আমার যমজ সন্তানের একজনকে গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করানো সম্ভব হয়েছে। গত ১৭/১২/২০২৪ তারিখে অনুষ্ঠিত লটারিতে নির্বাচিত হয়ে ১৯/১২/২০২৪ তারিখে শুধুমাত্র একজন সন্তানকে স্কুল কর্তৃপক্ষ ভর্তি করে নিয়েছে। যমজ সন্তানের ক্ষেত্রে একটি ফর্মে যমজদের আবেদন করার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ এবং নির্দেশনায় বলা ছিল একাধিক আবেদন করা হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
সুতরাং নির্দেশিকা অনুযায়ী আমরা আবেদন করি; কিন্তু স্কুল কর্তৃপক্ষ শুধুমাত্র আমার একজন সন্তানকে ভর্তি নিয়েছে, স্কুলে অনেকবার যোগাযোগ করার পরেও আমার অন্য সন্তানকে এখনো পর্যন্ত ভর্তি করাতে পারিনি।
যমজ সন্তানের ভর্তির এই ভোগান্তি শুধু আমার নয়, এটা একটা জাতীয় সমস্যা। সারা বাংলাদেশের সকল যমজ সন্তানের অভিভাবকগণ সকলেই এই সমস্যা নিয়ে স্কুলে স্কুলে ঘুরছেন। স্কুলের প্রধান শিক্ষকগণ বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর সুপারিশ আনলে আমরা ভর্তি করে নেব।
বিষয়টি পত্রিকার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনতে পারলে আশা করা যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সুষ্ঠু সমাধানের জন্য একটি সাধারণ নির্দেশনা স্কুলপর্যায়ে দিয়ে দিলে সমস্যাটির সমাধান সম্ভব হতো।
রফিকুল ইসলাম
যমজ সন্তানের অভিভাবক
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
আমার যমজ সন্তানের একজনকে গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করানো সম্ভব হয়েছে। গত ১৭/১২/২০২৪ তারিখে অনুষ্ঠিত লটারিতে নির্বাচিত হয়ে ১৯/১২/২০২৪ তারিখে শুধুমাত্র একজন সন্তানকে স্কুল কর্তৃপক্ষ ভর্তি করে নিয়েছে। যমজ সন্তানের ক্ষেত্রে একটি ফর্মে যমজদের আবেদন করার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ এবং নির্দেশনায় বলা ছিল একাধিক আবেদন করা হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
সুতরাং নির্দেশিকা অনুযায়ী আমরা আবেদন করি; কিন্তু স্কুল কর্তৃপক্ষ শুধুমাত্র আমার একজন সন্তানকে ভর্তি নিয়েছে, স্কুলে অনেকবার যোগাযোগ করার পরেও আমার অন্য সন্তানকে এখনো পর্যন্ত ভর্তি করাতে পারিনি।
যমজ সন্তানের ভর্তির এই ভোগান্তি শুধু আমার নয়, এটা একটা জাতীয় সমস্যা। সারা বাংলাদেশের সকল যমজ সন্তানের অভিভাবকগণ সকলেই এই সমস্যা নিয়ে স্কুলে স্কুলে ঘুরছেন। স্কুলের প্রধান শিক্ষকগণ বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর সুপারিশ আনলে আমরা ভর্তি করে নেব।
বিষয়টি পত্রিকার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনতে পারলে আশা করা যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সুষ্ঠু সমাধানের জন্য একটি সাধারণ নির্দেশনা স্কুলপর্যায়ে দিয়ে দিলে সমস্যাটির সমাধান সম্ভব হতো।
রফিকুল ইসলাম
যমজ সন্তানের অভিভাবক