একঘেয়ে কাজ তাই লাইব্রেরিতে একটা গুরুগম্ভীর ও একঘেয়ে পরিবেশ তৈরি না করে একটা বিনোদন কেন্দ্রের মতো করেই তৈরি করা উচিৎ। যেটা একই সাথে জ্ঞানার্জন ও মানসিক বিকাশে সহযোগিতা করবে।
জনসাধারণকে লাইব্রেরির সাথে সংযোগ স্থাপন করাতে আধুনিক লাইব্রেরি সেবার সবধরনের সেবা প্রদান করা দরকার। এতে করে লাইব্রেরিমুখী একটা সমাজ থেকে সামাজিক মূল্যবোধসম্পন্ন নাগরিক, সুশিক্ষায় শিক্ষিত এবং একই সাথে সচেতন নাগরিক গড়ে উঠবে। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় লাইব্রেরিগুলো সমৃদ্ধ করা যেতে পারে।
তানবীর নাঈম
ঢাকা বিশ্ববিদ্যালয়
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
লাইব্রেরির গুরুত্ব, সমাজ ও দেশের উন্নয়নে লাইব্রেরির ভূমিকা, জাতি গঠনে লাইব্রেরির ভূমিকা নিয়ে ছোট থেকেই আমরা বই-পুস্তক, পত্র-পত্রিকায় পড়ে আসছি, সভা সেমিনারে বক্তব্য শুনে আসছি কিন্তু সমাজে প্রভাব ফেলতে পারার মতো লাইব্রেরি আমরা গঠন করতে পেরেছি? সমাজের সর্বস্তরের মানুষের জন্য লাইব্রেরিকে গ্রহণযোগ্য করতে পেরেছি?
একাডেমিক, পাবলিক, স্পেশালসহ বিভিন্ন ধরনের লাইব্রেরির ধারণা রয়েছে তার মধ্যে পাবলিক লাইব্রেরিই সর্বস্তরের মানুষকে সেবা প্রদান করতে পারে। এজন্য সবার আগে পাবলিক লাইব্রেরিগুলো সমৃদ্ধ করা দরকার। বই ও অন্যান্য লাইব্রেরি সামগ্রীসহ আরও নানা ধরনের আধুনিক পরিসেবা উন্মুক্ত করা দরকার। লাইব্রেরিতে এমন একটা পরিবেশ তৈরি করা উচিৎ যেন সমাজের সর্বস্তরের মানুষ লাইব্রেরিমুখী হয়ে উঠে। পড়াশোনা অনেকের কাছেই একটা একঘেয়ে কাজ তাই লাইব্রেরিতে একটা গুরুগম্ভীর ও একঘেয়ে পরিবেশ তৈরি না করে একটা বিনোদন কেন্দ্রের মতো করেই তৈরি করা উচিৎ। যেটা একই সাথে জ্ঞানার্জন ও মানসিক বিকাশে সহযোগিতা করবে।
জনসাধারণকে লাইব্রেরির সাথে সংযোগ স্থাপন করাতে আধুনিক লাইব্রেরি সেবার সবধরনের সেবা প্রদান করা দরকার। এতে করে লাইব্রেরিমুখী একটা সমাজ থেকে সামাজিক মূল্যবোধসম্পন্ন নাগরিক, সুশিক্ষায় শিক্ষিত এবং একই সাথে সচেতন নাগরিক গড়ে উঠবে। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় লাইব্রেরিগুলো সমৃদ্ধ করা যেতে পারে।
তানবীর নাঈম
ঢাকা বিশ্ববিদ্যালয়