কুষ্টিয়া জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে কুষ্টিয়া-ঝিনাইদহ হাইওয়ে। এটি কুষ্টিয়া শহর থেকে ভার্সিটি, ঝিনাইদহ, মাগুরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা শহর ও অঞ্চলগুলোতে যাওয়ার একমাত্র সড়ক।
কিন্তু দুঃখজনকভাবে এই মহাসড়কটি এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বরাবরই হয়েছে অবহেলিত। যথাসময়ে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এটির এখন বেহাল দশা। বিভিন্ন স্থানে আস্তর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় খাদ। ফলে যানবাহন চলাচলে অসুবিধা হয়, এছাড়াও বর্ষায় পানি জমে থাকে এবং যাতায়াতের সমস্যাসহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়, এমন অবস্থায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত।
বিশেষ করে লক্ষ্মীপুর-মধুপুর দীর্ঘ ৫ কিলোমিটারজুড়ে সড়কটি প্রায় পর্যুদস্ত। যাতায়াতের সময় গাড়ির ঝাঁকুনিতে অতিষ্ঠ হতে হয় শিক্ষার্থী, রোগীসহ সব শ্রেণী-পেশার মানুষের। এতে যেমন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং একই সাথে রয়েছে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি। অতএব উক্ত মহাসড়কের ক্ষয়ে যাওয়া স্থানগুলো (বিশেষভাবে লক্ষ্মীপুর-মধুপুর) দ্রুত সংস্কার করে যাত্রীদের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি দূরীকরণে যথাযথ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নেয়ামত উল্লাহ জুবায়ের
কুষ্টিয়া
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
কুষ্টিয়া জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে কুষ্টিয়া-ঝিনাইদহ হাইওয়ে। এটি কুষ্টিয়া শহর থেকে ভার্সিটি, ঝিনাইদহ, মাগুরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা শহর ও অঞ্চলগুলোতে যাওয়ার একমাত্র সড়ক।
কিন্তু দুঃখজনকভাবে এই মহাসড়কটি এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বরাবরই হয়েছে অবহেলিত। যথাসময়ে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এটির এখন বেহাল দশা। বিভিন্ন স্থানে আস্তর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় খাদ। ফলে যানবাহন চলাচলে অসুবিধা হয়, এছাড়াও বর্ষায় পানি জমে থাকে এবং যাতায়াতের সমস্যাসহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়, এমন অবস্থায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত।
বিশেষ করে লক্ষ্মীপুর-মধুপুর দীর্ঘ ৫ কিলোমিটারজুড়ে সড়কটি প্রায় পর্যুদস্ত। যাতায়াতের সময় গাড়ির ঝাঁকুনিতে অতিষ্ঠ হতে হয় শিক্ষার্থী, রোগীসহ সব শ্রেণী-পেশার মানুষের। এতে যেমন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং একই সাথে রয়েছে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি। অতএব উক্ত মহাসড়কের ক্ষয়ে যাওয়া স্থানগুলো (বিশেষভাবে লক্ষ্মীপুর-মধুপুর) দ্রুত সংস্কার করে যাত্রীদের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি দূরীকরণে যথাযথ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নেয়ামত উল্লাহ জুবায়ের
কুষ্টিয়া