সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ বাড়ালে উদ্যোক্তাদের অর্থ সংস্থানের সুযোগ সবচেয়ে বেশি হবে। এর পাশাপাশি পরিবেশ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলাও সহজতর হবে যা সার্বিকভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) অনলাইন প্লাটফর্মে ‘ইনোভেটিভ ফাইন্যান্স টুলকিট’ শীর্ষক প্রকাশনার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে মূল প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশের ১০০ জন বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও শীর্ষ কর্মকর্তাদের মাঝে জরিপে এ তথ্য উঠে আসে।
বিজনেস কনসালট্যান্সি প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স (এলসিপি) ও জার্মানভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান রুটস অব ইমপ্যাক্ট (আরওআই) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশীদার হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ছিল বিনিয়োগ বৃদ্ধি (বি-বৃদ্ধি), বাংলাদেশ অ্যাঞ্জেলস, এসবিকে টেক ভেঞ্চার, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, ভেঞ্চার ক্যাপিট্যাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব)।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইটক্যাসল পার্টনার্স (এলসিপি)-এর প্রধান নির্বাহী (সিইও) বিজন ইসলাম ও রুটস অব ইমপ্যাক্ট (আরওআই)-এর প্রোগ্রাম ম্যানেজার ম্যা´িম চেং। মূল প্রবন্ধে বলা হয়, অংশগ্রহণকারীদের ৩০ শতাংশ মনে করেন সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ বাড়ালে উদ্যোক্তাদের অর্থসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি। ২৭ শতাংশ মনে করেন ইনোভেটিভ আইডিয়া ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবসা শুরু করলে পরিবেশ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজতর হয়। ১৪ শতাংশ মনে করেন এই সংক্রান্ত বিনিয়োগে এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ইতিবাচক প্রভাব বেশি পড়ে। চলতি বছরের মার্চে এই জরিপ শুরু হয়, শেষ হয় এপ্রিলে।
সারাদেশ: বোয়ালখালীতে বসতঘর থেকে অজগর উদ্ধার
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম কাগজ ডট এআই চালু
বিজ্ঞান ও প্রযুক্তি: নকিয়ার সঙ্গে বিপিসিএস কনসোর্টিয়াম সদস্যদের এসএলটিই চুক্তি স্বাক্ষর