ঘুম ভাঙলে মেহেরুন্নেসা কপালে আঙুলের উষ্ণ স্পর্শ অনুভব করেন। কেউ একজন সিথানে বসে হাত বুলিয়ে দিচ্ছে। খুব চেনা এই স্পর্শ।