অবাক কা- নয়। এমন তো হয়েই আসছে। তবে জালিয়াতরা ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকার জাল নোট বাজারে ছেড়ে বাজিমাত করছে বাজার। এসব ঘটনা আজকের নয়, বহুদিন ধরে চলে আসছে। টাকার এপিঠ-ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে দেখবে, পেছন দিকে, সামনে দিকে তাকিয়ে দেখবে, সে সময় কোথায়! মানুষের সে সময় কোথায়! টাকার সামনে, পেছনে ছবি থাকে। অবিকল, জালনোটেও। এমনকী পেছনের দিকেও আসল নোটের মতো হুবহু ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকার নোট। গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে জাল নোটের টাকা। জাল কিনা তা ধরা খুব কঠিন। জাল নোটের বানানে অনেক সময় ভুল থাকে, কিন্তু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বানান পড়ে দেখা কী সম্ভব? নিশ্চয়ই না। অনেকে বলেন, টাকা হাতে পেয়ে খুব নজর করে দেখতে হবে এই জালনোটের এপিঠ ওপিঠ দিক। জালনোট হাতে পেয়ে প্রতিদিন সাধারণ মানুষ ঠকছে নানা উপায়ে। জাল নোটের ঘটনা নতুন কিছু নয়। যারা জাল নোটের সঙ্গে জড়িত তাদেরকে সঠিকভাবে বিচার করা হয় না বলে জাল নোট প্রস্তুতকারী চক্র বরাবর সক্রিয়।
উল্টিয়ে পাল্টিয়েও অনেক সময় বোঝা যায় না, এটা জাল নোট কিনা! টাকা উল্টিয়ে পাল্টিয়ে সাধারণ মানুষ কিভাবেই বা বুঝবে জাল নোট না আসল নোট? না পারলে, গেল বেশ কিছু গচ্চা। জানি না, সরকার এই জালিয়াতদের হাত থেকে কীভাবে বাঁচাতে পারবে সাধারণ নাগরিকদের? জাল নোট প্রস্তুতকারী ও তাদেরকে সহায়তাকারী চক্রকে কঠিনতম শাস্তি প্রদান করতে সরকারের এত ভয় কেন!
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা, বাংলাদেশ।
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
অবাক কা- নয়। এমন তো হয়েই আসছে। তবে জালিয়াতরা ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকার জাল নোট বাজারে ছেড়ে বাজিমাত করছে বাজার। এসব ঘটনা আজকের নয়, বহুদিন ধরে চলে আসছে। টাকার এপিঠ-ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে দেখবে, পেছন দিকে, সামনে দিকে তাকিয়ে দেখবে, সে সময় কোথায়! মানুষের সে সময় কোথায়! টাকার সামনে, পেছনে ছবি থাকে। অবিকল, জালনোটেও। এমনকী পেছনের দিকেও আসল নোটের মতো হুবহু ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকার নোট। গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে জাল নোটের টাকা। জাল কিনা তা ধরা খুব কঠিন। জাল নোটের বানানে অনেক সময় ভুল থাকে, কিন্তু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বানান পড়ে দেখা কী সম্ভব? নিশ্চয়ই না। অনেকে বলেন, টাকা হাতে পেয়ে খুব নজর করে দেখতে হবে এই জালনোটের এপিঠ ওপিঠ দিক। জালনোট হাতে পেয়ে প্রতিদিন সাধারণ মানুষ ঠকছে নানা উপায়ে। জাল নোটের ঘটনা নতুন কিছু নয়। যারা জাল নোটের সঙ্গে জড়িত তাদেরকে সঠিকভাবে বিচার করা হয় না বলে জাল নোট প্রস্তুতকারী চক্র বরাবর সক্রিয়।
উল্টিয়ে পাল্টিয়েও অনেক সময় বোঝা যায় না, এটা জাল নোট কিনা! টাকা উল্টিয়ে পাল্টিয়ে সাধারণ মানুষ কিভাবেই বা বুঝবে জাল নোট না আসল নোট? না পারলে, গেল বেশ কিছু গচ্চা। জানি না, সরকার এই জালিয়াতদের হাত থেকে কীভাবে বাঁচাতে পারবে সাধারণ নাগরিকদের? জাল নোট প্রস্তুতকারী ও তাদেরকে সহায়তাকারী চক্রকে কঠিনতম শাস্তি প্রদান করতে সরকারের এত ভয় কেন!
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা, বাংলাদেশ।