সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে কয়েকজন যুবক তাকে লাথি ও ঘুষি মারছে। আশপাশের অনেকে এই দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন।
বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
প্রত্যক্ষদর্শীর জানান, ছিনতাইকারী বলে এক ছেলেকে মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসছে। পরে গাছে বেঁধে লাঠি, রড দিয়ে মারধর করেছে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।"
তিনি আরও জানান, শহীদ মিনারে প্রায়ই চোর বা ছিনতাইকারী সন্দেহে মারধরের ঘটনা ঘটে। কিশোর-যুবকদের মধ্যে মারামারিও যেন নিত্যদিনের ব্যাপার হয়ে উঠেছে।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, "গাছে ঝুলিয়ে নির্যাতনের খবর আমরা দেরিতে পেয়েছি। পুলিশ পৌঁছানোর আগেই ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই ঘটনাস্থল ছাড়ে।"
তিনি আরও বলেন, "চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যারা এমন করছে, তারাও আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন।"
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে কয়েকজন যুবক তাকে লাথি ও ঘুষি মারছে। আশপাশের অনেকে এই দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন।
বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
প্রত্যক্ষদর্শীর জানান, ছিনতাইকারী বলে এক ছেলেকে মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসছে। পরে গাছে বেঁধে লাঠি, রড দিয়ে মারধর করেছে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।"
তিনি আরও জানান, শহীদ মিনারে প্রায়ই চোর বা ছিনতাইকারী সন্দেহে মারধরের ঘটনা ঘটে। কিশোর-যুবকদের মধ্যে মারামারিও যেন নিত্যদিনের ব্যাপার হয়ে উঠেছে।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, "গাছে ঝুলিয়ে নির্যাতনের খবর আমরা দেরিতে পেয়েছি। পুলিশ পৌঁছানোর আগেই ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই ঘটনাস্থল ছাড়ে।"
তিনি আরও বলেন, "চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যারা এমন করছে, তারাও আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন।"